ছোট থেকেই আমাদের বলা হয়ে থাকে ব্রাহ্মী শাক খাবার জন্য। এতে নাকি আমাদের স্মৃতি শক্তির উন্নতি হয়। আমরা অনেকেই ব্রাহ্মী শাকের রস খেয়েছি ছোটবেলা ইচ্ছে না থাকা সত্ত্বেও। কিন্তু আপনারা কি জানেন যে ব্রাহ্মী শাক আমাদের চুলের জন্যও খুব ভালো? জানতেন না তো? চুল পড়া, চুলের গ্রোথ কমে যাওয়া এই সব সমস্যা থেকে ব্রাহ্মী আপনাদের খুব তাড়াতাড়ি মুক্তি দেবে আর চুলের বৃদ্ধিতে অসাধারণ কাজ দেবে।
আজ আপনাদের জানাবো ব্রাহ্মী শাকের ৪টি হেয়ার প্যাকের কথা যা আপনাদের বানাতেও সুবিধে হবে আর ব্যবহার করাও খুব সহজ হবে। আসুন দেখে নিই চটপট।
১. ব্রাহ্মী আর মেথির হেয়ার প্যাক
ব্রাহ্মী নিজে তো চুলের জন্য ভালোই, এর পাশাপাশি সঙ্গে যদি মেথি থাকে তাহলে তো সোনায় সোহাগা। চুলে এই দুটি উপাদানের প্যাক ব্যবহার করলে চুল কালো থাকবে আর চুলের বৃদ্ধিও ভালো হবে।
উপকরণঃ পরিমাণ মতো ব্রাহ্মী শাক, ২ চামচ মেথি, ক্যাস্টর অয়েল।
পদ্ধতিঃ ব্রাহ্মী শাক নিয়ে আগে একটি পেস্ট বানিয়ে নিন। আগে থেকে মেথি গুঁড়ো করে নিন। এবার একটি পাত্রে ব্রাহ্মীর পেস্ট, মেথি গুঁড়ো আর ক্যাস্টর অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে নিন আর চুলে অ্যাপ্লাই করুন। ২ ঘণ্টা রেখে দিন। তারপর কোনও মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এটি পারলে সপ্তাহে এক দিন করুন।
২. ব্রাহ্মী আর অ্যালোভেরার হেয়ার প্যাক
অ্যালোভেরা চুলের জন্য ঠিক কতটা কাজ দেয় এটা যারা ব্যবহার করেছেন তারাই জানেন। এবার ব্রাহ্মীর সঙ্গে এটি ব্যবহার করুন আর দেখুন কামাল।
উপকরণঃ ব্রাহ্মী শাক পরিমাণ মতো, অ্যালোভেরা জেল।
পদ্ধতিঃ ব্রাহ্মী শাক আগে পেস্ট করে নিন। অ্যালোভেরা গাছ বাড়িতে থাকলে তার পাতা থেকে রস বের করতে পারেন। তা না হলেও দোকান থেকে অ্যালোভেরা জেল কিনতে পারেন। এবার ব্রাহ্মী আর এই অ্যালোভেরার জেল একসঙ্গে মিশিয়ে নিন। তারপর চুলে ব্যবহার করে এক ঘণ্টা রাখুন। এক ঘণ্টা পর চুল ধুয়ে নিন মাইল্ড শ্যাম্পু দিয়ে। আপনি সঙ্গে সঙ্গেই একটা পার্থক্য বুঝতে পারবেন। এটি সপ্তাহে দু দিন করুন। তাহলেই দেখবেন আপনার চুল কি সুন্দর ভাবে বেড়ে যাচ্ছে।
৩. ব্রাহ্মী আর আমলার হেয়ার প্যাক
আমলা বা আমলকিতে খুব ভালো পরিমাণে ভিটামিন সি আছে। এই ভিটামিন চুলের জন্য খুব দরকারি, বিশেষ করে চুলের বৃদ্ধির জন্য। তাই ব্রাহ্মীর সঙ্গে আমলা ব্যবহার করুন।
উপকরণঃ পরিমাণ মতো ব্রাহ্মী শাক, ১টি আমলকি।
পদ্ধতিঃ ব্রাহ্মী শাক নিয়ে তার পেস্ট বানিয়ে নিন। আলাদা করে আমলকি মিক্সিতে বেটে নিন। এবার এই দুটি পেস্ট একসঙ্গে নিয়ে একটা পেস্ট বানান। আপনি চাইলে দোকান থেকে ভালো ব্র্যান্ডের ব্রাহ্মী আর আমলা পাউডার কিনে তা মিশিয়েও পেস্ট বানাতে পারেন। এই পেস্ট এবার চুলে ব্যবহার করুন আর রেখে দিন ১ ঘণ্টা। তারপর কোনও মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিন। মাসে দু থেকে তিন বার করুন, দেখবেন ফল পাবেন।
৪. ব্রাহ্মী আর নিমপাতার হেয়ার প্যাক
নিমপাতা মুখে তো ব্যবহার করেছেন। কিন্তু চুলের জন্য ব্যবহার করতে হবে শুনে কি চমকে যাচ্ছেন! তাহলে না চমকে এবার ব্যবহার করুন। নিমের অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান স্ক্যাল্পের তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে, খুশকি কমায়, চুলের গ্রোথ ভালো রাখে।
উপকরণঃ নিমপাতা ১৫টা, ব্রাহ্মী শাক পরিমাণ মতো।
পদ্ধতিঃ নিমপাতা আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সেই নিমপাতা বেটে পেস্ট করে নিন। এই পেস্টের সঙ্গে এবার ব্রাহ্মী শাকের পেস্টও মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলে লাগিয়ে রেখে দিন ৩০ মিনিট মতো। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু বার অন্তত এটি করুন।
ব্রাহ্মী শাক এভাবে ব্যবহার করলে আপনি খুব ভালো ফল পাবেন। তবে অবশ্যই নিয়ম করে করতে হবে। আর তাহলেই আপনি উপকার পাবেন।
মন্তব্য করুন