উচ্চমাধ্যমিক পরীক্ষার আর বেশী দেরী নেই। আর তারপরেই ভাবতে হবে ঠিক কোন বিষয়টিকে আপনি আপনার কেরিয়ারে বেছে নিতে চান। এই সিদ্ধান্তটি খুব গুরুত্বপুর্ণ, কেননা যে বিষয়টি বাছবেন সেটিই আপনার বাকি জীবনের একমাত্র পড়াশুনোর বিষয় হয়ে উঠবে। আর আপনি যদি কেরিয়ার তৈরি করতে চান কমার্সে, সেই ক্ষেত্রে আপনাকে পছন্দ মতো বিষয় বেছে নিতে হবে। আজ আমরা আপনাকে কমার্সের জন্য ঠিক কী কী কেরিয়ার অপশন রয়েছে, তারই হদিশ দেবো।
১. বি.কম
সংক্ষেপে ব্যাচেলর অব কমার্স। কমপক্ষে তিন বছরের ডিগ্রী কোর্স এটি। এটি আপনি জেনারেল কোর্স বা পাস কোর্স হিসেবেও পড়তে পারেন, অথবা অনার্সের বিষয় হিসেবেও পড়তে পারেন। বি.কম পড়তে গেলে তিন বছরে আপনাকে পড়তে হবে অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যাকাউন্ট, স্ট্যাটিস্টিকস, ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স, কম্পিউটার, ইকোনমিক্স, ইংরেজি, আইন, মার্কেটিং ও ফিন্যান্স। এ ছাড়াও বি.কম-এর শেষ বছরে আপনি আপনার পছন্দ মতো কমার্স সাবজেক্টকে স্পেশাল পেপার হিসেবে বেছে নিতে পারবেন। অ্যাডভার্টাইজিং ও সেলস ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফরেইন ট্রেড, ই- কমার্স– ইত্যাদি বিষয়গুলির মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে আপনার পছন্দের স্পেশাল পেপার। ফলে এইচ.এস.-এর পরে বি.কম-কেও আপনি বেছে নিতে পারেন আপনার পড়ার বিষয় হিসেবে। একবার বি.কম পড়ে নিলে আপনার কাছে এরপরে থাকবে এম .কম করার সুযোগ । ফলে পরবর্তীকালে কমার্স নিয়ে উচ্চশিক্ষার দরজাও খুলে যাবে আপনার কাছে।
➡ H. S এর পর আর্টসের ছাত্ররা কী নিয়ে পড়তে পারে দেখুন।
বি.কম করানো হয় যে যে কলেজগুলি থেকে, আসুন সেই কলেজগুলির হদিশ দিই আপনাদের-
১. শিবনাথ শাস্ত্রী কলেজ
২৩/৪৯ গড়িয়াহাট রোড, কলকাতা- ৭০০০২৯।
যোগাযোগ- ০৩৩ ২৪৬১ ১২৩৬
২. হেরম্বচন্দ্র কলেজ
২৩/৪৯ গড়িয়াহাট রোড, কলকাতা- ৭০০০২৯।
যোগাযোগ- ০৩৩ ২৪৬১ ০১৩১
৩. ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ
৫, লালা লাজপত রায় সরণী, ভবানীপুর, কলকাতা- ৭০০০২০।
যোগাযোগ- ০৩৩ ৪০১৯ ৫৫৫৫
৪. জে ডি বিড়লা ইনস্টিটিউট
১১, লোয়ার রওডন স্ট্রিট , কলকাতা – ৭০০০২০।
যোগাযোগ- ০৩৩ ২৪৭৫ ৫০৭০
৫. আচার্য্য জগদীশ চন্দ্র বোস কলেজ
১/১/বি, এ জে সি বোস রোড, কলকাতা- ৭০০০২০।
যোগাযোগ- ০৩৩ ২২৮২ ১৪৮২
৬. শ্রী শিক্ষায়তন কলেজ
১১ লর্ড সিনহা রোড, কলকাতা- ৭০০০৭১।
যোগাযোগ- ০৩৩ ২২৮২ ৬০৩৩
৭. মৌলানা আজাদ কলেজ
৮ রফিক আহমেদ কিদওয়াই রোড, তালতলা, কলকাতা- ৭০০০১৩।
যোগাযোগ- ০৩৩ ২২৪৯ ৩৭৩৭
৮. গোয়েংকা কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস
২১০ বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা- ৭০০০১২।
যোগাযোগ- ০৩৩ ২২৪১ ২২১৬
৯. শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ
১০ রাজা নবকৃষ্ণ স্ট্রিট, শোভাবাজার, কলকাতা- ৭০০০০৫।
যোগাযোগ- ০৩৩ ২৫৫৫ ৩৬৪৭
১০. সিটি কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
