বিয়ে বাড়ি তো আর রোজ যাওয়ার বিষয় নয়। কিন্তু ছোট খাটো গেট-টু গেদার বা উইকেন্ড পার্টি তো মাসে দু একবার হয়েই যায়! কি তাইতো? তাই আলমারিতে ক্যাসুয়াল ওয়ের এর ইউনিক কালেকশান না থাকলে কি আর চলে! আপনারাই বলুন? চলে না তো। আর গরমকাল জাস্ট মাথার ওপর। তাই এই দুটো বিষয় ভেবে অনলাইনে কিনে নিলাম দুটো ড্রেস। লাইমরোড ডট কম থেকে কিনেছি।চলুন আপনাদেরকে আমার নতুন দুটো ড্রেস দেখাই।
1. Frill Detail Criss-Cross Tie Knot Dress
কি একেবারে সুপার কুল দেখতে হয়েছে না ড্রেসটা? আমার তো এই ড্রেসটা ব্যাপক লেগেছে দেখতে। সার্চ করতে করতে যখন প্রথমবার এটা দেখি, প্রেমে পড়ে যাই। ওই যাকে বলে ‘ Love at first side’ আর কি! যাইহোক পার্টিতে পরে যাওয়ার জন্য কিন্তু একেবারে পারফেক্ট। তাছাড়া শপিং মলে শপিং করতে যাওয়ার সময়ও ট্রাই করতে পারেন। বেশ স্মার্ট দেখতে লাগবে কিন্তু! বিশ্বাস না হলে দেখে নিন নীচের ভিডিওটি। কেনার পর পরে ছবি দিয়েছি।
দেখলে হবে খরচা আছে বস! না। খরচা একেবারেই নেই। কারন লাইমরোড ডট কম এর স্পেশাল ডিসকাউণ্টে আপনি এই স্টাইলিশ ড্রেসটি পেয়ে যাবেন মাত্র ৮৪০ টাকায়।
2. Floral Mandarin Collar Dress
সামনেই সামার আসছে তাই গরমের কথা ভেবেই এই কালারের ড্রেস কিনে নিলাম। গরমকালে পরার জন্য এই হালকা হলদে রঙ একেবারে পারফেক্ট। হলুদ রঙ বলে কিন্তু এই ড্রেসটা আমি কিনিনি? এর ফ্লোরাল ডিজাইন আর চাইনিজ কলার আমার খুব পছন্দ হয়েছে তাই এটা নেওয়ার আরেকটা রিজন বলতে পারেন।
কেমন লাগলো আমার ড্রেসের কালেকশান? যদি পছন্দ হয় তাহলে কিনতে একদম দেরি করবেন না। কারন এখন কিনলে ৫০ % ডিসকাউণ্টে পেয়ে যাবেন ড্রেসটি। যাকে বলে বাম্পার অফার। ফলে ৬১১ টাকায় আপনি এটি পেয়ে যাবেন।
উপরের ড্রেস দুটি যদি কিনতে চান তাহলে সরাসরি লাইমরোড ডট কম থেকে কিনে নিতে পারবেন।আর লাইমরোড ও দাশবাস ডট কমের মধ্যে একটা স্পেশাল টাই আপ হয়েছে। আর এর সুবিধা আপনারাও উপভোগ করতে পারেন।
যদি নীচে দেওয়া স্পেশাল লিঙ্কে ক্লিক করে লাইমরোড এর অ্যাপ থেকে কেনেন, তাহলে ১০% এক্সটা ডিসকাউণ্টে পাবেন।
১০% ডিসকাউণ্ট পেতে এখানে ক্লিক করুন ➡ অ্যাপ লিঙ্ক
৩০ দিনের ভ্যালিডিটি থাকবে। ৫০০ টাকার উপর কেনাকাটায় ১০% ছাড় পাবেন।
Tussar Silk Sarees: তসর সিল্ক শাড়ির সাজে সেজে উঠুন যেকোনো অকেসানে
Cotton Straight Kurtis: কটন স্ট্রেট কুর্তি সামার কালেকশান ছবি ও দামসহ
মন্তব্য করুন