সামনেই একের পর এক বিয়ে বাড়ির নিমন্ত্রণ আসা শুরু হল বলে! আর বিয়ের এই সিজনে শাড়ির সাজে বাঙালি রমণীরা সাজবে না তা কি হয়? একদমই না। সাজ আর স্টাইল নিজের খুশি মনে করুন। তবে শাড়ির সাথে পরার জন্য বেছে নিন গ্ল্যামারস ও উজ্জ্বল রঙের স্টাইলিশ ব্লাউজ।
আজ এবছরের সবচেয়ে জনপ্রিয় গ্ল্যামারস ও উজ্জ্বল রঙের স্টাইলিশ ব্লাউজের কালেকশান নিয়ে হাজির শুধুমাত্র আপনাদের জন্য। পছন্দের রঙ ও ডিজাইন বেছে নিন আর বানাতে দিয়ে দিন দর্জিকে।
১. উজ্জ্বল গোলাপি রঙের শর্ট টপ স্টাইল ব্লাউজ

২. রাউন্ড নেক জ্যাকেট স্টাইল ব্রাইট রঙের ব্লাউজ

৩. ব্রাইট মাল্টিকালার জরি ওয়ার্ক বোট নেক ব্লাউজ

৪. উজ্জ্বল বেগুনী রঙের স্টাইলিশ ব্লাউজ

৫. উজ্জ্বল কমলা গোলাপি রঙের ব্লাউজ ডিজাইন

৬. সলিড লাল রঙের ভেলভেট ব্লাউজ ডিজাইন

৭. ব্রাইট কালার ব্লাউজ ডিজাইন

৮. বেলুন হাতা স্টাইল ভি নেক ব্লাউজ ডিজাইন

৯. উজ্জ্বল লালচে রঙের ভেলভেট ব্লাউজ ডিজাইন

১০. লাল রঙের ফ্রন্ট কাট ব্লাউজ ডিজাইন

ছবি ঋণঃ Pinterest
সুন্দর হয়েছে।কিভাবে নেওয়া যায়?
Thank You. Amr sudhu designs niye likhi bikri kori na.