আলতা আজকাল সেকেলে অনেকেরই কাছে। তাই বিয়ের আগের দিন মেহেন্দি পরার চল, দিন দিন বাঙালি বিয়েতে বেড়ে চলেছে। কিন্তু অনেক মেয়ে আজও মেহেন্দির বদলে আলতা হাতে বিয়ের পিঁড়িতে বসতে পছন্দ করে। না তাঁরা সেকেলে নয়, তাঁরা আধুনিকাই। তবে নিজের সংস্কৃতিকে সাথে নিয়েই তাঁরা আগামীর স্বপ্ন দেখতে পছন্দ করেন।
আলতার শোভা নতুন বউয়ের সাজ কিন্তু সত্যি বাড়িয়ে দেয়। ফিকে করে দেয় বাকি একেলের সাজের জাঁকজমক। যাদের আলতা পরতে ভালো লাগে তাদের জন্য হাজির সিম্পল ৬টি হাতে পরা আলতার ডিজাইন। আশাকরি পছন্দ হবে।
মন্তব্য করুন