কে না চায় বলুন তো যে কোমর ছাড়িয়ে একমাথা লম্বা ঘন চুল হবে, আর সব্বাই আপনার লম্বা চুল দেখে প্রশংসায় মজবে। কিন্তু যতই দামী শ্যাম্পু ব্যবহার করুন আর কষে রোজ মাথায় ডিম, অলিভ অয়েল আর মধু লাগান, লম্বা চুল পাওয়ার স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যায়!
তা টি.ভি.-তে নিশ্চয়ই চীনা সুন্দরীদের বিশাল লম্বা চুল আপনি দেখেছেন? আর তা দেখে আপনারও নিশ্চয়ই সাধ হয়েছে ওদের লম্বা চুলের সিক্রেট জানার? তাই ‘দাশবাস’ নিয়ে এসেছে লম্বা চুলের স্পেশাল চাইনিজ টিপস।
চাইনিজ সিক্রেট
হুয়াংলুও গ্রামের নাম নিশ্চয়ই আপনারা কেউই শোনেননি? আজ্ঞে হুয়াংলুও হল সেই বিখ্যাত চাইনিজ প্রাচীন গ্রাম, যেখানকার বেশীরভাগ মেয়ের চুলই নাকি ১.৪ মিটার লম্বা। মানে প্রায় এক মানুষ সমান! ভেবে অবাক হচ্ছেন তো? আর এই জন্যই নাকি হুয়াংলুও গ্রামকে আদর করে ডাকা হয় ‘লঙ হেয়ার ভিলেজ’ বা লম্বা চুলের গ্রাম বলে।
এমনকি লম্বা চুলের জন্য বিখ্যাত এই গ্রাম নাকি সম্প্রতি গিনেজ বুক অফ রেকর্ডসেও নাম উঠিয়ে ফেলেছে তাদের। চীনের মেয়েরা বিশ্বাস করেন, লম্বা চুল নাকি সৌভাগ্য, সম্পদ, সুখ আর দীর্ঘায়ুর প্রতীক। বুঝতেই পারছেন, নেহাত র্যাপুঞ্জেলের গল্পর উদ্ভব হয়েছিল ইউরোপে। এই যা চীনের দুঃখ। নয়তো র্যাপুঞ্জেলের মতো কেশবতী কন্যে, যারা বিনুনির জোড়েই তুলে ফেলতে পারে আস্ত আস্ত মানুষকে, তাদের সংখ্যা চীনেই বা কম কি, বলুন?
কীভাবে সম্ভব?
বুঝতেই পারছেন, চীনা মেয়েদের এই হেয়ার সিক্রেট নিছকই গল্পকথা নয়। ভরপুর সত্যতা মিশে আছে এতে। আর লম্বা চুলের এই কহানি যদি সত্যিই হয়, তাহলে আপনাদেরই বা পেতে দোষ কোথায়! কিছুই না, এই সিক্রেট কিন্তু খুবই সস্তা, আর সহজও। জানতে ইচ্ছে করছে তো কী সেটা?
ফারমেন্টেড রাইস ওয়াটার:
অবাক হবেন না। প্রাচীনকাল থেকেই কিন্তু চীনা মেয়েরা তাঁদের চুলের যত্নে ফারমেন্টেড রাইস ওয়াটারকে ব্যবহার করে এসেছেন। আর এর ফলেই তাঁদের চুল হয়ে উঠেছে অমন লম্বা আর সুন্দর! এমনকি চীনা রাজকন্যারাও নাকি তাঁদের চুলের যত্নে এই সিক্রেট টিপসই ব্যবহার করতেন।
কেন রাইস ওয়াটার?
চাল ফোটানোর পর যে জলটা পড়ে থাকে, যাকে আমরা ফ্যান বলি, ওটাই কিন্তু রাইস ওয়াটার। আর এই সিম্পল রাইস ওয়াটারেই আছে কিন্তু দারুণ পুষ্টি। প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট, মিনারেলস, ভিটামিন ই ইত্যাদি রাইস ওয়াটারে থাকে। আর থাকে রিস্টোরেটিভ প্রপার্টি, যা চুলের ইলাস্টিসিটি বাড়ায় আর চুলকে ঘন করে তোলে।
তাছাড়া রাইস ওয়াটারে থাকা আইনোসিটল নামক কার্বোহাইড্রেট চুলকে মজবুত করে তোলে আর হেয়ার ড্যামেজের হাত থেকে বাঁচায়। আর এতে থাকা অ্যামাইনো অ্যাসিড চুলের গোড়া মজবুত করে আর চুলকে স্মুদ আর শাইনি করে।
কীভাবে বানাবেন?
উপকরণ:
- ১ কাপ চাল
- কয়েক ফোঁটা টি ট্রি ল্যাভেন্ডার বা রোজমেরি এসেনশিয়াল অয়েল
পদ্ধতি:
চাল ভালো করে ধুয়ে নিন। এরপর একটা বাটিতে ১৫ মিনিট ধরে জল দিয়ে ফোটান, মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়তে থাকুন। এরপর ছেঁকে নিয়ে একটা বাটিতে চালের জল বা ফ্যানটা রেখে ঘরের তাপমাথায় আনুন। গরম অবস্থায় কখনোই লাগাবেন না। ঠাণ্ডা করে তবেই অ্যাপ্লাই করবেন।
ঠাণ্ডা হলে তাতে এসেনশিয়াল অয়েল দিন কয়েক ফোঁটা। এবার স্নানের সময় শ্যাম্পুর বদলে এইটা দিয়ে মাথা ভালো করে ম্যাসাজ করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন তো করতেই পারেন। দেখবেন কিছুদিনের মধ্যেই ফল পেতে শুরু করেছেন।
টি ট্রি এসেনশিয়াল অয়েল ফর স্কিন, হেয়ার, অ্যাকনে কেয়ার, ১৫ মি.লি.
[amazon box=”B01LF0AXOG” title=”টি ট্রি এসেনশিয়াল অয়েল” description=”1. Suitable for all skin types
2. Quantity: 15 ml” button_text=”কিনুন”]
এবার? ভাবছেন কী তাহলে? দেখলেন তো কত সহজেই চাইনিজ মেয়েরা লম্বা চুল পেয়ে যায়। আপনিও কিন্তু পেতে পারেন আরামসে। ট্রাই করেই তো দেখুন একবার।
মন্তব্য করুন