আপনার বিছানায় কি ছারপোকা হয়েছে? আর ছারপোকার উপদ্রবে রোজ সকালে উঠেই আপনাকে প্রাণপণে গা-হাত-পা চুলকোতে হচ্ছে? ছারপোকার সমস্যা কিন্তু সত্যিই খুব মারাত্মক। আর একবার আপনার বিছানায় বা সোফায় বা অন্য কোথাও যদি ছারপোকা বংশবৃদ্ধি করতে শুরু করে, তাহলে তাদের তাড়ানো মুশকিল।
আপনার শখের বিছানায় যদি ছারপোকা হয়েই থাকে, আর তাদের তাড়াতে আপনার যদি মাথার ঘাম পায়ে ফেলার মতো অবস্থা হয়, তাহলে এবার বিশ্রাম নিন খানিক। কারণ, ছারপোকা তাড়ানোর ঘরোয়া উপায় নিয়ে এবার আমরা এসে গেছি টীম ‘দাশবাসে’র পক্ষ থেকে। দেখুন।
১. ঘর পরিষ্কার করুন
ঘরদোর যদি নোংরা করে রাখেন, তাহলে কিন্তু আপনার ঘরে ছারপোকা হওয়ার সম্ভাবনা প্রবল। তাই নিয়ম করে ঘর পরিষ্কার করুন। অপ্রয়োজনীয় জিনিসপত্রের মায়া ত্যাগ করে এবার ফেলে দিন।
তারপর বিছানা, গদি ভালো করে রোদে দিন। যদি সম্ভব হয় তাহলে আপনার বিছানার চাদর, গদি, বালিশ—সবকিছুকেই হাই টেম্পারেচারে ধোওয়ার ব্যবস্থা করুন। হয় ড্রাই ক্লিন করতে দিন লন্ড্রিতে, নয়তো বাড়িতে যদি বন্দোবস্ত থাকে, তাহলে ড্রায়ারে হাই টেম্পারেচার সেট করে পরিষ্কার করে স্যানিটাইজ করুন।
মাসে একবার থেকে দু’বার কিন্তু সবকিছু পরিষ্কার করা মাস্ট। সাথে যদি সফট টয় থাকে, তাহলে সেগুলোকেও ধোওয়ার ব্যবস্থা করুন আজই। তারপর প্লাস্টিক ব্যাগে সেগুলোকে স্টোর করে রাখুন। এতে আবার ছারপোকা হওয়ার সম্ভাবনা কমে।
২. ভ্যাকুয়াম ক্লিনার আছে?
আপনার ঘরে যদি ছারপোকা হয়েই থাকে, আর ভ্যাকুয়াম ক্লিনার না থেকে থাকে, তাহলে আজই একটা ভ্যাকুয়াম ক্লিনার কিনে ফেলুন। সপ্তাহে ৩-৪ বার অন্তত কিন্তু ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে গোটা ঘর, বিছানা পরিষ্কার করা খুব দরকার। এতে ছারপোকা থাকলেও মরে যাবে।
আর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করার পর আবর্জনাগুলোকে কিন্তু ঠিক করে ফেলার ব্যবস্থা করবেন। নয়তো আবার ছারপোকা হতে পারে। আর ক্লিনার দিয়ে পরিষ্কার করার সময় ২০০ ডিগ্রি ফারেনহাইটে ড্রাই স্টিম করবেন।
৩. ঘরোয়া উপায়
শুকনো ইউক্যালিপটাসের পাতা, ল্যাভেন্ডার, পুদিনা বা রোজমেরি যদি যোগাড় করতে পারেন, তাহলে খুবই ভালো। আপনার বিছানার তলায় বা ঘরের চারপাশে এগুলো রাখুন। কেননা ছারপোকা এগুলোর গন্ধ সহ্য করতে পারে না। আর তাছাড়া এমনি পোকার থেকেও যদি বাঁচতে চান, তাহলেও কিন্তু এই ঘরোয়া টোটকা কাজ দেবে।
কীভাবে ব্যবহার করবেন?
একটা সুতির কাপড়ে শুকনো ইউক্যালিপটাসের পাতা, ল্যাভেন্ডার, পুদিনা বা রোজমেরি ইত্যাদি বেঁধে ওয়ার্ডরোব, বিছানা, শোকেসে রাখুন। দেখবেন ছারপোকা আর কাছে ঘেঁষতেই সাহস পাচ্ছে না।
৪. এসেনশিয়াল অয়েল
এসেনশিয়াল অয়েল কিন্তু ছারপোকা সহজে তাড়ানোর বেস্ট উপায়। সাইট্রোনেলা, ল্যাভেন্ডার, ইউক্যালিপটাস, মিন্ট, রোজমেরি ইত্যাদি এসেনশিয়াল অয়েল আপনি ব্যবহার করতেই পারেন। আর বাড়িতে যদি পোষ্য থেকে থাকে, তাহলে এগুলোর বদলে টি ট্রি অয়েল ব্যবহার করুন।
কীভাবে ব্যবহার করবেন?
- খাটের ফ্রেমে এসেনশিয়াল অয়েল মাখিয়ে রাখুন।
- বিছানার চাদর পরিষ্কার করার সময়েও কিন্তু জলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করতে পারেন।
- স্প্রে বটলে জল দিয়ে, তাতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিয়ে বিছানায় স্প্রে করুন। দেখবেন ছারপোকা দু’দিনে ভ্যানিশ।
৫. পেস্টিসাইড
আর ছারপোকা যদি খুব বাড়াবাড়ি করে, তাহলে ডায়াটোমেসাস আর্থ পাওডার (Diatomaceous Earth Powder) কিনে ঘরের চারপাশে, জানলার ফ্রেমে ছড়িয়ে রাখুন। এই পাওডারের চোটে ছারপোকা তো দূর হবেই, আর কাছে আসতেও সাহস পাবে না। আর তাছাড়া এই পেস্টিসাইড মানুষ আর আপনার প্রিয় পোষ্যদের জন্যেও সেফ। তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, ফুড গ্রেড বা পুল গ্রেড পাওডার কিন্তু কিনবেন না একদম। কারণ ওগুলোর দানা এত ছোট, যে আপনার ক্ষতি হতে পারে।
ব্যাস, তাহলে এবার ছারপোকাকে দূরে তাড়ান চুটকিতে, ঘরদোর পরিষ্কার রাখুন, হাইজিন মেন্টেন করুন। দেখবেন, ছারপোকা আর কাছে ঘেঁষতেই সাহস পাচ্ছে না!
মন্তব্য করুন