ডিজাইনার ব্লাউজ বানিয়ে পরতে যারা ভালোবাসেন তাদের জন্য আজ থাকছে ১০টি ডিজাইন। ব্লাউজের পিছনের দিকের কাটিং ঠিক কতটা সুন্দর হতে পারে দেখে নিন। পছন্দ হলেই মনের মত ব্লাউজ বানিয়ে নিন দর্জির থেকে। চলুন দেখে নেওয়া যাক ব্লাউজের স্পেশাল ব্যাক ডিজাইন।
১. রাউন্ড সেপ ব্লাউজ ব্যাক ডিজাইন
![রাউন্ড সেপ ব্লাউজ ব্যাক ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2018/03/blouse-back-9.jpg)
ফ্যাশানে আজকাল খুবই জনপ্রিয় এরকম পিঠ খোলা রাউন্ড সেপ ব্লাউজের ব্যাক ডিজাইন। যদি পছন্দ হয় একবার শাড়ির সাথে ট্রাই করে দেখতেই পারেন।
২. দড়ি ও হুক একসাথে ব্লাউজ ব্যাক ডিজাইন
![দড়ি ও হুক একসাথে ব্লাউজ ব্যাক ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2018/03/blouse-back-10.jpg)
দড়ি ও হুকের সুন্দর মেলবন্ধনে বানানো এই ব্যাক ডিজাইন।
৩. ঝুমকা স্টাইল দড়ি বাঁধা ব্যাক ডিজাইন
![ঝুমকা স্টাইল দড়ি বাঁধা ব্যাক ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2018/03/blouse-back-4.jpg)
ঝুমকো স্টাইল শুধু কানের দুলে নয়, এখন ব্লাউজেও ট্রাই করা যেতে পারে। হালফিলের ফ্যাশানে খুবই জনপ্রিয় এই ডিজাইন। বিশেষ করে বিয়ে বাড়ির শাড়ির সাজের সাথে দারুন মানানসই।
৪. কলার ব্লক ব্লাউজ ব্যাক ডিজাইন
![কলার ব্লক ব্লাউজ ব্যাক ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2018/03/blouse-back-5.jpg)
কলার দেওয়ার ব্লাউজ অনেকেই পছন্দ করেন, তবে এবার সামনে কলার দেওয়ার বদলে পিছনে কলার দিয়ে পরুন।
৫. ডবল লেয়ার ডিপ কাট ব্লাউজ ব্যাক
![ডবল লেয়ার ডিপ কাট ব্লাউজ ব্যাক](https://dusbus.com/wp-content/uploads/2018/03/blouse-back6.jpg)
৬. নেট স্টাইল হুক দেওয়া ব্যাক ডিজাইন
![নেট স্টাইল হুক দেওয়া ব্যাক ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2018/03/blouse-back-7.jpg)
৭. আঁচল স্টাইল ব্লাউজ ব্যাক ডিজাইন
![আঁচল স্টাইল ব্লাউজ ব্যাক ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2018/03/blouse-back-8.jpg)
ব্লাউজের আঁচল! ভেবে দেখেছেন কি কখনো? আর ভাবতে হবে না এরকম স্টাইলে একটা বানিয়ে নিয়ে বরং পরুন।
৮. ডিপ কাট ভি সেপ ব্যাক ডিজাইন
![ডিপ কাট ভি সেপ ব্যাক ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2018/03/blouse-back-1.jpg)
ডিপ কাট ভি সেপ ব্যাক ডিজাইন যেমন সুন্দর দেখায়, তেমনই বোল্ড লাগে শাড়ির সাথে। শাড়ির সাথে বোল্ড লুক চাইলে অবশ্যই ট্রাই করুন।
৯. ডবল স্টাইল দড়ি বাঁধা ব্যাক ডিজাইন
![ডবল স্টাইল দড়ি বাঁধা ব্যাক ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2018/03/blouse-back-2.jpg)
ডবল স্টাইল দড়ি বাঁধা ব্যাক ডিজাইন বিশেষ অনুষ্ঠানে শাড়ির সাথে পরার জন্য পারফেক্ট।
১০. ওভাল সেপ ব্লাউজ ব্যাক ডিজাইন
![ওভাল সেপ ব্লাউজ ব্যাক ডিজাইন](https://dusbus.com/wp-content/uploads/2018/03/blouse-back-3.jpg)
লাল, নীল, কমলা বা উজ্জ্বল যেকোনো সিল্কের ব্লাউজ বানাতে দিলে এই ডিজাইনটি দেখতে পারেন।
মন্তব্য করুন