চুল নিয়ে চিন্তিত? লম্বা চুলের স্বপ্নকে সত্যি করার জন্য বাজার থেকে অনেক প্রোডাক্টই কিনে এনে অবশেষে হয়রান হয়েছেন তো? কিচ্ছু ভাববেন না, যদি আপনার বাড়িতে থাকে একটি জবা ফুলের গাছ, তাহলে সমাধান আছে সেই গাছের ফুলেই।শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি।জবা ফুলের বিশেষ পদ্ধতিতে ব্যবহার আপনার চুলকে করে তোলে লম্বা ও স্বাস্থ্যকর। জবা ফুলে থাকে ভিটামিন সি যা আপনার চুলের রুক্ষতা দূর করে। ফলে লম্বা চুলের পাশাপাশি একাধিক চুলের সমস্যা থেকে আপনি মুক্তিও পেতে পারেন। শুধু আপনাকে এর সঠিক ব্যবহারটা জানতে হবে।আসুন, দেখা যাক।
১. জবা ফুল ও টক দইয়ের হেয়ার মাস্ক
জবা ফুলের সাথে টক দইয়ের হেয়ার মাস্ক আপনার চুলের পুষ্টির ক্ষেত্রে কার্যকরী। আর জবা গাছের পাতা ও কিন্তু ফুলের মতই উপকারী। ফলে উপাদান হিসেবে এই হেয়ার মাস্কে আপনি জবা পাতা ও ব্যবহার করতে পারেন।
উপকরণ
জবা ফুল ১ টি, জবা গাছের পাতা ৩-৪ টি, টক দই ৪ চামচ।
পদ্ধতি
জবা ফুলের সাথে জবা ফুলের পাতা নিয়ে এগুলোকে ব্লেন্ডারে দিয়ে একটি পেস্ট প্রস্তুত করুন। এবারে ওতে টক দই নিন। তার সাথে এই পেস্ট করা পাতা ও ফুলকে ভালো করে মিশিয়ে দিন। এবারে এই পেস্টটিকে আপনি ভালো মত চুলের গোড়ায় লাগান। স্ক্যাল্পে যাতে বেশ ভালো ভাবে পৌঁছোয়, লক্ষ রাখুন। হয়ে গেলে অপেক্ষা করুন ঘন্টা খানেক। এবারে জল দিয়ে ভালো মত চুলের গোড়া ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করে এই প্রক্রিয়াটি চালান, আর পরিবর্তন দেখে নিন নিজে চোখে।
২. জবা ফুল ও ডিমের হেয়ার মাস্ক
ডিম যে আপনার চুলের পক্ষে খুব উপকারী, তা হয়তো জানেন। এবারে এর সাথে জবা ফুলের মাস্কটি ব্যবহার করে দেখতে পারেন।
উপকরণ
ডিমের সাদা অংশ ১ টি, জবা ফুল ১ টি।
পদ্ধতি
আপনি জবা ফুলটিকে প্রথমে ভালো করে পেস্ট করে নিন। এরপর এটিকে ডিমের সাদা অংশের সাথে ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ প্রস্তুত করুন। এই মিশ্রণটিকে চুলের গোড়ায় ভালো মত লাগান। এটি একটি প্রোটিন যুক্ত মিশ্রণ যা আপনার চুলকে তো ভেতর থেকে মজবুত করেই, পাশাপাশি ড্যামেজড চুলকেও পুষ্টি জোগায়। ফলে আপনার চুল হয় স্বাস্থ্যকর ও উজ্জ্বল। আর আপনি খুব সহজেই লম্বা ও স্বাস্থ্যকর চুল পেতে পারেন।
➡ ডিমের হেয়ার প্যাক বানান সহজে
৩. নারকেলের দুধ ও জবা ফুলের হেয়ার মাস্ক
এই হেয়ার মাস্কটিও আপনি খুব সহজে বাড়িতে বসেই বানিয়ে ব্যবহার করতে পারেন। আসুন, দেখে নিই।
উপকরণ
জবা ফুল পেস্ট করা ২ চামচ, নারকেলের দুধ ২ চামচ, মধু ২ চামচ, সামান্য টক দই।
পদ্ধতি
প্রথমে আপনাকে জবা ফুলটিকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। সাথে জবা ফুলের পাতা রাখতে পারলেও ভালো। এরপর নারকেলের দুধ এর সাথে মিশিয়ে দিন। এই মিশ্রণটিতে এবার মধু ও সামান্য টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি যাতে ঘন হয় লক্ষ রাখুন। হয়ে গেলে চুলের গোড়ায় ভালো মত মালিশ করুন। এক ঘন্টা রেখে জল দিয়ে মাথা ভালো মত ধুয়ে ফেলুন।
বুঝতেই পারছেন এক্ষেত্রে খাটনি বিশেষ কিছুই নেই। আপনার বাড়ির গাছের জবা ফুলেই রয়েছে আপনার চুলের সব সমস্যার সমাধান। খুব দ্রুতই আপনার চুল হয়ে উঠবে লম্বা এবং ঘন। ফলে, আর কিচ্ছু না ভেবে ওপরে বলা পদ্ধতিগুলো প্রয়োগ করেই দেখুন, ফল ঠিক পাবেন।
মন্তব্য করুন