যাদের চুল অয়েলি, একমাত্র তারাই বোঝে এই চুল সামলানোর জ্বালা কি। তেল না দিলেও মনে হয় মাথাভর্তি তেল চুপচুপ করছে। আর বাইরের ধুলাবালির কথা নাই-বা বললাম। ওগুলো তেল চিটচিটে চুলে আটকে চুলের বারোটা বাজিয়ে ছাড়ে। তৈলাক্ত চুলের জন্য সঠিক পরিচর্যার পাশাপাশি চাই সঠিক শ্যাম্পু।
অনেকসময় আমরা বুঝতে পারিনা অয়েলি চুলের জন্য আসলে কোন শ্যাম্পুটা ভাল। ভুলভাল শ্যাম্পু ব্যবহারের ফলে উল্টো চুল ভেঙে যায়, ঝরে যায়। তাই চুলের ধরণ অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করা উচিত। আজকের আয়োজনে থাকছে কোন কোন শ্যাম্পু অয়েলি চুলের জন্য ভালো এবং কেন ব্যবহার করবেন সেগুলো। তবে তার আগে চলুন জেনে নেই তৈলাক্ত চুলের শ্যাম্পু নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা।
অয়েলি চুলের শ্যাম্পুর ব্যাপারে কিছু জিনিস মাথায় রাখবেনঃ
- দেখতে স্বচ্ছ – এরকম প্লেইন শ্যাম্পুই তৈলাক্ত চুলের জন্য একদম পারফেক্ট৷ কাজেই শ্যাম্পু কেনার সময় প্লেইন শ্যাম্পু দেখে কিনবেন। ঘন ক্রিমের মতো বা ডিটারজেন্ট সমৃদ্ধ শ্যাম্পু তৈলাক্ত চুলের জন্য একদমই ভালো না।
- অনেক শ্যাম্পুতে ময়েশ্চারাইজিং তেল থাকে। আপনার তেলতেলে চুলের জন্য তেলবিহীন শ্যাম্পু ব্যবহার করবেন, এতে বেশ ভালো ফল পাবেন। ড্রাই শ্যাম্পুও হতে পারে তৈলাক্ত চুলের জন্য আরেকটি ভালো অপশন।
- যদি শ্যাম্পুর সাথে সামান্য বেকিং পাউডার মিশিয়ে নেন, তাহলে সেটা মাথার ত্বকের অতিরিক্ত তেল, বাইরের ধুলাবালি ইত্যাদি খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলবে।
- অয়েলি চুলে অবশ্যই সপ্তাহে তিনদিন শ্যাম্পু করবেন। তিন বা চারদিনের কম হলে অয়েলি চুলের পরিচর্যা ঠিকমতো হবে না। আবার ঘন ঘন শ্যাম্পু করলে চুলের স্বাভাবিক তেলের মাত্রা কমে চুল রুক্ষ হবে, মাথার ত্বক শুষ্ক হয়ে চুলকাবে বেশি। তাই সপ্তাহে তিনদিনের বেশি শ্যাম্পু করবেন না।
- জিঙ্ক তৈলাক্ত চুলের জন্য দরকারী একটি উপাদান৷ কাজেই জিঙ্কসমৃদ্ধ বা জিঙ্কগোত্রীয় উপাদান আছে এমন শ্যাম্পু কিনুন।
- চুলে শ্যাম্পু লাগানোর আগে স্বাভাবিক তাপমাত্রার ঠান্ডা পানিতে চুল ভালো করে ভিজিয়ে নিবেন। শ্যাম্পু করে চুলটা প্রথমে কুসুম গরম পানিতে ধুয়ে নিবেন। তারপর কন্ডিশনার নিয়ম মেনে চুলে লাগাবেন। সবশেষে আবার স্বাভাবিক ঠান্ডা পানিতে চুল ধুয়ে ফেলবেন। এভাবে চুল ধুলে শ্যাম্পু খুব তাড়াতাড়ি কাজ করে।
