||ওঁ নমঃ শিবায়||
শ্রাবণ মাস চলছে। মহাদেবের প্রিয় মাস। আমারও খুব প্রিয় মাস। কারন আমার জন্ম শ্রাবণ মাসেই হয়েছিল। আপনার ঘর আলো করে কি এই মাসে নতুন সদস্য আসতে চলেছে? তাহলে আগাম শুভেচ্ছা রইলো আন্তরিক ভাবে।
মহাদেবের প্রিয় মাসে যদি আপনার পুত্র হয়, তাহলে তার নাম শিবের নামের সাথে মিলিয়ে রাখলে কেমন হয়? মহাদেবের হাজার হাজার নাম রয়েছে। প্রতিটি নামের একটি সুন্দর অর্থ আছে। মহাদেবের অসংখ্য নামের মধ্যে থেকে অনুপ্রাণিত হয়ে কয়েকটি নাম আপনার পুত্রের জন্য সাজেস্ট করছি। আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে কয়েকটা নাম এক না রেখে, হালকা চেঞ্জ করলাম। দেখুন আপনাদের পছন্দ হয় কিনা।
ওমকার ( Omkar): পবিত্র ‘ওঁ’ শব্দ শিবের সাথে সব সময় জুড়ে তাকে সম্বর্ধনা জানানো হয়। পবিত্র, সততার প্রতীক হতে পারে আপনার ছোট্ট ‘ওমকার’ বড় হয়ে।
অনঘ ( Anagh): মহাদেব শিবের ছোট ও মিষ্টি একটি নাম। যার অর্থ হল- ‘ যার মধ্যে কোন রকমের ত্রুটি বা ভুল নেই।’
ত্রিভিক (Trivik): মূল নাম হল- ‘ত্রিভিকারাময়’। অর্থাৎ ‘ যে তিন পা ফেলে সমগ্র বিশ্বের দূরত্ব সম্পূর্ণ করতে সক্ষম’।
প্রত্যয় (Pratyay): অর্থাৎ,’ঈশ্বরের প্রতি যে বিশ্বাস রাখে।’
তারভ (Tarav): ‘সবার সব ইচ্ছে পূরণ করে থাকে যে’। আপনার প্রিয় পুত্র আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে, সবসময় আপনাকে সুখী রাখবে।
আদিনাথ (Adinath): মহাদেবের আরেক নাম আদিনাথ। যা বিষ্ণুরও আরেক নাম। দুই ভগবানের কৃপা আপনার সন্তানের সাথে সারাজীবন থাকবে।
অভর (Avar): শিবের ‘অভরায়’ নাম থেকে অনুপ্রাণিত নতুন নাম অভর। যার মানে শুনলে চমকে উঠবেন- ‘সবার আদরের যে’। আপনার পুত্র সবার আদরের হয়ে উঠুক এই কামনা আমরা করি।
জিতনাথ (Jeetnath): ভগবান শিবের আরেকটি নাম জিতনাথ। জিত নাম খুব কমন। কিন্তু জিতনাথ আনকমন। শিবের নামে নাম রাখতে চাইলে এই সুন্দর নামটি আপনার পুত্রের জন্য রাখতে পারেন।
আরোহন (Aarohan): শিবের’আরোহনায়’ নামকে ছোট করে’আরোহন’ নাম রাখতে পারেন। যার মানে ‘অস্তিত্বের সর্বোচ্চ অবস্থান’।
অভয়ঙ্কর ( Abhayankar): শিবের আরেক নাম ‘অভয়ঙ্কর’। যার মানে ‘ভয়কে সরিয়ে দেয় যে’।
মন্তব্য করুন