দূষণে ভরপুর সারা দুনিয়া। আমাদের শরীর, বিশেষ করে ত্বক ও চুল বাইরের ধুলোবালি ও দূষণ থেকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। বিশেষ করে চুল বর্ষাকালে আর্দ্র আবহাওয়ার জন্য বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সময় চুলের স্পেশাল কেয়ার বা যত্ন নেওয়া জরুরী। না হলে অধিকমাত্রায় চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বৃষ্টির দিনে কিভাবে চুলের যত্ন নেবেন তা নিয়ে আজকের লেখা।
প্রাথমিক যা যা করনীয়
বৃষ্টির দিনে কয়েকটি জিনিস মেনে চললে চুলের ক্ষতি কম হয়। কিছু প্রাথমিক যত্ন নিন চুলের এই সময় যথা-
১. বৃষ্টির জলে চুল ভেজার হাত থেকে সতর্ক থাকুন। চুল ভিজে গেলে সাথে সাথে শুকনোর ব্যবস্থা করুন। সবচেয়ে ভালো শুকনো তোয়ালে দিয়ে মাথা মুছে নিন।
২. চুল বৃষ্টিতে ভিজে গেলে অবশ্যই ঘরে এসে শ্যাম্পু করুন। চুল ভালো করে শুকিয়ে হালকা নারকোল তেল গরম করে চুলে ম্যসাজ করুন।
৩. এই সময় আবহাওয়া আর্দ্র থাকার ফলে চুলে নানা রকমের সমস্যা দেখা দেয়। খুসকি হয় এই সময় বেশি। তাই চুল সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। সপ্তাহে কম করে ৩বার শ্যাম্পু করুন। চুল পরিষ্কার থাকলে ময়লা জমার সম্ভাবনা থাকে না। ফলে খুসকি হওয়ার চান্স খুব কম থাকে।
বর্ষাকালে চুলের যত্ন নেওয়ার ঘরোয়া কয়েকটি উপায়
বর্ষাকালে বাজারের রেডিমেড শ্যাম্পুর ব্যবহার যতটা সম্ভব কম ব্যবহার করুন। ভাবছেন তাহলে কি দিয়ে শ্যাম্পু করবেন! বন্ধুরা প্রাচীন সময় থেকে নানান প্রাকৃতিক উপাদান নানা ভাবে আমাদের চুলের যত্ন নিয়ে এসেছে। যেমন রিঠা।
রিঠা নামের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। দশকর্মার দোকানে গেলে রিঠা পেয়ে যাবেন। এই রিঠা একপ্রকারের প্রাকৃতিক শ্যাম্পু বলা যেতে পারে। বর্ষাকালে এই রিঠা শ্যাম্পু রূপে ব্যবহার করা চুলের জন্য খুবই ভালো। রিঠা গুঁড়ো করে রাতের বেলায় অল্প জলে ভিজিয়ে রাখুন। পরের দিন ওই জল শ্যাম্পুর মত ব্যবহার করুন। তারপর ভালো করে ঠাণ্ডা জলে মাথা ধুয়ে নিন। চুল পড়া কমে যাবে। খুসকি হওয়ার কোন সুযোগ থাকবে না।
মুলতানি মাটি চুলের জন্য খুব ভালো প্রমাণিত। বর্ষাকালে ব্যবহার করতে পারেন চুলের যত্নের জন্য। একটি বাটিতে প্রয়োজন অনুযায়ী মুলতানি মাটি নিন। সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন সারা চুলে প্যাক হিসেবে লাগান। শুকিয়ে গেলে ভালো করে মাথা ধুয়ে নিন। একদিন পর রিঠা দিয়ে শ্যাম্পু করুন। চুলের ডগা ভাঙবে না। চুল পড়া কমে যাবে।
বর্ষাকালে আমাদের চুলে আর্দ্রতার জন্য হালকা ভেজা ভেজা গন্ধ হতে থাকে কম বেশি। চুলের জন্য যা একদম ভালো না। চুল পড়ে যাওয়া, উকুনের সমস্যা হওয়ার বেশি চান্স থাকে এর থেকে। তার জন্য সপ্তাহে ৩ বার করে চুলে প্যাক ও গোলাপজল এক সাথে মিক্স করে শ্যাম্পুর পর চুলে লাগান। কিছুক্ষণ রেখে চুল ধুয়ে নিন নর্মাল ঠাণ্ডা জলে।
চুলের যত্ন নিতে বর্ষাকালে সপ্তাহে ৩ বার ভালো করে চুলে তেল লাগান। হ্যাঁ তবে খেয়াল রাখবেন তেল হালকা গরম করে চুলে লাগানো বেশি লাভজনক। নারকোল তেল হালকা গরম করে মাথায় ম্যসাজ করুন। রাতে করলে খুবই ভালো তাহলে সারা রাত তেল মাথায় থাকবে, সকালে শ্যাম্পু করে নিতে পারবেন।
বর্ষাকালে চুলের ওপর যা প্রয়োগ না করা ভালো
- ভেজা চুল না শুকিয়ে আঁচড়ানো উচিত নয়।
- হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভালো।
- হেয়ার-স্প্রে ব্যবহার একদম করবেন না।
- এই সময় চুলে কালার করা চুলের জন্য খারাপ প্রমাণিত হতে পারে।
- যতটা সম্ভব হেয়ার প্রোডাক্ট থেকে দূরে থাকা ভালো।
মন্তব্য করুন