- অতিরিক্ত স্ট্রেস, দূষণ, শরীরে পুষ্টির অভাব, জন্মগত ইত্যাদি অনেক কারণে চুল তেল চিটচিটে হয়ে যায়। কাজেই সুস্থ সুন্দর স্ট্রেসবিহীন জীবনযাপন চুলে তেলের ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করবে।
এখন আমরা জানব অয়েলি চুলের জন্য স্পেশাল ১০টি শ্যাম্পু সম্পর্কেঃ
১. ল’রিয়েল প্যারিস এক্সট্রাঅর্ডিনারি ক্লে শ্যাম্পুঃ
ক্লে বা মাটি দিয়ে তৈলাক্ত মুখের ত্বক যেমন সুন্দর রাখা সম্ভব, তেমনি তৈলাক্ত স্ক্যাল্প ও চুল ঠিক রাখা সম্ভব। ল’রিয়েলের এই ক্লে শ্যাম্পু বিশেষভাবে বানানো হয়েছে অয়েলি চুলের জন্য। এই শ্যাম্পু চুলের গোড়ার তেল শুষে চুলকে রাখে ঝরঝরে এবং হাইড্রেটেড। উত্তম ফলাফলের জন্য ল’রিয়েলের কন্ডিশনারই ব্যবহার করতে হবে।
২. বায়োটিক বায়ো ওয়ালনাট হেয়ার শ্যাম্পুঃ
সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে ভরপুর একটি শ্যাম্পু। নিয়মিত ব্যবহারে স্ক্যাল্প থাকবে তেলমুক্ত, অতিরিক্ত তেল কমে চুল থাকবে ফুরফুরে এবং স্বাস্থ্যোজ্জ্বল। এতে আছে আখরোট, রিঠা, আমলকি, ভৃঙ্গ সহ তৈলাক্ত চুলের জন্য উপকারী আরো অনেক উপাদান। তবে সাবধান, ন্যাচারাল এই শ্যাম্পু ব্যবহারের আগে অবশ্যই প্যাকেটের গায়ে নির্দেশিকা পড়ে নিবেন।
৩. বায়োটিক বায়ো গ্রিন অ্যাপেল হেয়ার শ্যাম্পুঃ
আপনার স্ক্যাল্প যদি অতিরিক্ত তৈলাক্ত হয়, তাহলে এই শ্যাম্পুটি আপনার জন্য। এতে আছে সবুজ আপেল এবং সামুদ্রিক শ্যাওলার নির্যাস, যা অতিরিক্ত তেল হটিয়ে স্ক্যাল্প ও চুল দুটোকেই হালকা রাখে। নিয়মিত ব্যবহারে চুলের ক্ষতি তো হবেই না, বরং অন্যান্য শ্যাম্পুর চাইতে কার্যকরী ফল পাবেন। তবে আপনার যদি অতিরিক্ত চুল পড়ার সমস্যা থাকে তাহলে এটা ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৪. খাদি ন্যাচারাল হানি অ্যান্ড লেমন জুস হেয়ার শ্যাম্পুঃ
মধু, আমলকি, লেবু, শিকাকাইসহ বিভিন্ন উপাদানে তৈরি আয়ুর্বেদিক শ্যাম্পুকে বেছে নিতে পারেন অয়েলি চুলকে সামলানোর জন্য। খুশির খবর হচ্ছে, এই শ্যাম্পু আপনি শুষ্ক, রুক্ষ, পাতলা, তৈলাক্ত সকল ধরণের চুলেই ব্যবহার করতে পারবেন। তবে এর গন্ধটা একটু কড়া ঠেকতে পারে। যারা হালকা গন্ধের শ্যাম্পু চান তারা এটা ব্যবহার না করলেই ভালো।
৫. নিউট্রিজেনা অ্যান্টি-রেসিডিউ শ্যাম্পুঃ
এই শ্যাম্পুর একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এর হালকা রিফ্রেশিং সুবাস। জাম্বুরার নির্যাস সমৃদ্ধ এই শ্যাম্পুর মাইল্ড এক্সফোলিয়েটিং অ্যাকশন তেল চিটচিটে ভাব কমানোর পাশাপাশি খুশকি দূর করে৷ আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এই শ্যাম্পুতে প্যারাবেন নেই৷ অনেক সময় ডার্মাটোলজিস্টরা এই শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
