এর আগে ‘স’ বা ‘S’ দিয়ে অনেকগুলি পুত্র সন্তানের সুন্দর নামের তালিকা এবং তার অর্থ আপনাদেরকে জানিয়েছি। আজকের লেখাতেও থাকবে পুত্র সন্তানের নামের তালিকা তবে আজকের অক্ষর ‘ব’ বা ‘B’।
অনেকেই নিজেদের নামের সাথে মিলিয়ে বা নিজেদের নামের অক্ষরের সাথে মিলিয়ে তাঁদের সন্তানের নামকরণ করতে চান। সেরকম যদি কারোর পছন্দের অক্ষর হয় ‘ব’, তাহলে তো আজকের লেখা তাঁদেরই জন্য।
তবে বাকিরাও নিশ্চয়ই পড়বেন আজকের ‘দাশবাস’ আর্টিকল, কারণ দু-একটি নাম আপনারও পছন্দ হয়ে যেতে পারে। তাই জেনে নিন ‘ব’ অক্ষর দিয়ে কী কী ভালো নাম হতে পারে আপনার সোনার টুকরো সন্তানের জন্য।
১. বিদিত
বিদিত খুব সুন্দর একটি নাম। এর অর্থ হলো বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট। আপনি নিশ্চয়ই এই নামের সার্থকতা চাইবেন আপনার সন্তানের ক্ষেত্রে।
২. বিজিত
বিজিত নামটিও কিন্তু খুব সুন্দর। এর অর্থ হলো সোডা জয়ী হয় যে। নিশ্চয়ই এমন অর্থ যুক্ত নাম আপনি রাখতেই চাইবেন আপনার সন্তানের।
৩. বিতান
বিতান নামের অর্থ হলো বাগান। খুব সুন্দর অর্থ যুক্ত নাম এটি।
৪. বিশ্বাবসু
খুব অন্যরকম নাম। সচরাচর শোনা যায় না। এর অর্থ গন্ধর্বদের রাজা।
৫. বিনায়ক
বিনায়ক অর্থ আশাকরি সকলেরই জানা। কারণ একদন্ত ভগবান গনেশের অপর নাম হলো বিনায়ক। নিশ্চয়ই অনেকেই পছন্দ করবেন এই নাম।
৬. বিনীত
এই ধরনের নাম কিন্তু আজকাল সকলেরই পছন্দের তালিকায়। এর অর্থ হলো নরম এবং ভালো স্বভাব বোধ যার।
৭. বিপ্র
এর অর্থ হলো শক্তি বা পাওয়ার। বেশ সুন্দর অর্থ এই নামের।
৮. বিপ্রদীপ
বিপ্রদীপ নাম হিসেবে যেমন সুন্দর তেমনই সুন্দর এর অর্থ। উজ্জ্বল আলো বা শুভ আলো এর অর্থ। এমন নাম নিশ্চয়ই আপনি বেছে নেবেন আপনার সোনার টুকরো ছেলের জন্য।
৯. বিরাজ
এই নাম খুব সুন্দর। এর অর্থ হলো থাকা (to have a presence) অর্থে এই নাম।
১০. বিভান
খুব সুন্দর একটি নাম। প্রাণোচ্ছল কথার অর্থ হলো বিভান। এছাড়া এর অপর অর্থ হলো ইশ্বরের পুত্র। এছাড়া শ্রীকৃষ্ণের অপর নাম হলো বিভান।
১১. ভার্গব
ভার্গব কথার অর্থ ভাগ্য বা আগুন। এছাড়া মহাদেবের অপর আরেক নাম হলো ভার্গব। এমন নাম নিশ্চয়ই আপনি রাখতেই চাইবেন আপনার পুত্র সন্তানের জন্য।
১২. বেদান্ত
এই ধরণের নাম কিন্তু আজকাল সকলেই পছন্দ করছেন। বেদান্ত কথার অর্থ হলো বেদের জ্ঞান। বেশ সুন্দর এবং চটকদার নাম কিন্তু এটি।
১৩. বর্ণাভ
অত্যন্ত সুন্দর অর্থ যুক্ত নাম এটি। একদম অন্যরকম। এর অর্থ রামধনু। খুব আনকমন নাম এটি।
১৪. বিষাণ
বিষাণ হলো ভগবান বিষ্ণুর অপর নাম। আপনার সন্তানের জন্য আরেকটি খুব সুন্দর নাম।
১৫. বৈভব
সম্পদের প্রাচুর্য বোঝাতে বৈভব কথাটি ব্যবহার করা হয়। এটিও কিন্তু নাম হিসেবে খুব সুন্দর।
১৬. বৈদূর্য/ বৈদুর্জ্য
বৈদূর্য মণির কথা আমরা সকলেই জানি। তবে এর অর্থ হলো সম্পদ। বেশ সুন্দর কিন্তু নাম হিসেবে।
১৭. বিপ্রজিত
এর অর্থ শক্তিকে জয় করেছে যে বা যে খুব শক্তিশালী। এই নাম কিন্তু আপনি বেছে নিতেই পারেন আপনার সন্তানের জন্য।
১৮. ব্যোমকেশ
আপনি যদি চান যে আপনার পুত্র সন্তান একই সাথে জ্ঞানী এবং বুদ্ধিমান হোক তাহলে ব্যোমকেশ নাম রেখে ফেলুন। তবে এর প্রকৃত অর্থ আকাশ।
১৯. বাণীব্রত
সুন্দর কথা বলাই যার ধর্ম সেই হলো বাণীব্রত। এমন সুন্দর নাম আপনি নিশ্চয়ই চাইবেন যে আপনার সন্তানেরই হোক।
২০. বিরূপাক্ষ
এই নাম যেমন সুন্দর তেমনই এর অর্থ। মহাদেব শিবের অপর নাম হলো বিরূপাক্ষ। আপনার সন্তানের জন্য এটি বেশ ভালো একটি নাম।
এই নামগুলি আশা করছি আপনাদের বেশ পছন্দ হবে। কারণ প্রত্যেকটি বেশ ইউনিক এবং বেশ অন্যরকম। নিশ্চয়ই আপনাদের পছন্দের নাম এর থেকে খুঁজে পেয়ে যাবেন। সুন্দর নাম রাখুন এবং সুন্দরভাবে বড় করে তুলুন আপনার সন্তানকে।
মন্তব্য করুন