অনেকের অফিসেই প্রায় রোজই শাড়ি পরে যেতে হয়।ভাবছেন, ধুর! রোজকার একঘেয়ে শাড়ি ব্লাউজে স্টাইলটাই ঠিকমত মেইনটেইন হয় না। মন খারাপের দরকার নেই। কারণ রোজকার এই একঘেয়ে শাড়িতেই করতে পারেন বাজিমাত। কিভাবে? কিচ্ছু না, করিয়ে রাখুন কিছু ট্রেন্ডি ব্লাউজ।একটা সুন্দর ব্লাউজ কিন্তু পুরো লুকটাই পাল্টে দিতে পারে। তাই আজ দিচ্ছি সের’মই কিছু স্টাইলিশ ব্লাউজের সন্ধান, যেগুলো ফর্মাল অথচ দারুণ স্টাইলিশ। রোজের অফিস লুকের জন্য দারুণ অপশন।
শার্ট কলার ব্লাউজ
শার্ট পরতে খুব ভালো লাগে? কিন্তু অফিসে শাড়ি পরে যেতেই হয়। তাহলে ব্লাউজকেই বানিয়ে নিন শার্টের মত করে। অর্থাৎ বানিয়ে নিন এর’ম শার্ট কলার ব্লাউজ। এটা যদিও কলামকারি প্রিন্ট। এরম যে কোনো প্রিন্ট বা একই রঙের কোন কাপড়ের এরম শার্ট কলার ব্লাউজ দারুন স্টাইলিশ। সামনেটা শার্টের কলারের মত আর সামনেই হুক আটকাবার জায়গা হবে। ট্রাই করুন। আপনার পুরো লুকটাই পাল্টে দেবে এর’ম একটা ব্লাউজ।
বোট নেক ব্লাউজ
একঘেয়ে চৌকো বা গোল গলার থেকে করে নিন এরম বোট নেক। গলাটা বোট নেক করে, এর’ম সামনে বোতাম দেওয়া করতে পারেন, বা পিছনে বোতাম। অথবা বোট নেক করে, আরও অন্যান্য ইচ্ছা মত ডিজাইন করে নিতেই পারেন। তবে গলাটা এরম বোট নেক রাখলে আরও বেশি স্টাইলিশ লাগে। রোজের অফিস লুক একদম পারফেক্ট।
পিঠে বোতাম দেওয়া ব্লাউজ
পিঠে বোতাম দেওয়া এখন নতুন ফ্যাশান ট্রেন্ড। এটা এখন খুব ফ্যাশানে ইন। আপনিও করিয়ে নিতেই পারেন। একঘেয়ে চৌকো বা গোল পিঠের থেকে, পিঠে বোতাম দেওয়া অনেক বেশি ট্রেন্ডি। তাছাড়া অনেকেই অফিসে বেশি পিঠ কাটা চান না। অথচ চান একটু স্টাইলিশ লুক। তাদের জন্য এটা একদম পারফেক্ট।
কলামকারি প্রিন্ট ব্লাউজ
কলামকারি প্রিন্ট এখন ভীষণভাবে ফ্যাশানে ইন। নানারকমের প্রিন্ট পেয়ে যাবেন। এর সুবিধা হল, এরম প্রিন্ট ব্লাউজের সঙ্গে যে কোনো শাড়ি পরা যায়। বিশেষত একরঙা যে কোনো শাড়ি এর সঙ্গে দারুণ যাবে। তাই আপনিও এর’ম দুটো কলামকারি প্রিন্ট ব্লাউজ রেডি রাখুন। খুবই সাধারণ ডিজাইন। কিন্তু দেখতে লাগে খুব গরজিয়াস।
রাউন্ড নেক ব্লাউজ
যারা কোনোরকম ডিজাইনের ঘনঘটায় যেতে চান না, তারা এর’ম গোল গলা করিয়ে নিন। এটা পলকা ডট প্রিন্ট। এরম যে কোনো প্রিন্টের ওপর গোল গলা করিয়ে নিতে পারেন। তবে এরম পলকা ডট প্রিন্টের ওপর রাউন্ড নেক কিন্তু বেশ ভালো লাগবে।
ব্যাক নেক ডিজাইন
অনেকেই পিঠে দড়ি বাঁধা ব্লাউজ বেশ পছন্দ করেন। তারা একঘেয়ে চৌকো পিঠের ওপর দড়ি বাঁধা না করে, এরম একটা ট্রেন্ডি ব্যাক ডিজাইন করতে পারেন। চাইলে দড়ি বাঁধা করতে পারেন, বা ওপরে দড়ির জায়গায় একটা বড় বোতাম দিয়ে দিতে পারেন। তাহলেও বেশ স্টাইলিশ লাগবে।
ভি-নেক
যারা একঘেয়ে গোল চৌকো পিঠ চাইছেন না, তারা এরম ভি-ডিজাইন দেখতেই পারেন। সামনেটাও ভি গলা করিয়ে নিতে পারেন। একদম অন্যরকম ডিজাইন। দারুণ লাগবে কিন্তু।
জ্যাকেট ব্লাউজ
অফিস পার্টি? তাহলে সেখানে তো যেমন তেমন সাজলে চলবে না। এমন ভাবে সাজতে হবে যাতে আপনাকে প্রেজেন্টবল অথচ গরজিয়াস লাগে। তাই পরে নিন এরম একটা জ্যাকেট স্টাইল ব্লাউজ। বেশি সাজতেই হবে না। শুধুমাত্র এই একটা ব্লাউজই আপনার পুরো লুকটাই পাল্টে দেবে।
তাহলে শাড়ির সঙ্গে একঘেয়ে ব্লাউজ না পরে, এরম ডিজাইন গুলো ট্রাই করুন। এরম ব্লাউজ দিয়ে শাড়ি পরলে, কে বলবে আপনি স্টাইল মেইনটেইন করতে জানেন না। বরং সব প্রশংসা থাকবে আপনারই ঝুলিতে।
মন্তব্য করুন