বছরের শুরুতেই আপনাদের জন্য হাজির হলাম নতুন নতুন ডিজাইনের শাঁখা ও পলার চোখ জুড়ানো কয়েকটি কালেকশান নিয়ে। আপনাদের অনুরোধ কি আর না রেখে পারা যায়। তাই যারা নতুন নতুন ইউনিক কালেকশান দেখার জন্য অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার পালা শেষ।
এখানে শুধুমাত্র দশটি নানা স্টাইলের ও ডিজাইনের শাঁখা পলার ছবি রয়েছে। যা পছন্দ মত সোনার দোকানে গিয়ে আপনাদের বানিয়ে নিতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কালেকশান।
১. পলা দিয়ে বানানো পাথর স্টাইলের হাত পলা

পলা ও সোনার কাজ করা সুন্দর এই সেটটি যে একেবারে ইউনিক দেখতে তা কিন্তু মানতেই হবে! পাথরের স্টাইলে স্টোন ওয়ার্ক করা পলা ডিজাইন। যা সচরাচর দেখা যায় না। দুহাতে এই সুন্দর সেটটি থাকলে আলাদা করে কোন অলঙ্কারের প্রয়োজন হবে বলে মনে হয় না।
২. গোলাপ ফুলের নক্সা করা শাঁখা

শাঁখা কেটে কেটে সুন্দর গোলাপের নক্সা করা এই ডিজাইনটি দেখতে ব্রেসলেট বলে মনে হলেও আদতে এটি ব্রেসলেট নয়। ইউনিক একটি শাঁখা ডিজাইন। যা আপনার স্টাইল ও শাঁখা পরার রিচুয়াল দুই বজায় রাখবে।
৩. পিওর সোনার পলা

রয়াল লুক সমৃদ্ধ একটি পিওর গোল্ড পলা সেট। যা দেখতে অসাধারণ সুন্দর। পুরো পলা সেটটিতে সোনা ও পলার সুন্দর মেলবন্ধন রয়েছে।
৪. সোনার সিংহের মুখ স্টাইলের শাঁখা

একেবারে সিম্পল হয়েও ইউনিক যে হওয়া যায় তা এই ডিজাইনটি দেখে বোঝা যাচ্ছে। সোনার সিংহের নক্সা করা শাঁখা। তেজ ও সাহসের প্রতীক যে নারী তা কিন্তু এতে ধরা দিচ্ছে।
৫. চূড়া স্টাইল শাঁখা পলা ডিজাইন

আজকাল কার জাঁকজমকপূর্ণ বিয়েতে নতুন বউদের সাজে যোগ হয়েছে চূড়া। তা এবার যদি সেটা শাঁখা পলার কম্ব হয় তাহলে কেমন হবে! দেখে নিন এই চূড়া স্টাইলের শাঁখা পলা সেটটি। তবে এটি সব সময় পরার জন্য পারফেক্ট না। নতুন বউয়ের জন্য পারফেক্ট।
৬. রূপোর কাজ করা শাঁখা

সোনার কাজ করা শাঁখা তো সেই আদিযুগ থেকে দেখে আসছি আমরা। তবে এবার নতুন বছরে নতুন সংযোজন হচ্ছে রূপোর কাজ করা শাঁখা। এটি কিন্তু দেখতেও স্টাইলিশ আর বানালে সোনার চেয়েও কম দামে বানিয়ে নেওয়া যাবে।
৭. সিদ্ধিদাতা গণেশের মুখ শাঁখা

সম্পূর্ণ সোনা দিয়ে বানানো কিন্তু গণেশের মুখটি শাঁখা দিয়ে বানানো। এরকম আর কোথাও দেখেননি তো আগে!
৮. রূপোর কাজ করা ট্রান্সপারেন্ট শাঁখা

শাঁখা কিন্তু ট্রান্সপারেন্ট! অবাক হলেন? তা হওয়ারই কথা। রূপোর কাজ করা শাঁখার এটি আরেকটি ডিজাইন।
৯. ব্ল্যাক প্যান্থার পলা ডিজাইন

লাল, মেরুন নয় কালো বা ব্ল্যাক তাও প্যান্থার স্টাইলের ডিজাইন করা পলার সেট।
১০. গোল্ড ও মাল্টিকালার নক্সা করা শাঁখা ডিজাইন

সোনা ও নানা রঙের সংমিশ্রণে বানানো ময়ূরের নক্সা করা ইউনিক শাঁখা সেট। পছন্দ হলে সোনার দোকানে গিয়ে আজই বানাতে দিয়ে দিন সোনার দাম আরও বেড়ে যাওয়ার আগে।
খুব সুন্দর