পাকা চুলের সমস্যা আজকাল খুব অল্প বয়সেই দেখা যায়।আর এই পাকা চুল কালো করতে বেশিরভাগ ক্ষেত্রেই হেয়ারডাই ব্যবহার করি।কিন্তু ক্রমাগত এই হেয়ারডাই ব্যবহার করার ফলে চুল আরও বেশি পেকে যায়।কি ভাবছেন তাহলে কি করব?কিচ্ছু না,ব্যবহার করুন কালমেঘ পাতা।আজ্ঞে হ্যাঁ,কালমেঘ পাতা আপনার চুল পুরোপুরি ভাবে কালো করতে সাহায্য করবে।তখন বার বার হেয়ারডাই কিনতে হবে না।
পাতার রস
খাঁটি কালমেঘ পাতার রস চুল কালো করতে দারুণ উপকারী।এটা ভেতর থেকে চুল কালো করতে সাহায্য করে।
উপকরণ
২০ থেকে ২৫টি কালমেঘ পাতা।
পদ্ধতি
পাতা ভালো করে ধুয়ে নিন।এবার পাতা গুলি ব্লেণ্ড করে নিন।তারপর পাতা গুলো চিপে রস বার করে নিন।এই রস স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে লাগান।আধঘণ্টা রাখুন।তারপর ধুয়ে ফেলুন।শ্যাম্পু করার দরকার নেই।স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে রস বেঁচে গেলে,সেটা জলে মিশিয়ে সেই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।এতেও কাজ হবে।তবে স্ক্যাল্পে ম্যাসাজ করলে আরও বেশি ভালো কাজ হবে।এটা রোজই করতে পারেন।তবে সময় না থাকলে,সপ্তাহে তিনদিন করুন।
কালমেঘ, ভৃঙ্গরাজ ও নিম
এই তিনটি উপাদান যোগ হলে,চুলের এমন কোন সমস্যা নেই যা সমাধান হবে না।আর এই সমস্যার ক্ষেত্রেও দারুণ কাজ করবে।
উপকরণ
২কাপ ভৃঙ্গরাজ পাতা,১০টা নিম পাতা ও ২০টা কালমেঘ পাতা।
পদ্ধতি
তিনটি পাতা তিনটি আলাদা জায়গায় ভিজিয়ে রাখুন কিচ্ছুক্ষণ।তারপর প্রথমে ভৃঙ্গরাজ পাতা ভালো করে পেস্ট করে নিন।এবার এতে কালমেঘ পাতা ও নিম পাতা দিয়ে দিন।পেস্ট করুন।এবার এই পেস্ট চুলে ও স্ক্যাল্পে লাগান।একঘণ্টা রাখুন।তারপর ধুয়ে ফেলুন।ভালো করে ধোবেন,পাতার গুঁড়ো যেন আটকে না থাকে।সপ্তাহে দুদিন করলে দেখবেন,চুল কেমন কালো হচ্ছে আস্তে আস্তে।
আমলকী,লেবুর রস ও কালমেঘ পাতা
আমলকী ও কালমেঘ দুটোই চুল প্রাকৃতিক ভাবে কালো করতে সাহায্য করে।আর এই দুটো উপাদান একসাথে ব্যবহার করলে,বুঝতেই পারছেন কতটা ভালো কাজ হবে।
উপকরণ
২থেকে ৩চামচ আমলকী পাউডার,এক চামচ লেবুর রস ও ৪চামচ কালমেঘ পাতার রস।
পদ্ধতি
বাজারে আমলকী পাউডার সহজেই পেয়ে যাবেন।হাফ বালতি জলে এই আমলকী পাউডার ভালো করে মেশান।তারপর লেবুর রস ও কালমেঘ পাতার রস মেশান।ভালো করে সব উপকরণ গুলি মিশিয়ে,এটা দিয়ে চুল ধুয়ে ফেলুন।এটা রোজ করলে খুব তাড়াতাড়ি ভালো ফল পাবেন।না হলে সপ্তাহে তিনদিন করুন।
কিন্তু যদি আমলকী পাউডার না পান,তাহলে কাঁচা আমলকী ব্যবহার করতে পারেন।এতেও কাজ হবে।প্রথমে একটা আমলকীর পেস্ট করে নিন।এতে এক চামচ লেবুর রস ও ৪চামচ কালমেঘ পাতার রস মেশান।ভালো করে মেশান।এবার এটা চিপে রস বার করে নিন।এই রসটা স্ক্যাল্পে লাগান।ভালো করে ম্যাসাজ করে লাগাবেন।রসটা লাগানার পর বেঁচে যাওয়া অংশটা চুলে লাগিয়ে নিন।২০ মিনিট রাখুন তারপর ধুয়ে ফেলুন।সপ্তাহে দুদিন করুন।কাজ হবে।
তাহলে পাকা চুলের সমাধান এখন আপনার হাতের মুঠোয়।এবার চুলকে ভেতর থেকে কালো করে তুলুন,সাময়িক ভাবে নয়।এই সব কটি খুব ভালো চুল কালো করতে।যেগুলো রোজ দেওয়া আছে,সেগুলো রোজ করুন।আর প্যাক গুলো সপ্তাহে দুদিন করে লাগিয়ে ফেলুন।ব্যাস চুল কালো না হয়ে যাবে কোথায়!
চুল পাতলা? মোটা করতে ব্যবহার করুন অ্যালোভেরার ৩টি হেয়ার প্যাক
মন্তব্য করুন