চুল ঘন আর লম্বা হোক এটা কে না চায়! আর চুল লম্বা করতে কিন্তু শুধু তেল নয়,শ্যাম্পুর ভূমিকাও যথেষ্ট।কিন্তু তার জন্য প্রয়োজন উপযুক্ত শ্যাম্পু বেছে নেওয়া।আজকের আর্টিকেল তাই পড়া মাস্ট।
অ্যারোমা ম্যাজিক ত্রিফলা শ্যাম্পু
চুল খুব তৈলাক্ত?তাহলে এই শ্যাম্পুটা বেস্ট অপশন আপনার জন্য।এতে আছে তিনটি এমন উপাদান,যা স্ক্যাল্পকে পরিষ্কার রাখে।চুলের গোড়া মজবুত করে ও চুলের অতিরিক্ত তেল ধুয়ে সাফ করে দেয়।অতিরিক্ত তেলকে কন্ট্রোল করে।
দাম ১৫০/-
অফারে দাম ১২০/-
ত্রিচাপ হেলদি লং অ্যান্ড স্ট্রং হারবাল শ্যাম্পু
এটাও একটা খুব ভালো হারবাল শ্যাম্পু।কারণ এতে আছে অ্যালোভেরা ও হেনার পুষ্টি যেটা চুলকে ময়েশ্চারাইজড রাখে।প্রতিটা হেয়ার ফলিকলকে নারিশ করে।রিভার্টিলাইজ করে যেটা চুলের গ্রোথ বাড়ায়।চুল পড়া তো নিয়ন্ত্রণ করেই,সাথে চুলে দেয় একটা বাউন্সি লুক এবং চুল লম্বা করতেও সাহায্য করে।
দাম ২৬০/-
➡ শ্যাম্পু কতবার করলে ভালো জেনে নিন
বায়োটিক বায়ো প্রোটিন শ্যাম্পু
চুল পড়ার একটা প্রধান কারণ হল পুষ্টির অভাব।চুল হল কিছু সূক্ষ প্রোটিন যেটা মাথার ত্বকের ভেতর থেকে বেরিয়ে আসে।এটা খুব সূক্ষ তাই এর সঠিক যত্ন খুব দরকার।আর পুষ্টির অভাবে তাই চুল পড়তে থাকে।এক্ষেত্রে বিভিন্ন প্রোটিন প্যাকের সাথে প্রোটিন শ্যাম্পু চুলকে মজবুত করে তোলে।স্ক্যাল্পের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটায়।আর এই প্রোটিন শ্যাম্পুতে আছে আমলকী ও নিম।চুলের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আমলকীর উপকারিতা আর নতুন করে কিছু বলার নেই।এই শ্যাম্পু অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসাবেও কাজ করে।যেকোনো স্ক্যাল্প ইনফেকশন থেকে রক্ষা করে। বায়োটিকের এই প্রোটিন শ্যাম্পুর নানারকম ভ্যারাইটি পেয়ে যাবেন।কিনে নিন আপনার পছন্দ মত।
দাম ১৫৯/-
অফারে দাম ১১৯/-
বায়োটিক ওয়ালনাট বারক্ শ্যাম্পু
এটা বায়োটিকের অসাধারণ একটা শ্যাম্পু যেটায় আছে ওয়ালনাট, আমলকী ছাড়াও আরও অনেক উপাদান,যেটা চুলের গোড়া মজবুত করে। চুলকে ভেতর থেকে হেলদি ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।ওয়ালনাট শ্যাম্পুরও আছে নানারকম ভ্যারাইটি।দেখে নিন আপনার পছন্দের শ্যাম্পুটা।
দাম ১৫৯/-
অফারে দাম ১১৯/-
ওয়াও অ্যাপেল সিডার ভিনিগার শ্যাম্পু
অ্যাপেল সিডার ভিনিগার যেমন ত্বকের জন্য ভালো,তেমনই ভালো চুলের জন্য।তাই কিনে নিন এই শ্যাম্পু যাতে ব্যবহার করা হয়েছে অ্যাপেল সিডার ভিনিগারকে।এটা চুলকে শুধু মজবুতই করে না,এই শ্যাম্পু তিনরকম ভাবে কাজ করে।অ্যান্টি-ফাঙ্গাল,অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-সেপটিক হিসাবে।এটা নর্মাল ও অয়েলি চুলের জন্য বেশী ভালো।
দাম ৪৯৯/-
অফারে দাম ৩৯৯/-
ভি.এল.সি.সি ন্যাচারাল সায়েন্স হিবিসকাস অ্যান্ড কোকোনাট অয়েল রিপেয়ার শ্যাম্পু
এটা একটা প্রাকৃতিক শ্যাম্পু যেটা চুলের গ্রোথে সাহায্য করে।এতে আছে নারকেল তেল ও অ্যালোভেরা এক্সট্র্যাক্ট যেগুলো চুলকে ভেতর থেকে নারিশ করে।চুল ফাটা নিয়ন্ত্রণে আসে।তার ফলে চুল পড়া কমে ও চুলের বৃদ্ধি ঘটে।
দাম ৩৯৫/-
পতঞ্জলির হেয়ার স্টাইল শ্যাম্পু
এটা একটা অসাধারণ হারবাল শ্যাম্পু যাতে আছে চুলের জন্য উপকারী বিভিন্ন প্রাকৃতিক উপাদান।এতে আছে আমলকী,শিকাকাই,হলুদ,নিম,ভৃঙ্গরাজ।এই প্রতিটা উপাদানই চুল ভালো রাখতে জাস্ট অসাধারণ।আর এই সবগুলি একসাথে যোগ হলে বুঝতেই পারছেন,কতটা ভালো হবে আপনার চুলের জন্য।যেকোনো রকম চুলের জন্যই এটা ভালো।কারণ এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।
এই প্রতিটা শ্যাম্পুই খুব ভালো চুল ঘন ও লম্বা করতে।তবে শুধু শ্যাম্পু ব্যবহার করে চুলকে হেলদি করা যায়না।এর জন্য হেলদি ডায়েট মেনে চলাও দরকার।তবে এই শ্যাম্পুগুলো বলব জাস্ট অসাধারণ।ট্রাই করে দেখুন।
মন্তব্য করুন