স্টাইলিশ ডিজাইনের নতুন ব্লাউজ যদি বানাতে চান তাহলে দেখে নিন নীচে দেওয়া ১০টি ব্লাউজ ডিজাইন। নানা ধরণের স্টাইলের ব্লাউজ রয়েছে আজ। যা শাড়ি, লেহেঙ্গা, ঘাগরার সাথে পরা যাবে স্টাইল করে। বেছে নিন মনের মত ডিজাইন আর কাপড় নিয়ে চলে যান দর্জির কাছে। বানিয়ে নিন নিজের পছন্দের ডিজাইন।
১. সলিড রঙে জরির জমকালো ডিজাইন
যেকোনো এককালারের সিল্কের কাপড় দিয়ে এই সুন্দর ও স্মার্ট ডিজাইনের ব্লাউজ বানানো যেতে পারে অনায়াসে। জরির জমকালো কাজ এর মূল আকর্ষণ।
২. ভেলভেট কাপড়ের ডিজাইনার ব্লাউজ
ভেলভেট কাপড়ের উপর সুন্দর নক্সার এই ব্লাউজ আপনিও বানাতে পারেন পছন্দ হলে দর্জিকে দিয়ে।
৩. সিল্কের কাপড়ে কোল্ড সোলডার ডিজাইন
সিল্ক কাপড়ের তৈরি কোল্ড সোলডার ডিজাইনের ব্লাউজ যেকোনো বিশেষ অনুষ্ঠানে শাড়ির সাথে পরার জন্য পারফেক্ট।
৪. মাল্টিকালার ব্লাউজ ডিজাইন
মাল্টিকালার কাপড় দিয়ে এরকম একটা ব্লাউজ আপনিও বানিয়ে নিন। সবরকমের শাড়ির সাথে পরতে পারবেন।
৫. রকিং রেড ব্লাউজ ডিজাইন
পার্টিতে নিজেকে সবার চেয়ে আলাদা লুক দিতে বানিয়ে নিন এরকম একটা লাল রঙের রকিং স্টাইলের ব্লাউজ। সবার নজর আপনার দিকেই থাকবে।
৬. ডিপকাট স্লিম হাতা ব্লাউজ ডিজাইন
বিয়েবাড়ির সিজেনে এরকম একটা স্টাইলিশ ব্লাউজ কিন্তু সবার থেকে আপনাকে উইনিক দেখাবে।
7. বক্স গলা ডিজাইনার ব্যাক ব্লাউজ
ট্রাডিশানাল স্টাইলের এরকম বক্স গলার ব্লাউজ একটা নিজের কালেকশানে থাকা ভালো।
8. বোটনেক স্লিভলেস ব্লাউজ
সিম্পল ও ক্লাসি লুক পেতে যেকোনো শাড়ির সাথে পরতে পারা যাবে এই ডিজাইনের ব্লাউজ।
9. গলাবন্ধ স্টাইলিশ ব্লাউজ ডিজাইন
স্মার্ট লুক পেতে এরকম ব্লাউজ শাড়ির সাথে দারুন মানায়।
10. হাওয়া হাওয়াই স্টাইল ব্লাউজ (কোল্ড সোলডার)
হাওয়া হাওয়াই স্টাইল ব্লাউজ ডিজাইন পছন্দ হলে একটা বানিয়ে নিন। এই গরমে পরে আরাম ও পাবেন আর স্টাইলে তো কোন কথাই হবে না বস!
মন্তব্য করুন