আপনার চোখ এত সুন্দর। এর জন্য কত প্রশংসাই না শুনেছেন আপনি! কিন্তু আপনি যখন আপনার চোখকে সুন্দর করে সাজাতে যান, তখনই আপনার সব সাজ ভেস্তে যায় চোখের তলার ওই কালি নজরে এলে। এমনও নয় যে আপনি এর জন্য কিছুই করেননি। কত কিছুই তো ব্যবহার করলেন। কিন্তু কোনও লাভ তো হল না। আসলে লাভ হত, যদি আপনি সত্যিই সবচেয়ে উপকারী প্রোডাক্টগুলি ব্যবহার করতেন।
আমরা মানি বাজারে এত প্রোডাক্টের মধ্যে আপনার পক্ষে ঠিক করা খুব কঠিন যে কোন ক্রিম আপনার জন্য ভাল, আর কোনটা নয়। তাই আজ আমরা এনেছি এমন ছটা ক্রিমের সন্ধান, যা আপনার চোখের তলার কালি দূর করতে সবচেয়ে সেরা কাজ দেবে।
১. বায়টিক বায়ো সিউইড রিভাইটালাইজিং অ্যান্টি ফেটিগ আই জেল
বায়টিক বায়ো একটি সুপরিচিত নাম বিউটি প্রোডাক্টের জগতে। এর এই আই জেলটি চোখের নিচের ফোলা ভাব যেমন কমায়, তেমনই কালো দাগ দূর করে। এতে সামুদ্রিক উপকারী উদ্ভিজ্জের নির্যাস, আমন্ড, হিমালয়ান ওয়াটার, মধু এই সমস্ত উপকারী উপাদান রয়েছে। তাই এই ক্রিম মিনারেল, প্রোটিন, ভিটামিনে সমৃদ্ধ। এটি যেমন কালো দাগ কমায়, তেমনই হতেও দেয় না। তাছাড়া এই ক্রিম অনেক দিন চলে যায়। তাই সাশ্রয়ীও বটে।
২. হিমালয়া হারবালস আন্ডার আই ক্রিম
হিমালয়া হল সেই কোম্পানিগুলির মধ্যে অন্যতম যাদের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। এই ক্রিম পিগমেন্টেশন, কালো দাগ দুইই দূর করে। পাশাপাশি চোখের চারপাশটা খুব সুন্দর, নরম ও উজ্জ্বল করে তোলে। এই প্রোডাক্টের পক্ষ থেকে দাবি করা হয় যে এক মাসের মধ্যেই কালো দাগ ৮০% কমে যাবে। সঙ্গে বলিরেখা কমে যাওয়ারও নিশ্চিত গ্যারান্টি দেয় এই ক্রিম।
৩. লরিয়াল প্যারিস হোয়াইট পারফেক্ট ম্যাজিক হোয়াইট আই ক্রিম
লরিয়াল প্যারিস সম্বন্ধে নতুন করে আর বলার কি আছে। আপনারা এই ব্র্যান্ডের অনেক কিছুই ব্যবহার করেন। এবার এই ম্যাজিক হোয়াইট আই ক্রিম ব্যবহার করুন আর ম্যাজিকের মতোই উপকার পান। এটি ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে আর চোখের নিচের কালো দাগ দূর করে। প্রথম বার ব্যবহার করা থেকেই আপনি পার্থক্য বুঝতে পারবেন। এটি চোখের নিচে মেলানিন তৈরি হতে দেয় না। তাই কালো দাগ হওয়া বা বলিরেখা, কোনও প্রশ্নই ওঠে না।
৪. লোটাস হারবালস নিউট্রাআই রিজুভিনেটিং অ্যান্ড কারেক্টিং আই জেল
লোটাসও একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্র্যান্ড যার প্রোডাক্ট বেশ ভাল। লোটাসের এই আই জেলে চোখের নিচের অংশকে ভিতর থেকে পুষ্টি দেওয়ার উপাদান রয়েছে। তাই এই জেল চোখের নিচের কালো দাগ যেমন দূর করে, তেমনই বলিরেখা, ফাইন লাইন্স হওয়াও আটকায়। অর্থাৎ আপনার চোখের নিচের অংশের সার্বিক স্বাস্থ্য ভাল রাখে।
৫. ভিএলসিসি স্কিন ডিফেন্স আমন্ড আন্ডার আই ক্রিম
এটিকে বলা যায় আপনার চোখের সার্বিক সৌন্দর্য রক্ষার চাবিকাঠি। এতে আছে ক্যামোমাইল, অলিভ অয়েল, ভিটামিন ই। আর সবচেয়ে বড় কথা আমন্ডের উপস্থিতি। তার মানে বুঝতেই পারছেন যে এটি কতটা উপকারী। এটি চোখের চারপাশের অংশকে ময়েশ্চারাইজ করে। তাই চোখের নিচের ফোলা ভাব কমে আর কালো দাগও দূর হয়।
৬. খাদি ন্যাচরাল আন্ডার আই জেল
এই জেল চোখের নিচের কালো দাগ সময় নিয়ে ভিতর থেকে ধীরে ধীরে দূর করে। এটা ত্বকে খুব তাড়াতাড়ি মিশে যায়। আর এই ক্রিমে একটা সুন্দর ঠাণ্ডা ভাব আছে যা খুবই আরাম দেয়। অনেকটা পরিমাণে দেওয়া থাকে এই ক্রিম। তাই অনেক দিন চালানোও যায়। আর এটি সম্পূর্ণ ভাবে প্রাকৃতিক। তাই আপনি এটি ব্যবহার করে দেখতেই পারেন।
Face Packs For Oily Skin: তৈলাক্ত ত্বকের জন্য উপকারী চারটি ফেসপ্যাক
Fruit Juices For Glowing Skin: কোন কোন ফলের রস খেলে ত্বক ভালো থাকবে
মন্তব্য করুন