চুল পড়ার সমস্যা? মাথার সব চুল পড়ে গিয়ে টেকো হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন? চিন্তা নেই! কারণ আপনার জন্য আমি আজ হাজির হয়ে গেছি মাত্র ৩টি ঘরোয়া উপায় নিয়ে, যেগুলো আপনি ব্যবহার করে আপনার সুন্দর চুল ঝরে পড়া বন্ধ করতে পারেন খুব সহজেই।
১. নিয়মিত তেল ঘষুন মাথায়
আপনি আপনার ব্যবহারের তেলে একটুখানি পরিবর্তন এনে চুল পড়া রোধ করতে পারেন। যেমন নারকেল তেলের সাথে সূর্যমুখীর তেল, তিলের তেল, কালো জিরার তেল, বাদাম তেল কিংবা রেড়ির তেল/ক্যাস্টর অয়েল মিশিয়ে অথবা এই সবগুলো একসাথে মিশিয়ে মিশ্রণ তেলটা হালকা গরম করে চুলের গোড়ায় ঘষে নিন আস্তে আস্তে।
এছাড়া তেলের সাথে মেশাতে পারেন জবাফুল বা আমলকির গুঁড়োও। দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই চুল পড়া বন্ধ হয়ে গেছে।
২. চুলে নিয়ে নিন টকদই ও মেথির হেয়ার প্যাক
টক দই আর মেথি, দুটোই চুলের জন্য বেশ ভালো। তাই চুলের জন্য এই দুইয়ের হেয়ার প্যাক বেশ কার্যকরী।
উপকরণ
দুই কাপ টক দই, এক টেবিল চামচ মেথি বাটা ও একটা ডিমের সাদা অংশ।
পদ্ধতি
সবকটি উপকরণ মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করে নিন। এবার এই প্যাকটি চুলের আগাগোড়া সহ সমস্ত মাথায় মাস্যাজ করে লাগিয়ে রাখুন। এক ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে দুই সপ্তাহের মধ্যেই!
৩. কলার হেয়ার প্যাক বন্ধ করবে চুল পড়া
চুল পড়া বন্ধ করতে কলা ও মধুর তৈরি হেয়ার প্যাক দারুণভাবে কাজ করে।
উপকরণ
একটি বড় বা মাঝারি সাইজের পাকা কলা, ২/৩চামচ মধু।
পদ্ধতি
কলা চটকে তার সাথে ২/৩ চামচ মধু মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার পেস্টটি মাথায় লাগিয়ে অপেক্ষা করুন অন্তত আধ ঘন্টা। এরপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একদিন এই প্যাকটি ব্যবহার করলে আপনার চুল হয়ে উঠবে মজবুত ও সুন্দর।
তাহলে জেনে নিলেন মাত্র ৩টি ঘরোয়া পদ্ধতি, যেগুলো অনুসরণ করে আপনার চুল পড়া রোধ করতে পারেন আপনি খুব সহজেই। এবার নিশ্চয়ই আর চুল পড়া নিয়ে কোনো টেনশন করবেন না!
মন্তব্য করুন