ব্রণর সমস্যায় মাথা খারাপ হচ্ছে? ঠাণ্ডা মাথায় আজকের লেখা পড়ুন। সমাধান নিয়ে হাজির, যা মাত্র এক রাতের মধ্যে ব্রণকে আপনার সুন্দর গালের থেকে আলাদা করে ছাড়বে।
অয়লি ও নর্মাল স্কিনের জন্য টিপস
যাদের স্কিন খুব অয়লি বা যাদের নর্মাল স্কিন তারা এক রাতের মধ্যে ব্রণ সরাতে পারেন খুব সহজেই। টুথপেস্টের সাহায্যে ভ্যানিশ হয়ে যাবে ব্রণ। জেনে নিন কি করবেন।
কি কি লাগবে
• টুথপেস্ট
• তুলো
কি ভাবে ব্যবহার করবেন
• টুথপেস্ট নিন, খেয়াল রাখবেন নর্মাল সাদা টুথপেস্ট জেলওয়ালা টুথপেস্ট নয়।
• তুলোতে টুথপেস্ট লাগিয়ে ব্রণতে লাগিয়ে রাখুন।
• সারা রাত লাগিয়ে রেখে সকালে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
সব ধরনের স্কিনের জন্য টিপস ১
আপনার স্কিনের ধরন যাই হোক না কেন, অয়লি, ড্রাই বা নর্মাল। এই ঘরোয়া টিপস ব্রণর সমস্যা থেকে আপনাকে অনায়াসে মুক্ত করবে মাত্র এক রাতে।
কি কি লাগবে
• এক চা চামচ বেকিং সোডা
• সামান্য জল
কি ভাবে ব্যবহার করবেন
• বেকিং সোডার সাথে পরিমান মত জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।
• হাতের আঙুল দিয়ে ব্রণর উপর পেস্টটি লাগিয়ে নিন।
• ৫ মিনিট রেখে হালকা উষ্ণ জলে মুখ ধুয়ে নিন।
সব ধরনের স্কিনের জন্য টিপস ২
বেকিং সোডা যদি বাড়িতে না থাকে তাহলে নারকেল তেল ব্যবহার করতে পারেন অনায়াসে। ব্রণ দূর করতে এটি ভালো কাজ করে।
কি কি লাগবে
• সামান্য নারকেল তেল
কি ভাবে ব্যবহার করবেন
• হালকা গরম করে নিন নারকেল তেল।
• হাতের আঙুল দিয়ে তেল ব্রণর উপর লাগান।
• এক ঘণ্টা মত রেখে মুখ ধুয়ে নিন ঠাণ্ডা জলে।
• দিনে দুবার করে ব্যবহার করুন।
ড্রাই স্কিনের জন্য টিপস
বেশির ভাগ স্কিন টাইপ ড্রাই হয়ে থাকে। তো তাদের স্কিনে ব্রণ হলে তা বেশি বাজে দেখায়। সেই জন্য ড্রাই স্কিনে ব্রণ দেখা দিলেই তাকে চটজলদি সরান এই ঘরোয়া উপায়ের সাহায্যে।
কি কি লাগবে
• তিন থেকে চার কোয়া রসুন
• সামান্য জল
কি ভাবে ব্যবহার করবেন
• রসুন প্রথমে ছেঁচে পেস্টের মত বানিয়ে নিন।
• সামান্য জল মিশিয়ে নিন রসুনের পেস্টের সাথে।
• গালে যেখানে ব্রণ দেখা দিয়ে তাতে লাগিয়ে নিন পেস্টটি।
• ১০ মিনিট মত রেখে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।
জেসমিন সুলতানা
আমার মুখে ফোঁড়ার মত ব্রন নেই । মুখে লালচে বা কালো দাগ রয়েছে। আমার মনে হয় এগুলো ও ব্রন। আমার জন্য ও কি এসব ঘরোয়া ব্যবস্থা প্রযোজ্য হবে?
নন্দিনী মুখার্জ্জী
আপনি এক কাজ করুন যে ঘরোয়া উপায়টি আপনি ব্যবহার করতে চাইছেন তা আগে মুখের অল্প জায়গায় জাস্ট লাগিয়ে টেস্ট করে দেখুন। যদি লাগানোর পর কন রকমের সমস্যা দেখা দেয় তাহলে আপাতত ব্যবহার করবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই মুখে কিছু লাগাবেন।
Rama Ghosh
Amr hair vision patla onk kichu try korache kinto kichu hoi na
Chul utha jache r raf.