দীপক অধিকারী, হতে পারতো পেশা কম্পিউটার ইঞ্জিনিয়ার। তাহলে কী আপনি চিনতে পারতেন তাকে? উত্তর হবে- না। কিন্তু আমরা সবাই চিনি দেবকে। পাগলু, খোকা ৪২০, চ্যালেঞ্জ, দুই পৃথিবী থেকে চাঁদের পাহাড়, বুনোহাঁসে তাঁর সমান দক্ষতা। মেয়েদের হার্টথ্রব, নাচের গুরু দেবকে তো আমরা তাঁর অভিনয়কুশলতার জন্য ভালোভাবে চিনি। তিনি এখন ঘাটাল থেকে সাংসদ তৃণমূল কংগ্রেসের। সেটাও তাঁর এক পরিচয়। কিন্তু, তার আরেক পরিচয় আজ আপনাদের সামনে রাখব, যে পরিচয় তৈরি হয়েছে তাঁর নবাবী জীবনযাপনে।
সাধারণ কিছু কথা
১৯৮২ সালে ২৫ ডিসেম্বর জন্ম কেশপুরে। বাবা গুরুদাস অধিকারী ও মা মৌসুমী অধিকারী। ছোটবেলাতেই তিনি চলে যান মুম্বাই ও সেখানে বান্দ্রার পুরুষোত্তম হাই স্কুলে পড়তেন। তিনি একটি অভিনয়ের প্রশিক্ষণও নেন kishore Namit Kapoor acting academy থেকে কারণ অভিনয়ে আসার ইচ্ছে তার বরাবরই।
আর এই শিক্ষাই তাকে কী দিল সেটাই আজ আপনাদের বলবো। ২০০৬ সালের ‘অগ্নিশপথ’ সেইরকম হিট না করলেও ‘আই লাভ ইউ’ ও ‘প্রেমের কাহিনী’ থেকেই দেবের দেব হয়ে ওঠা শুরু। আর তারপরের দেবের জীবনযাত্রার কাহিনীই আপনাদের বলবো।
বাড়ি
আগেই বলেছি মফঃস্বলে এক সাধারণ পরিবারেই জন্ম। স্কুল জীবনের পর পুণেতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে যাওয়া। কিন্তু শেষপর্যন্ত তিনি অভিনয়টাকেই তাঁর পেশা হিসাবে বেছে নিলেন এবং এই ক্ষেত্রে তাঁর ইচ্ছা ও প্রশিক্ষণ তাকে সাহায্য করেছে। আর এই পেশাই তাকে কী দিয়েছে জানেন! ৬ কোটি টাকার বাড়ি। হ্যাঁ বন্ধুরা, অবাক হবেন না। এটাই তাঁর বাড়ির মূল্য। তিনি তাঁর পরিবারের সঙ্গে কলকাতাতেই থাকেন। তার বাড়িতে আছে একটি সুদৃশ্য সুইমিং পুল। এছাড়া পার্সোনাল গেস্ট হাউসের দাম ২.৫ কোটি।
গাড়ি
এই কয়েক বছরের সাফল্যের সাপেক্ষে যদি আমরা তার গাড়ির পরিমাণ ও ব্র্যান্ডের দিকে তাকাই তাহলে দেখব তার গাড়ির সংখ্যা খুব বেশি নয়। মোট তিনটে গাড়ি আপাতত। BMW 3 Series’র দাম হল ৪০ লাখ। আর New BMW 7 Series’র দাম হল ১.৪ কোটি। একটা মার্সেডিজও আছে। তিনটে গাড়ি মিলিয়ে মোট মূল্য ১.৫ মিলিয়ন ডলার।
অন্যান্য
আগে দেব প্রতি সিনেমার জন্য ৩৫ থেকে ৪০ লাখ নিতেন। এখন সেটা বেড়ে হয়েছে ৯০ লাখ। মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে প্রায় ২৫ কোটি মতো। রাজনীতি খাতে টাকাটা আমরা এক্ষেত্রে নাই ধরতে পারি, কারণ তা অভিনয় সূত্রে আসা টাকার সাপেক্ষে খুবই কম।
আজ আপনাদের দেবের যে জীবনযাপনের কথা জানালাম, আশা করি তা জেনে আপনাদের ভালো লেগেছে।
মিঠুন চক্রবর্তীর নবাবী জীবনের ছবি দেখে আপনার চোখ দাঁড়িয়ে যাবে
মন্তব্য করুন