সুন্দর,কোমল,উজ্জ্বল হাত-পা কে না চায়!আর তার জন্যই ওয়াক্স।কিন্তু পার্লারে ওয়াক্স মানে ওরে বাবা যা লাগবে,তারপর আবার একগাদা টাকা খরচা।আচ্ছা যদি বাড়িতে বসেই এটা করা যেত?তাহলে টাকাও লাগত না অত।আবার বদলে পাওয়া যেত সুন্দর কোমল হাত-পা।কিন্তু কীভাবে করব বাড়িতে,সে আবার অনেক ঝামেলা,এটাই ভাবছেন তো?কোনো ঝামেলাই নেই।জাস্ট কয়েক মিনিটেই ওয়াক্স হয়ে যাবে।দেখুন।
ওয়াক্স সাধারনত দুধরণের হয়।হট ও কোল্ড ওয়াক্স।হট ওয়াক্স যেটা বেশিরভাগ পার্লারেই করা হয়।এক্ষেত্রে গরম ওয়াক্স ব্যবহার করা হয়।কিন্তু কোল্ড ওয়াক্স বাড়িতেও সহজেই করা হয়।এক্ষেত্রে বাড়িতেই ওয়াক্স তৈরি করে নেওয়া যায় এবং ঠাণ্ডা ওয়াক্স ব্যবহার করা হয়।তাই কম লাগে।তাই এটা কিছুটা আরামদায়ক হট ওয়াক্সের থেকে।কিন্তু কীভাবে করবেন বাড়িতে বসে কোল্ড ওয়াক্স?দেখে নিন পর পর স্টেপ।
কী কী লাগবে
১কাপ চিনি,১কাপ মধু,হাফ কাপ লেবুর রস,বেবি পাউডার,পরিষ্কার সুতির কাপড়।
কীভাবে বানাবেন
প্রথমে চিনি নিন।চিনির সাথে একটু জল মেশান।একটা পাত্রে রাখুন আর এটা গরম করুন।গরম হতে থাকুক।চিনি গলে যাবে।জল একদম ঘন হয়ে যাবে।এখন নাড়ার দরকার নেই।খালি আগুনে পাত্র বসিয়ে রাখবেন।এবার জল একদম ঘন আঠালো হয়ে গেলে,এতে মধু ও লেবুর রসটা দিয়ে দিন।এবার নাড়তে থাকুন ভালো করে।একটা কাঠের চামচ হলে ভালো হয়।এটা দিয়ে নাড়তে থাকুন।মিশ্রণ একদম ঘন আঠালো হয়ে যাবে।ক্যারামেলের মত আঠালো হয়ে যাবে।খুব বেশী আঠালো হয়ে গেলে প্রয়োজন বুঝে,অল্প একটু জল দেওয়া যেতে পারে।কিন্তু খেয়াল রাখবেন যেন পাতলা না হয়ে যায়।তাহলে কিন্তু লোম উঠবে না।মিশ্রণ থাকবে ঘন।
এবার কীভাবে এটা ব্যবহার করবেন
মিশ্রণ ঘন,একদম আঠালো হয়ে গেলে নামিয়ে নিন।এবার এটা একটু ঠাণ্ডা হতে দিন।ঠাণ্ডা হলে এটা কাঠের চামচের পিছন দিকে নিয়ে,ত্বকে লাগান।তার আগে যেখানে লোম তুলতে চান,সেখানে আগে একটু বেবি পাউডার লাগান।এটা স্কিনের অতিরিক্ত তেল,ঘাম শুষে নেবে।বেবি পাউডার হালকা লাগিয়ে নিয়ে,এবার এই মিশ্রণটা কাঠের চামচ বা কাঠের কোনো সমান অংশে লাগিয়ে স্কিনে লাগান।যেদিকে লোম উঁচু হয়ে আছে মানে যেদিকে লোমের গ্রোথ সেদিকে লাগাতে হবে ওয়াক্স।একটু বেশী করে লাগান।মানে পায়ের ওপর থেকে নীচের দিকে মিশ্রণ লাগান।এবার সুতির কাপড় চেপে ধরুন ওই অংশে।কয়েক সেকেন্ড ভালো করে চেপে ধরুন।তারপর টেনে তুলে নিন ওই কাপড়।যেদিকে লোমের গ্রোথ তার উল্টো দিকে টানুন।মানে কাপড় ওপরের দিকে টানুন।এটা আপনি বেশী করে বানিয়ে রাখতে পারেন।ফ্রিজে রেখে দেবেন আবার পরে ব্যবহারের জন্য।তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতে বসেই ওয়াক্স হয়ে যায়।
এবার তাহলে ওয়াক্স করার জন্য উপযোগী সামগ্রীও একটা দেখে নিন, যেটা আপনি অনলাইনে পেয়ে যাবেন খুবই কমে।
দাম ৩৫০/-
অফারে দাম ১৩১/-
তাহলে আর শুধু শুধু পার্লারে গিয়ে অত টাকা খরচা করবেন কেন,যখন বাড়িতেই শিখে নিলেন কীভাবে ওয়াক্স করবেন।
মন্তব্য করুন