এখন স্মার্ট ফোনের যুগে কমিক বুক পড়ার চাহিদা একটু কমেছে। এখন সমস্ত বাচ্চাই বাড়ির বড়দের স্মার্ট ফোনে গেমস্ খেলতে বেশি ভালোবাসে। স্মার্ট ফোনের গেমস্ খুবই ক্ষতিকর ছোটদের জন্য। আস্তে আস্তে এটি আপনার ছোট্ট সোনার ক্ষতিসাধন করছে। কিন্তু আপনার বাচ্চা যদি এই কমিক বুক পড়তে ভালোবাসে তাহলে বলতেই হবে সে অন্যরকম। যদি বেশি করে কমিক বুক পড়ে তাহলে, ভয় পাবার কোন কারণ নেই কারণ এই কমিক বুক পড়া ছোটদের জন্য ভালো। এর অনেক ভালো দিক আছে। কিরকম? আসুন জেনে নি।
সিধান্ত নেবার ক্ষমতা
যদি ছোটরা বেশি করে কমিক বুক পড়ে তাহলে তাদের মধ্যে সিধান্ত নেবার ক্ষমতা জন্মায়। তাদের বোধশক্তি বাড়ে। যুক্তিবোধ বাড়ে। তারা সবটা নিজে যুক্তি দিয়ে বিচার করতে শেখে। অন্যের কথায় অন্ধ বিশ্বাস করে না। কমিক বুক তাদের মধ্যে নিজে সিধান্ত নেবার ক্ষমতা তৈরি করে।
শব্দভাণ্ডার
কমিক বুক পড়লে শব্দের জ্ঞান বাড়ে। কথায় কি শব্দ ব্যবহার করতে হবে সেই ধারনা জন্মায়। অনেক নতুন নতুন শব্দ তারা খুব সহজেই তারা শিখতে পারে। ধরা বাঁধা নিয়মে তাদের শেখাতে হয় না। যেগুলি তাদের পরবর্তী জীবনে কাজে লাগতে পারে। কারণ কমিক বুকে কোন কঠিন বিষয়ও সহজ এবং সুন্দর শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়। তার ফলে ছোটরা মন দিয়ে পড়ে এবং তারা অনেক শব্দ শেখে। যেটি তাদের সহজে ইংরেজি বলতে ও লিখতে সাহায্য করে।
পঠন ক্ষমতা বাড়ে
কমিক বুকে গল্প ও লাইনগুলি খুব আকর্ষণীয় করে সাজান হয়। তার ফলে বাচ্চারা সেগুলি মন দিয়ে পড়ে। এর ফলে তাদের মধ্যে পড়ার ক্ষমতা বাড়ে। এবং তারা এই রিডিং পড়ার ফলে তারা ইংরেজি ভাষাতে কথা বলা শিখতে পারে সহজেই। যেটি পরবর্তী জীবনে তার কাজে লাগবে।
আগ্রহের সাথে শিখন
কমিক বুক পড়লে তারা সহজেই নিত্য নতুন বিষয় শেখে। স্কুলের ধরা বাঁধা নিয়মের থেকে অনেক ভালো ভাবে আগ্রহের সাথে শেখে। এখন জাপানি কমিক বুকগুলিতে স্কুলের কিছু কিছু বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়। আসলে বাচ্চাদের কাছে যাতে স্কুলের বইগুলি একঘেয়ে না লাগে এবং তারা যাতে আগ্রহের সাথে শেখে এটা তারই একটা প্রচেষ্টা। কারণ বাচ্চারা এমন কিছু পড়তে চায় যেটা তাদের পড়তে মজা লাগবে। আর এই কমিক বুকের মাধ্যমে তারা সহজেই তাদের পাঠ্য বিষয়ও শিখতে পারে।
ভালো শিক্ষক
কমিক বুক একজন ভালো শিক্ষকের কাজও করে। কারণ কমিক বুক ছোটদের অনেক পসিটিভ জিনিস শেখায়। যেমন অপরকে সাহায্য করা, একসাথে মিলেমিশে কাজ করা, থাকা। এছাড়াও নিজের ওপর বিশ্বাস রাখা।
সহজ ভাবে শেখা
কমিক বুকে এমন অনেক বিষয় থাকে যা তাদের পাঠ্য বিষয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত। তার ফলে কোন কঠিন পাঠ্য বিষয়কেও খুব সহজ ভাবে তাদের কাছে উপস্থাপন করা যায়। তাদের খুব সহজেই কনসেপ্ট ক্লিয়ার হয়। তারা যেহেতু মন দিয়ে পড়ে, তাই তাদের মনোযোগ ও ধৈর্য বাড়ে। তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারনা জন্মায়। বাস্তব বোধ জন্মায়। এটি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে।
তাহলে এবার চিন্তা করার আর দরকার নেই। আপনার ছোট্ট সোনা যদি কমিক বুক পড়তে ভালোবাসে তাহলে তাকে সেটি পড়তে দিন। এটি স্মার্ট ফোন গেমসের থেকে অনেক বেশি ভালো। তাই এবার থেকে স্মার্ট ফোনটি লুকিয়ে রেখে কমিক বুক হাতে দিন।
মন্তব্য করুন