শীতকাল মানেই চুলের দুশমন খুশকির আক্রমণ শুরু।এই খুশকির আক্রমণের হাত থেকে কারোর নিস্তার নেই।চুলের তো দফারফা হয়ই, আপনার মাথা চুলকে চুলকে অশান্তির শেষ থাকে না।তাই এবার খুশকির আক্রমণকে আগে থেকেই আটকানোর ব্যবস্থা করতে দাশবাস আপনাকে হেল্প করবে।খুশকি দূর করতে যেমন ঘরোয়া উপায় আছে তেমনই এর বিস্তারকে আটকানোর জন্য বাজারে বেশ কিছু ভালো অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু আছে যা কিন্তু আপনি ব্যবহার করতেই পারেন।এগুলি আপনার মাথায় খুশকির বিস্তারকে মাত্র ৫দিনের মধ্যেই আটকে দেবে।শুধু তাই নয়,অন্যান্য শ্যাম্পুগুলোর মতো এগুলি আপনার চুলকে রুক্ষও করে দেবে না।এরকমই ৫টি শ্যাম্পু সম্পর্কে জানাতে আমি হাজির দাশবাস পেজে।
১. লরিয়াল প্যারিস অ্যান্টি ড্যানড্রাফ অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু
খুশকির বিস্তার আটকে দিতে এই শ্যাম্পু বেশ কার্যকর।খুশকির বিস্তার তো আটকে দেয়ই,তার সাথে এর অ্যান্টি হেয়ার ফল এলিমেন্ট চুলগুলির ঝরে যাওয়া কম করে।এছাড়া এটি আপনার চুলের নমনীয়তাও রক্ষা করে।এই শ্যাম্পু অত্যন্ত সহজলভ্য।এছাড়া অ্যামাজনে মাত্র ১৬৫টাকা মূল্যে লরিয়াল প্যারিসের এই শ্যাম্পুটি কিনে ফেলতে পারবেন।
২. বায়োটেক মার্গোসা অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু প্লাস কন্ডিশনার
বায়োটেকের প্রতিটি প্রোডাক্ট কিন্তু প্রাকৃতিক উপায়ে তৈরী।বিশেষ করে এই শ্যাম্পুটি।এতে নিমের গুণ থাকার জন্য এটি আপনার মাথায় খুশকির আক্রমণের সামনে রুখে দাঁড়ায় এবং আপনার চুলকে খুশকির হাত থেকে রক্ষা করে।আর খুশকি হয়ে থাকলেও তা খুব তাড়াতাড়ি দূর করে।এছাড়া এটি আপনার চুলকে কন্ডিশনিং করে।এটিও খুব সহজলভ্য বাজারে।তবে অ্যামাজন থেকে কিনলে মাত্র ১১৯টাকা মূল্যে এই শ্যাম্পু আপনি সংগ্রহ করে ফেলতে পারবেন।
৩. ডাভ ড্যানড্রাফ কেয়ার শ্যাম্পু
এতে ZPTO বর্তমান যা খুশকি নাশক উপাদান হিসেবে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হয়।তাই এটি সহজেই আপনার খুশকি,ইচিনেস ইত্যাদি দূর করে।এছাড়া মাইক্রো ময়েশ্চার সিরাম থাকার জন্য চুলের রুক্ষতা দূর করে এবং চুল পড়া রোধ করে।সুতরাং এই শ্যাম্পু আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন খুশকি আটকানোর জন্য।অ্যামাজনে কিন্তু ১০% ডিসকাউন্টে ২২৫টাকায় এই শ্যাম্পু আপনি কিনে নিতে পারবেন।
৪. হিমালয়া হার্বালস অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু
সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এবং আপনার চুলকে রুক্ষ হতে না দিয়ে নরম ও মোলায়েম রেখে যদি খুশকি নাশ করতে বা খুশকি আটকাতে চান তাহলে কিন্তু আপনার চয়েস হওয়া চাই হিমালয়া হার্বালস অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু।অ্যামাজন আপনাকে এই শ্যাম্পু ১০% ডিসকাউন্টে অফার করছে মানে ১১৭ টাকায় এই শ্যাম্পু আপনি কিনতে পারছেন।
৫. ক্লিয়ার কম্পলিট অ্যাক্টিভ ড্যানড্রাফ শ্যাম্পু
এর নিউট্রিয়াম অয়েল কমপ্লেক্স ফর্মুলা আপনার মাথায় খুশকির বিরুদ্ধে বর্মের মত কাজ করে।ফলত খুশকির আক্রমণ সহজেই আটকাতে পারে। এছাড়া এর ময়েশ্চারাইজিং ফর্মুলা আপনার চুলকে রাখে নরম ও মোলায়েম।তাই খুশকির আক্রমণ রুখতে এই শ্যাম্পু বেশ কার্যকর।অ্যামাজন থেকে আপনি ২৭০ টাকায় এই শ্যাম্পু কিনে ফেলতে পারবেন।
যে ৫টি শ্যাম্পুর ব্যাপারে আজ আপনাদের জানালাম সেগুলি সবকটি কিন্তু আপনার মাথায় খুশকির আক্রমণ মাত্র ৫দিনেই আটকে দেবে।তবে সবগুলি যেন একসাথে মাথায় মেখে বসবেন না।এগুলি প্রতিটি আপনি যে কোনো প্রসাধনী সামগ্রীর দোকানে পেয়ে যাবেন।তবে ভালো ডিসকাউন্ট চাইলে অ্যামাজন তো আছেই।তাই এর মধ্যে আপনার পছন্দের ব্র্যান্ডটি বেছে নিয়ে ব্যবহার করুন এবং মাথার খুশকি তাড়ান।
চুল পাতলা? মোটা করতে ব্যবহার করুন অ্যালোভেরার ৩টি হেয়ার প্যাক
মন্তব্য করুন