শীতকাল মানেই ক্রিসমাস পার্টি, নিউ ইয়ার ইভ ইত্যাদি লেগেই রয়েছে। আর বিশেষত ক্রিসমাসের দিন সেজেগুজে পার্কস্ট্রিটে যাওয়ার একটা ব্যপার থাকেই। আজকের প্রতিবেদনে আপনাদের জন্য থাকল পার্ক স্ট্রিট প্রেমীদের জন্য ক্রিসমাসের সাজের ৮টি ইউনিক স্টাইল স্টেটমেন্ট।
১. লাল রঙে সেজে উঠুনঃ
ক্রিসমাসে সান্টাক্লসের পোশাকে লাল রঙের আধিক্য মেনে সেইদিনের বিকেলে সেজে উঠতে পারেন হট রেড কালারের কোনও পোশাকে। তা হতে পারে লাল কোনও ওয়ান পিস বা লাল রঙের টপ, বা হতে পারে লাল রঙের ফর্ম্যাল ওয়্যার বা ক্যাসুয়াল ওয়্যার।
২. পোশাকে থাকুক সাদা রঙের আধিক্যঃ
ক্রিসমাসের বিকেলে সাদা পোশাকও কিন্তু হয়ে উঠতে পারে সমানভাবে মানানসই। যদি স্মার্ট ক্যাজুয়াল লুক পছন্দ হয় তাহলে জিন্সের সঙ্গে সাদা ওভার সাইজ কাডিগান বা রাউন্ড নেক সোয়েটার পরতে পারেন। ঠাণ্ডা বেশি লাগলে উপরে বেবি পিঙ্ক রঙের জ্যাকেট একটা চাপিয়ে নিতে পারেন।
৩. রঙিন দিনে রঙিন সাজঃ
লাল-নীল-সাদা-কালোর মধ্যে কোনও এক রঙের পোশাক না পরে, সব রঙ আছে এমন রঙিন জামা ট্রাই করতে পারবেন। ক্রিসমাসে শহর এমনিতেই খুব রঙিন হয়ে ওঠে তার সঙ্গে মানানসই রঙিন পোশাক ট্রাই করুন।
৪. সঙ্গী হতে পারে যেকোনও পার্টিওয়্যার ড্রেসঃ
ক্রিসমাসে যেহেতু অনেকেই পার্টি করতে যেতে ভালোবাসেন তাদের জন্য পার্টি ওয়্যার ড্রেস সবচেয়ে ভালো, এর জন্য যেকোনও রঙের পার্টিওয়্যার বেছে নিতে পারেন, আর রেড ড্রেস হলে তো আর কথাই নেই।
৫. আকর্ষণীয় বেল্টঃ
লং ড্রেসের সঙ্গে কোমরে মানানসই বেল্ট খুবই আকর্ষণীয় লুক দিতে পারে। মার্কেটে এখন লেদার বা ফারের আকর্ষণীয় সব বেল্ট পাওয়া যায়। বেল্ট পরলে আপনার লুক হবে ভিড়ের মধ্যে নজরকাড়া।
৬. টুপিঃ
ক্রিসমাসের সবচেয়ে আকর্ষণীয় হল সান্তা টুপি। ঠান্ডার দিনে মাথা-কান ঢাকা রাখাটা যেমন জরুরী তেমনই স্টাইল করাটাও জরুরী কি না। তাই পরে নিতে পারেন সান্টা টুপি, বা আপনার কাছে যদি উলের কোনও লাল রঙের টুপি থাকে, সেটাও পরে নিতে পারেন। শীতের দিনে নিজেকে গরম রাখলে তবেই প্রাণ খুলে আনন্দ করতে পারবেন।
৭. বুটঃ
শীতে ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে মানানসই বুট আজকাল মার্কেটে খুবই চোখে পড়ে। সাধারণ বুট থেকে শুরু করে নি-লেন্থ বুট, সবকিছুই আজকাল পাওয়া যায়। আপনার পোশাক এবং চাহিদা অনুসারে ক্রিসমাসের রাতে পরে নিতে পারেন বুট। এতে পা যেমন গরম থাকবে তেমনই বুট হয়ে উঠবে আপনার সুন্দর স্টাইল স্টেটমেন্ট। বুটের ভেতরে পায়ে মোজা পরতে কিন্তু ভুলবেন না।
৮. ওয়েস্টার্ন জুয়েলারিঃ
জুয়েলারি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্রিসমাসের রাতের পোশাকের সঙ্গে কিন্তু এথনিক জুয়েলারি একেবারে মানাবে না। আজকাল বাজারে কোরিয়ান জুয়েলারির চাহিদা অনেক। তাই পোশাকের রঙের সঙ্গে মানানসই কোরিয়ান জুয়েলারি অবশ্যই ট্রাই করুন। অথবা টার্টেল নেক সোয়েটার যদি পরেন তার ওপর থেকে একটা জ্যাকেট বা ব্লেজার পরে নিয়ে কানে বড় বড় হুপ পরে নিতে পারেন, ব্যস আর কি চাই!
মন্তব্য করুন