বাঙালীর ইতিহাসে আরেকবার বিশ্বের সবচেয়ে সম্মানীয় পুরষ্কার নোবেল প্রাইজ যুক্ত হতে চলেছে। এবারে অর্থনীতিতে নোবেল প্রাইজ পেতে চলেছেন অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ওনার আগে,ওনারই গুরু অমর্ত্য সেন, এই পুরষ্কার জয় করেছিলেন ১৯৯৮ সালে।
একুশ বছর পর অমর্ত্য সেনের ছাত্র অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আরেকবার ইতিহাসে বাঙালীর নোবেল জয়ের কাহিনী স্বর্ণাক্ষরে লিখতে চলেছেন।

অর্থনীতিতে নোবেল জয় আরেকবার বাঙালী
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর শিক্ষাজীবনের বেশির ভাগ সময় কলকাতাতেই অতিবাহিত করেছেন। ১৯৮১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি স্নাতক হন। স্নাতকোত্তর পাশ করেন ১৯৮৩ সালে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন ১৯৮৮ সালে। আপাতত তিনি আমেরিকার নাগরিক।
সারা দুনিয়া জুড়ে যে দারিদ্র্য গ্রাস করে চলেছে মানুষকে তা দূরীকরণ নিয়ে তিনি কাজ করছিলেন। আর এই কাজের স্বীকৃতি স্বরূপ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও তাঁর দুই সহকর্মী এস্থার ডাফলো, মাইকেল ক্রেমার সন্মানিত হতে চলেছেন নোবেল প্রাইজ পুরষ্কারের দ্বারা। এস্থার ডাফলো অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিণী।
বাহ সুন্দর লিখেছিস, লিখতে থাক ।
Thank You Sridiptada