১৩ সূর্য সেন স্ট্রিট , কলেজ স্কোয়্যার, কলকাতা- ৭০০০১২।
যোগাযোগ- ০৩৩ ৪০০৪ ১৭৮১
এখানে কিছু কলেজের হদিশ দেওয়া হল। এমনই আরও অনেক কলেজ রয়েছে যেখানে আপনারা বি.কম কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
২. চাটার্ড অ্যাকাউন্টেন্ট
চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কোর্স পরিচালনা করে স্কুল অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইন ইন্ডিয়া– নামে সরকারি সংস্থা। এই কোর্সটির ভবিষ্যত খুবই উজ্জ্বল। তবে এই কোর্সটি পড়তে চাইলে অ্যাডমিশনের দুটি পদ্ধতি আছে। এক, আপনি বি.কম শেষ করে তারপর অ্যাপ্লাই করুন, আর উচ্চমাধ্যমিকের পরে ভর্তি হওয়ার জন্য কমোন প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে দিয়ে ভর্তি হন। এই কমন প্রফিসিয়েন্সি টেস্টের জন্য আপনাকে উচ্চমাধ্যমিকে কমার্সে কম পক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়েই পাশ করতে হবে, তবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই কমন প্রফিসিয়েন্সি টেস্ট বা সি.পি.টি. পাশ যদি আপনি করে ফেলেন,তাহলে আপনি ইন্টিগ্রেটেড প্রফেশনাল কম্পিটেন্স কোর্স বা আই.পি.সি.টি.-র জন্য আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে আপনাকে প্রথমে ৯ মাসের একটি ট্রেনিং কোর্সের মধ্যে থাকতে হবে যেখানে আপনাকে ইনফরমেশন টেকনলজি ও কম্পিউটারের ওপর কোর্স করানো হবে। তারপর গ্রুপ ওয়ান অথবা গ্রুপ টু এর মধ্যে যে কোনও একটি কোর্স বেছে নিয়ে, সেটিতে পরীক্ষা দিতে হবে ও পাশ করতে হবে। এবারে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ফাইনাল কোর্সটি শুরু হবে। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বেতন ও সম্মান দুইই রয়েছে। তাই যারা কমার্স নিয়ে এ বছর পাশ করছেন, তাঁরা এই কোর্সটি করবেন কিনা, ভেবে দেখুন।
আসুন দেখে নেওয়া যাক সি.এ. পড়ানো হয়, এমন কিছু কলেজের হদিশ-
১. বঙ্গবাসী কলেজ অব কমার্স
৩৫ রাজকুমার চক্রবর্তী সরণী (স্কট লেন), কলকাতা- -৭০০০০৯।
যোগাযোগ– ০৩৩ ২৩৬০ ৫৯৯৫
২. জে ডি বিড়লা ইনস্টিটিউট
১১, লোয়ার রওডন স্ট্রিট , কলকাতা – ৭০০০২০।
যোগাযোগ- ০৩৩ ২৪৭৫ ৫০৭০
৩. শেঠ আনন্দম জয়পুরিয়া কলেজ
১০ রাজা নবকৃষ্ণ স্ট্রিট, শোভাবাজার, কলকাতা- ৭০০০০৫।
যোগাযোগ- ০৩৩ ২৫৫৫ ৩৬৪৭
৪. বেথুন কলেজ
১৮১ বিধান সরণী, মানিকতলা, আজাদ হিন্দ বাগ, কলকাতা- ৭০০০০৬।
যোগাযোগ- ০৩৩ ২২৫৭ ১৭১
৫. দ্য ইন্সটিটিউত অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস ইন ইন্ডিয়া
৩৮২/এ প্রান্তিক পল্লী, রাজডাঙ্গা, কসবা, কলকাতা- ০৩৩ ৩০৮৪ ০২০৩।
যোগাযোগ- ০৩৩ ৪০৩৬ ৪৭৭৭
কলকাতা ও সারা দেশের এমন আরও অনেক কলেজ রয়েছে, যেখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়ানো হয়।
৩. ব্যাচেলর অব ফরেইন ট্রেড