৬. সানসিল্ক শ্যাম্পু হিজাব রিচার্জঃ
সানসিল্কের এই শ্যাম্পুটি বিশেষভাবে বানানো হয়েছে তাদের জন্য যারা সারাদিন হিজাব পড়েন। সবসময় মাথা ঢেকে রাখলে চুলে গন্ধ হয়, স্ক্যাল্প ঘেমে চটচটে হয়ে যায়, ময়লা জমে যায়। কিন্তু আপনি হিজাব পরিধানকারী না হলেও এই শ্যাম্পুটি অয়েলি স্ক্যাল্পের জন্য ব্যবহার করতে পারবেন। এতে যদিও অ্যারোমেটিক অয়েল আছে, তবুও এটা তেলতেলে চুলকে ৪৮ ঘন্টা পর্যন্ত রিফ্রেশড রাখবে। ফিগ ও মিন্টের জাদুতে আপনার স্ক্যাল্প ও চুল থাকবে তেল ও দূষণমুক্ত।
৭. কায়া ক্লিনিক হেয়ার নারিশিং শ্যাম্পুঃ
এই কায়া শ্যাম্পুটি তৈলাক্ত চুলের পাশাপাশি উসকোখুসকো চুলের জন্যও ব্যবহার করতে পারবেন। আমন্ড তেল আর হিবিস্কাসের নির্যাস স্ক্যাল্পের গভীর থেকে ময়লা পরিষ্কার করে, বাড়তি তেল শুষে নেয়, চুল ভেঙে যাওয়া আটকায়। এমনকি চুল ধোয়ার পরেও আপনি পাবেন সিল্কি, মোলায়েম, এবং ঝরঝরে চুল।
৮. ওয়াও অ্যাপেল সিডার ভিনেগার হেয়ার শ্যাম্পুঃ
প্যারাবেন ও সালফেটমুক্ত এই অ্যাপেল সিডার ভিনেগার শ্যাম্পু চুলের অতিরিক্ত তেল কমায়, স্বাভাবিক তেলের ব্যালেন্স ঠিক রাখে, গভীর থেকে ময়লা পরিষ্কার করে, চুলের গোড়া শক্ত করে, পিএইচ লেভেল ঠিক রাখে৷ এই শ্যাম্পুটিও অস্বাভাবিক চুল পড়ার সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য উপযোগী না।
৯. টি ট্রি স্পেশাল শ্যাম্পুঃ
নাম থেকেই নিশ্চয়ই অনুমান করতে পারছেন, এই শ্যাম্পু সব ধরণের চুলের জন্য বেস্ট। এই শ্যাম্পুতে আছে টি ট্রি অয়েল, গোলমরিচ, এবং ল্যাভেন্ডারের নির্যাস। প্যারাবেনমুক্ত এই শ্যাম্পু একদিকে যেমন চুলের বাড়তি তেল নিয়ন্ত্রণ করে, আরেকদিকে সুন্দর ও সতেজ গন্ধ এনে দেয় চুলে। একটাই সমস্যা যেটা আছে সেটা হল আপনার শ্যাম্পুর বাজেট ফেল হতে পারে এটা কিনতে গেলে।
১০. গার্নিয়ের ফ্রুকটিস পিওর ক্লিন শ্যাম্পুঃ
সিলিকন, প্যারাবেন, এবং ক্ষতিকারক রংমুক্ত গার্নিয়েরের এই শ্যাম্পুটি বেছে নিতে পারেন অয়েলি চুলকে ২৪ ঘন্টা সতেজ রাখার জন্য। এর সাইট্রাস প্রোটিন, ভিটামিন বি৩ এবং ভিটামিন বি৬, ফলের নির্যাস স্ক্যাল্প থেকে অতিরিক্ত তেল শুষে নেয়। এছাড়াও এটি চুলে লেগে থাকা সমস্ত আবর্জনা সুন্দরভাবে পরিষ্কার করে এবং চুলের ন্যাচারাল ভলিউম ঠিক রাখে।
মন্তব্য করুন