রান্নায় স্বাদ আর গন্ধ আনতে দারুচিনির ব্যবহার করার কথা জানা আছে। কিন্তু ত্বকের যত্নে দারুচিনি! সত্যি অবাক করার মত কথা। তবে অবাক হতে হতেই জেনে নিন স্কিন কেয়ারের এই ঘরোয়া উপকরনটি সম্পর্কে।
উজ্জ্বল ত্বকের সন্ধান দেয় দারুচিনি
দিন দিন ত্বকের জেল্লা হারাছেন? পার্লারে গিয়ে ফেসিয়াল করেও কোন লাভ হচ্ছে না? তাহলে দারুচিনি একবার ব্যবহার করে দেখুন।
এতে থাকা অ্যান্টি অক্সিডে, পটাশিয়াম , প্রোটিন ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ আপনার ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে দেবে কয়েকদিনে।
কিভাবে ব্যবহার করবেন
উপকরণঃ
- দারুচিনি গুড়ো দু চা চামচ
- পাকা কলার পেস্ট হাফ বাটি
- টক দই দু চা চামচ
- পাতিলেবুর রস এক চা চামচ
ব্যবহারের কৌশলঃ
- উপরে বলা ৪টি উপকরণ একটি পরিষ্কার কাঁচের পাত্রে ভালো করে মিশিয়ে নিন।
- ৫ মিনিট মত রেখে হাত দিয়ে মুখে মাখুন। হালকা ম্যাসাজ করে পেস্টটি লাগাবেন।
- ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
- মুখ ধোয়ার পর আপনি যে ক্রিম সাধারণত ব্যবহার করেন তা মুখে লাগিয়ে নিন।
- সপ্তাহে দুবার করে একমাস এটি নিয়মিত ব্যবহার করুন। ভালো রেজাল্ট পাবেন বলতে পারি।
- খেয়াল রাখবেন মুখে যদি হালকা জ্বালা বা অস্বস্তি করে পেস্টটি লাগিয়ে, তাহলে এটি ব্যবহার করবেন না।
- দারুচিনি থেকে অনেকেরই অ্যালার্জি হয়। তা অনেকেই জানেন না। তাই সবচেয়ে ভালো মুখে লাগানোর আগে হাতে লাগিয়ে দেখে নিন।
মুখের বলিরেখার যম দারুচিনি
আজকালকার জীবন – যাপনের স্টাইল ও পলিউশানের কারনে কম বয়েসেই মুখে বয়েসের ছাপ দেখা দেয়। দারুচিনি ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্ত হতে পারেন অনায়াসে।
কিভাবে ব্যবহার করবেন
উপকরণঃ
- দারুচিনি গুড়ো ৩ চা চামচ
- অ্যালোভেরা জেল ২ চা চামচ
ব্যবহারের কৌশলঃ
- দারুচিনি গুড়ো ও অ্যালোভেরা জেল একসাথে ভালো করে পেস্টের মত মিশিয়ে নিন। হালকা ব্রাশ বা তুলো দিয়ে মুখে লাগান। বিশেষ করে যেখানে বলিরেখা বা কালো ছোপ রয়েছে সেখানে বেশি করে লাগান।
- পেস্টটি লাগানোর পর ১০মিনিট হালকা ম্যাসাজ করুন। ম্যাসাজ করে আরও ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করুন।
- পেস্টটি মুখে শুকিয়ে এলে হালকা গরম জলে তুলো ভিজিয়ে মুখ প্রথমে পরিষ্কার করে নিন। তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
- সপ্তাহে তিনবার এটি নিয়মিত একমাস করুন। দেখবেন মুখ ফ্রেস ও সুন্দর দেখাছে। কোনরকমের দাগ নেই।
- খেয়াল রাখবেন মুখে যদি হালকা জ্বালা বা অস্বস্তি করে পেস্টটি লাগিয়ে, তাহলে এটি ব্যবহার করবেন না।
- দারুচিনি থেকে অনেকেরই অ্যালার্জি হয়। তা অনেকেই জানেন না। তাই সবচেয়ে ভালো মুখে লাগানোর আগে হাতে লাগিয়ে দেখে নিন।
দারুচিনি ত্বকের মৃত কোষ দূর করে
অনেকেরই জানা নেই ত্বকের মৃত কোষ আমাদের ত্বকের উজ্জ্বলতা ম্লান করে দেয়। তাই স্কিন থেকে তা সরানো প্রয়োজন। দারুচিনি খুব সহজেই এই কাজটি করে। চলুন তা দেখে নেওয়া যাক।
কিভাবে ব্যবহার করবেনঃ
উপকরণঃ
- দারুচিনির গুড়ো ৩ চা চামচ
- বাদাম তেল ১ চা চামচ
- অলিভ অয়েল ১ চা চামচ
- মধু ১ চা চামচ
ব্যবহারের কৌশলঃ
- চারটি উপকরণ একসাথে মিশিয়ে ফেস প্যাকের মত বানিয়ে নিন।
- মুখে লাগান হাতের সাহায্যে ভালো করে। ৫ মিনিট হালকা হাতের চাপে লাগান।
- ১০ থেকে ১৫ মিনিট মত রেখে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন।
- সপ্তাহে ৫দিন এটি স্রানের আগে লাগান। একমাস নিয়মিত ব্যবহার করুন।
- ত্বকের মৃত কোষ দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা ও সতেজতা ফিরে পাবেন ১০০%।
- খেয়াল রাখবেন মুখে যদি হালকা জ্বালা বা অস্বস্তি করে পেস্টটি লাগিয়ে, তাহলে এটি ব্যবহার করবেন না।
দারুচিনি থেকে অনেকেরই অ্যালার্জি হয়। তা অনেকেই জানেন না। তাই সবচেয়ে ভালো মুখে লাগানোর আগে হাতে লাগিয়ে দেখে নিন।
মন্তব্য করুন