বিশ্ব বাজারের হালচাল, বিশ্ব অর্থনীতির খুঁটিনাটি নিয়ে যদি সত্যিই আগ্রহ থেকে থাকে, তাহলে আপনার জন্য এই কোর্সটি একটি ভালো কেরিয়ার অপশন হতে পারে। ৩ বছরের কোর্স এটি। উচ্চমাধ্যমিকে কমার্স থাকাটা বাধ্যতামূলক না হলেও এই বিষয়টির নাম শুনেই বুঝতে পারছেন এটি কমার্সের সাথে সম্পর্কযুক্ত। ইন্টারন্যাশনাল ফিনান্স, ব্যাংক, স্টেট ট্রেডিং কর্পোরেশন, ট্রান্সপর্টেশন কর্পোরেশন, এক্সপোর্ট হাউস- ইত্যাদি ক্ষেত্রে এই কোর্স করা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন চাকরির সময়ে।
আসুন দেখে নিই কোথায় কোথায় এই কোর্সটি পড়ানো হয়-
১. এলিট ইনস্টিটিউট অব এঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট
সরোজিনি নাইডু রোড, ঘলা, মহিশপোতা, পিন নং—৭০০০১৩।
যোগাযোগ- ০৩৩ ২৫৯৫ ৬১২৫
২. ক্যালকাটা ইনস্টিটিউট অব এঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট
২৪/১এ, চন্ডী ঘোষ রোড, কলকাতা- ৭০০০৪০।
যোগাযোগ- ০৩৩ ২৪২১ ৯৯৫১
৩. বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজি
৫৬ ব্যারাকপুর ট্রাংক রোড, সিঁথি, কলকাতা- ৭০০০৫০।
যোগাযোগ- ০৩৩ ২৪৪১ ৪৫৪২
৪. নেতাজী সুভাষ বোস এঞ্জিনিয়ারিং কলেজ
টেকনো সিটি, পাঁচপোতা, গড়িয়া কলকাতা- ৭০০১৫২।
যোগাযোগ- ০৩৩ ২৪৩৬ ৩৩৩৩
৪. ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বি.বি.এ.
বি.বি.এ. কোর্সটি করার জন্য উচ্চমাধ্যমিকে কমার্স থাকা বাধ্যতামূলক না হলেও এটি কমার্স সম্পর্কিত কোর্স। এই কোর্সে ভর্তি হতে গেলে ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশের মধ্যে উচ্চমাধ্যমিকে নম্বর থাকলেই চলে। কোর্সটি করে আপনি ফিনান্সিয়াল অ্যানালিস্ট, বিজনেস ডেভেলপমেন্ট একজিকিউটিভ, প্রোজেক্ট ম্যানেজার, ডেটা অ্যানালিস্ট ইত্যাদি পদে বিভিন্ন কোম্পানিতে যোগ দিতে পারেন। কোর্সটি তিন বছরের সময়সীমায় ৩ লাখ বা তার বেশী টাকা দিয়ে আপনাকে পড়তে হবে। তাই উচ্চমাধ্যমিকের পর এই কোর্সটিও আপনার একটি কেরিয়ার চয়েস হতেই পারে।
কিছু বি.বি.এ. কোর্স করানো হয়, এমন কিছু কলেজের সন্ধান দেওয়া হল-
১. ইন্সটিটিউট অব এঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রুপ
সেক্টর ফাইভ, সল্ট লেক, কলকাতা।
যোগাযোগ- ০৩৩ ২৩৫৭ ২৯৬৯
২. ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডি
ই.এম. বাইপাস , মুকুন্দপুর, মেইন রোড, কলকাতা- ৭০০০৯৯।
যোগাযোগ- ০৩৩ ২৪২৬ ৪১৬৮
৩. জর্জ গ্রুপ অব কলেজ
১৩৯/ডি, রাসবিহারী অ্যাভিনিউ, মহানির্বান রোড, গরিয়াহাট, কলকাতা- ৭০০০২৯।
যোগাযোগ- ০৩৩ ২২১৭ ৬১৪৩
৪. ইন্সটিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ
৬/১ স্যুইনহো ষ্ট্রীট, অনীল মিত্র রোড, বালিগঞ্জ প্লেস, বালিগঞ্জ, কলকাতা- ৭০০০১৯।
যোগাযোগ- ০৩৩ ২৪৪০ ৬৭৫৫
এ ছাড়াও আরও অনেক কলেজ আছে, যেখানে বি.বি.এ. কোর্স করানো হয়। এই কোর্সে আগ্রহী হলে এই কলেজগুলিতে আবেদন করতে পারেন।
উচ্চমাধ্যমিকের পর কী করবো, কী নিয়ে পড়ব, এই চিন্তা তো সব্বার। অনেকেই আবার ছাড়তে চান না নিজের পছন্দের বিষয়কে। তাই কমার্স নিয়ে কেরিয়ার করতে চাইলে এই তথ্যগুলি আপনাদের সামান্য হলেও সাহায্য করবে আশা করি।
মন্তব্য করুন