টুকটাক সর্দিকাশি হলে তুলসী পাতা খেয়ে উপকার তো আপনারা সবাই পেয়েছেন।আর তুলসী পাতার উপকার যে অশেষ, ‘দাশবাসে’র কল্যাণে এতদিনে তাও আপনার অজানা নয়।কিন্তু জানেন কি,আপনার চুলের যত্নেও কিন্তু তুলসী পাতা দারুণ কাজে লাগতে পারে?অবাক হচ্ছেন তো,আপনার বাগানের ওই নিরীহ গাছটির এত গুণের কথা ভেবে?আজকের আর্টিকল থেকে জেনে নিন আপনার চুলের যত্নেও তুলসী পাতা কীভাবে কাজে লাগতে পারে।
১. চুল পড়া কমাতে
ফ্রেশ আর অ্যারোম্যাটিক তুলসী তেল বা বেসিল অয়েল কিন্তু আপনার চুলের জন্য দারুণ ম্যাসাজ অয়েল হয়ে উঠতে পারে।চুলে নিয়ম করে তুলসী তেল ম্যাসাজ করে দেখুন।মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালনও বাড়বে।ফলে চুল পড়াও বন্ধ হবে।তুলসী তেলের বদলে আপনি বেসিল এসেনশিয়াল অয়েলও ব্যবহার করে দেখতে পারেন।
উপকরণ
তুলসী পাতার পেস্ট ২চামচ,বাদাম তেল বা নারকেল তেল বা অলিভ অয়েল পরিমাণ মতো।আপনি এক্ষেত্রে তুলসী পাতার পেস্টের বদলে বেসিল অয়েল বা কয়েল ফোঁটা বেসিল এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন।
পদ্ধতি
তুলসী পাতার পেস্ট বা এসেনশিয়াল অয়েল আপনার হেয়ার অয়েলের সাথে মিশিয়ে নিন।এবার হালকা গরম করে মাথায় চুলে আর স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন।৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।সপ্তাহে দু’দিন করুন।দেখবেন আপনার হেয়ার ফলিকলস তার প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাচ্ছে।আর একমাসের মধ্যেই চুল পড়াও বন্ধ হবে।
২. খুশকি তাড়াতে
এই শীতে খুশকি তাড়াতে তুলসী পাতা ব্যবহার করে দেখুন।
উপকরণ
বেসিল অয়েল ৪ ফোঁটা,হেয়ার অয়েল পরিমাণ মতো।
পদ্ধতি
বেসিল অয়েল আর হেয়ার অয়েল একসাথে মিশিয়ে মাথায় ম্যাসাজ করুন।দেখবেন কয়েকদিনে খুশকি গায়েব।স্ক্যাল্পের ড্রাইনেস কাটিয়ে আপনার মাথার ইচি ভাব কমায় ও আপনাকে সহজেই আরাম দেয়।
৩. অসময়ে পাকা চুল ? আটকান
আজকাল নানা কারণে কম বয়সেই অনেকের চুল পেকে যায়।তাঁরা কিন্তু তুলসী দিয়ে এই সমস্যার সমাধান করতে পারেন খুব সহজেই।
উপকরণ
তুলসী পাতার গুঁড়ো ৩ চামচ,আমলকী গুঁড়ো ৩ চামচ।
পদ্ধতি
তুলসী পাতার গুঁড়ো আর আমলকীর গুঁড়ো সারারাত জলে ভিজিয়ে রাখুন।এবার পরদিন সকালে এই মিশ্রণটি ছেঁকে নিয়ে মাথা ধুয়ে ফেলুন।কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার পাকা চুলের সমস্যার থেকে রেহাই পাবেন।আর তাছাড়া এটা কিন্তু আপনার চুল পড়ার সমস্যা থেকেও আপনাকে মুক্তি দিতে পারে।সপ্তাহে অন্তত একদিন ট্রাই করেই দেখুন।
৪. ঘন চুলের গোপন কথা
ঘন চুল পেতে চান নিশ্চয়ই?ব্যবহার করুন এই জিনিসটি।
উপকরণ
বেসিল অয়েল পরিমাণ মতো,আমলকী গুঁড়ো পরিমাণ মতো,যে কোনো হেয়ার অয়েল পরিমাণ মতো।
পদ্ধতি
আমলকী গুঁড়োর সাথে বেসিল অয়েল আর হেয়ার অয়েল মিশিয়ে চুলে ভালো করে ম্যাসাজ করুন।২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।দিন কয়েক পরেই বুঝতে পারবেন আপনার ঘন চুলের গোপন রহস্যের কথা!
৫. চুলের দ্রুত বৃদ্ধিতে
আপনার চুলের বৃদ্ধি কি খুব কম?তাহলে এবার তুলসীর শরণাপন্ন হয়েই দেখুন।
উপকরণ
বেসিল অয়েল পরিমাণ মতো।
পদ্ধতি
বেসিল অয়েল নিয়ে আপনার মাথায় ভালো করে ম্যাসাজ করুন।সপ্তাহে অন্তত দু’বার নিয়ম করে এটা করে দেখুন।দেখবেন আপনার চুল কি তাড়াতাড়িই না বাড়ছে!তাছাড়া আপনার স্ক্যাল্পকে আরাম দিতেও কিন্তু বেসিল অয়েল ম্যাসাজের জুড়ি নেই!
এবার থেকে চুলের এ টু জেড যত্নে তুলসী পাতাকে সামিল করুন আপনার বিউটি রুটিনে।দেখবেন ঘন আর সিল্কি জেল্লাদার চুলের চাবিকাঠি এবার আপনার হাতের মুঠোয়।
https://dusbus.com/bn/chuler-jotne-aloevera-gel-10-ti-upokarita-pack/
মন্তব্য করুন