বিশ্বখ্যাত ভোজন প্রিয় বাঙালির কাজ থেকে সাজ, সবেতেই রয়েছে ট্রাডিশানের ছোঁয়া। আজ আমরা সাজের ক্ষেত্রে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টায় হাজির হয়েছি, ট্রাডিশানাল ব্লাউজের নতুন রূপ নিয়ে। এই ডিজাইন গুলো পুরনো দিনের ফ্যাশানকে পুরোপুরি বাদ না দিয়ে, বানানো যেতে পারে। যাতে আভিজাত্য ও আধুনিকতা দুই বজায় থাকবে।
১. কুঁচি দেওয়া হাতা ও গলার ব্লাউজ ডিজাইন

ভালো করে এই ডিজাইনটি যদি লক্ষ্য করেন, তাহলে পুরনো দিনের নায়িকাদের ব্লাউজের ডিজাইনের আদল নতুন স্টাইলে দেখতে পারবেন।
২. দুর্গা প্রিন্ট ব্লাউজ ডিজাইন

মা দুর্গার মুখ আঁকা এই সুন্দর ব্লাউজটি শুধু পুজো না, যেকোনো অকেসানে আপনার ট্রাডিশানাল লুককে বজায় রাখবে ষোলআনা।
৩. ফুলের হাতা গলা বন্ধ ব্লাউজ ডিজাইন

সিল্কের শাড়ির সাথে এই ডিজাইন কিন্তু দারুন সুন্দর ও স্টাইলিশ লুক এনে দেবে।
৪. বেলুন হাতা ক্রপ টপ স্টাইল ব্লাউজ ডিজাইন

নতুন বউয়ের সাজে প্রথম প্রথম যে ঘরণীর আভা ফুটে ওঠে, তা এতে সম্পূর্ণ দেখা যাচ্ছে। এই সাজে কিন্তু আপনাকেও খুব সুন্দর মানাবে।
৫. ভি কাট বেলুন হাতা ব্লাউজ ডিজাইন

ট্রাডিশানাল লুকের সাথে সাথে বোল্ড লুকে নিজেকে যারা সাজাতে পছন্দ করেন তারা এই ডিজাইন ট্রাই করতে পারেন অবশ্যই।
৬. সাইড কাট গোল গলা ব্লাউজ ডিজাইন

কবিতা, নারী আর শাড়ি তিনের মেলবন্ধন রয়েছে এই সাজে। ভালো লাগলে আপনিও এই সাজে একটা সুন্দর ছবি উঠিয়ে নিতে পারেন।
৭. ইউ কাট বৌভাত স্পেশাল ব্লাউজ ডিজাইন

বৌভাতের সাজে ট্রাডিশানাল বাঙালি বৌয়ের মত না দেখালে কি মানায়। তাই এই ডিজাইন হোক বউমা স্পেশাল।
৮. ইক্কত প্রিন্ট বোতাম হাতা ব্লাউজ ডিজাইন

ইক্কতের সাথে বাঙালি ট্রাডিশানাল লুকে নিজেকে সাজাতে চাইলে এটি হবে সেরা চয়েস।
৯. কুঁচি দেওয়া হাফ হাতা বেলুন ব্লাউজ ডিজাইন

বাড়ির পুজো বা মন্দিরে যাওয়ার সময় নিজেকে ট্রাডিশানাল লুকে দেখতে চাইলে এই ডিজাইন সবচেয়ে সিম্পল ও সুন্দর।
১০. সিম্পল ডিপ কাট ট্রাডিশানাল ব্লাউজ ডিজাইন

সব সময় যারা শাড়ি পরেন তাদের জন্য সিম্পল লুকের ট্রাডিশানাল ব্লাউজ যদি পছন্দ করতে বলেন, তাহলে এটা কিন্তু মন্দ নয়।
মন্তব্য করুন