চারিদিকে ঝলমলে রোদ দেখে বাইরে বেরলেন আপনার প্রিয় চামড়ার ব্যাগটি নিয়ে, কিন্তু তারপরই বৃষ্টি। আপনার সুন্দর চামড়ার ব্যাগটি ভিজে গেল। এবার উপায়? বর্ষাকালে চামড়ার জিনিস ব্যবহার করা খুবই কষ্টকর। কারণ অনেক যত্নে রাখতে হয়। নাহলেই আপনার প্রিয় চামড়ার ব্যাগটি নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হল বর্ষাকালে কিভাবে করবেন এর যত্ন? আজ আসুন দেখেনি বর্ষাকালে চামড়ার ব্যাগ ভালো রাখার কিছু টিপস।
তাপ থেকে দূরে রাখুন
চামড়ার ব্যাগ ভিজে গেলে অনেকেই সেটিকে মুছে নিয়ে আগুনের তাপে শুকিয়ে নেন। কিন্তু অতিরিক্ত তাপ চামড়ার জন্য ক্ষতিকর। এতে ব্যাগ খুব শক্ত হয়ে যায়। তাই ভেজা ব্যাগ অতিরিক্ত তাপে না শুকিয়ে, ব্যাগ ভালো করে মুছে নিন। তারপর তাকে পাখার বাতাসে শুকোন। এবং শুকিয়ে যাবার পর তাতে যেকোনো তেল লাগিয়ে নিন। নারকেলের তেল হলে ভালো হয়। এতে ব্যাগ ভালো থাকবে।
ব্যাগের যত্ন নিতে ইয়াম
বর্ষাকালে চামড়ার ব্যাগ অনেক বেশি ফ্যাকাসে দেখায়। এর জন্য এক ধরনের ক্যামিক্যল পাওয়া যায়। অনেকে একে ‘ইয়াম’ও বলেন। এটি চামড়ার ব্যাগে লাগালে ব্যাগ চকচকে থাকে। কিন্তু মনে রাখতে হবে এই ক্যামিকাল খুব বেশি লাগানো ভালো না। এটি লাগাবার সময় খুব বেশি জোরে জোরে ঘষবেন না। তাহলে আবার রঙ উঠে যেতে পারে। এটি ৩ মাস অন্তর ব্যবহার করতে পারেন। ব্যাগকে চকচকে রাখার জন্য।
তেল বা ভ্যাসলিন ব্যবহার করুন
বর্ষাকালে ব্যাগে অনেকসময় একধরনের সাদা সাদা ছোপ বা প্রলেপ পড়ে। ব্যাগ খুবই বাজে লাগে দেখতে। এর জন্য ব্যাগকে প্রথমে ভালো করে মুছে নিন কোন ভেজা কাপর দিয়ে। তারপর তাকে পাখার বাতাসে ভালো করে শুকিয়ে নিয়ে, তারপর একটু তেল লাগিয়ে দিন। উঠে যাবে। এছাড়াও ব্যাগকে সুন্দর সমান রাখার জন্য, কোন মোটা কাপড় ভিজিয়ে তার ওপর ইস্ত্রি করতে পারেন। তবে সরাসরি এই তাপ দেবেন না। বা ব্যাগ ভাজ করে রাখবেন না। তার মধ্যে কাগজের টুকরো ভরে দাড় করিয়ে রাখুন। আবার অনেকগুলি ব্যাগ একসঙ্গে রাখলে অবশ্যই ব্যাগের ভেতর কাগজের টুকরো দিয়ে রাখুন। এতে ব্যাগ সুন্দর সমান থাকবে। কারণ অনেক সময় ব্যাগে ভাঁজ পরে যায়। ভ্যাসলিন ব্যবহার করতে পারেন। ব্যাগের জন্য খুবই ভালো কাজ দেয়।
ঠাণ্ডা জায়গায় রাখুন সাথে ন্যাপথলিন
চামড়ার ব্যাগ ঠাণ্ডায় ভালো থাকে। ঘরে এসি থাকলে ভালো। তা না হলে চেষ্টা করুন ঠাণ্ডা জায়গায় রাখার। গরম জায়গায় রাখবেন না। কারণ আগেই বলেছি খুব বেশি তাপ চামড়ার বাগের জন্য মোটেও ভালো না। আবার স্যাঁতস্যাঁতে কোন জায়গাও কিন্তু চলবে না। এতে ব্যাগে দাগ পড়ে যায়। কোন শুকনো জায়গায় ব্যাগ রাখুন। এছাড়াও পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে ব্যাগে ন্যাপথলিন দিয়ে রাখুন।
ক্ষার জাতীয় সাবান বর্জন
অনেকেই ব্যাগ পরিষ্কার করেন যেকোনো সাবানগুড়ো দিয়ে। এটা চামড়ার ব্যাগের জন্য ভালো নয়। চামড়ার ব্যাগের জন্য কোন ভালো নরম সাবান ব্যবহার করুন। যাতে ক্ষারের পরিমান কম। যেকোনো কিছু দিয়ে পরিষ্কার করার ফলেই ব্যাগ খারাপ হয়ে যায় তাড়াতাড়ি।
এই ছোট্ট কিছু টিপস মাথায় রেখে চামড়ার ব্যাগ ব্যবহার করলে, এবার আপনি নিশ্চিন্তে ব্যাগ নিয়ে বেরতে পারবেন। এবার বৃষ্টি এলেও তাই চিন্তা করতে হবে না।
মন্তব্য করুন