বাড়িতে আসছে নতুন সদস্য? তাহলে তো তার একটা সুন্দর নাম বাড়িতে সবাই ভাবতে শুরু করেছে। নাম হতে হবে সুন্দর অথচ ইউনিক। আবার থাকতে হবে একটা অর্থ।
বিশেষ করে বাবা মার তো এই নিয়ে ভাবনার অন্ত থাকে না নিজের ছোট্ট সোনার জন্য কোন নামটা একদম পারফেক্ট হবে। তাই আজ নিয়ে এলাম আপনার ছোট্ট সোনার জন্য কিছু ইউনিক নাম।
বহ্নিশা
ছোট্ট নাম সুন্দর নাম যার মানে আগুন। আগুন হল হিন্দুদের কাছে পবিত্রতা, সেই সঙ্গে শক্তির চিহ্ন। আপনার ছোট্ট সোনাও যাতে আগুনের মত শক্তিশালী হয়ে উঠতে পারে, সেইজন্য তার নাম রাখতেই পারেন বহ্নিশা।
বৈরভি
একদম ইউনিক একদম আনকমন। এটি মা দুর্গার আরেক নাম। আর এটি মা কালীর একটি রূপকেও বোঝায়। আপনার ছোট্ট মামনি মা কালী ও দুর্গার অংশও বটে। তাই তার জন্য এই নামটা বেশ ভালোই লাগবে কিন্তু।
বরখা
বরখা নামের অর্থ হল বৃষ্টি। যদি বর্ষা ঋতুতে আসে আপনার ছোট্ট সোনা তাহলে একঘেয়ে বৃষ্টি, বর্ষা নাম না রেখে বরখা রাখতে পারেন। এটা বেশ ইউনিক।
ভুবনা
আপনার ছোট্ট সোনাই আপনার পৃথিবী, আপনার সবকিছু। তাকে নিয়েই আপনার চিন্তার জগৎ। সেটা বোঝাতেই তার নাম রাখতে পারেন ভুবনা, যার অর্থ পৃথিবী।
ব্রিথি
ব্রিথি নামের অর্থ হল শক্তিশালী, মানে এখানে মনের শক্তির কথা বলা হয়েছে। অর্থাৎ মানসিক ভাবে আপনার কন্যা হবে শক্তিশালী,স্বাবলম্বী।
ভাগ্যশ্রী
আপনার ছোট্ট সোনাই আপনার বাড়ির লক্ষ্মী। তাই তার নাম দিন ভাগ্যশ্রী, যার অর্থ লক্ষ্মী। এটি দেবী লক্ষ্মীর আরেক নাম, যে সুখে আনন্দে আপনাদের ভরিয়ে রাখবে।
বৃন্দা
অনেকেই হিন্দু দেবীদের নামে তাদের মেয়ের নাম রাখেন। এরকম হিন্দু দেবীদের নাম পছন্দ হলে রাখতেই পারেন বৃন্দা যার অর্থ রাধা। বেশ স্টাইলিশ নাম।
বিশিষ্টা
এর অর্থ যে বিশেষ। মানে বিশেষ কোন গুণের অধিকারী এবং যে এক বিশেষ জায়গায় থাকে। অর্থাৎ যার জায়গা থাকে এক বিশেষ স্থানে। আপনার সোনা বড় হয়ে হতেই পারে কোন বিশেষ গুণের অধিকারী এবং সে আপনাদের মনের এক বিশেষ জায়গায় সর্বদা থাকে। তাই তার নাম ভাবতেই পারেন বিশিষ্টা।
ব্যাপ্তি
এমন কোনো যে নাম হবে সবার থেকে আলাদা? তাহলে রাখুন ব্যাপ্তি যার অর্থ বৃহৎ, সম্প্রসারিত এবং ধনসম্পত্তির অধিকারী। আপনার ছোট্ট সোনার বড় হয়ে হবে খুব নাম।যে জীবনে খুব উন্নতি করবে এবং সে হবে বিশাল ধনসম্পত্তির অধিকারী। এই কামনার তার নাম রাখতেই পারেন ব্যাপ্তি। খুব ইউনিক নাম এবং সুন্দর অর্থ।
বর্ণলিপি
বেশ সুন্দর ইউনিক নাম এবং এই নাম খুব কমই শুনতে পাবেন। এর অর্থ স্ক্রিপ্ট। যদি আপনার স্বপ্ন থাকে, ছোট্ট সোনা অভিনয় জগতে সে এক বিশেষ নাম হয়ে উঠুক। এক নামে তাকে সবাই চিনুক। তাহলে তার নাম রাখতেই পারেন বর্ণলিপি। খুব সুন্দর নাম কিন্তু!
বিশ্বরূপা
আপনার ছোট্ট মামনির সৌন্দর্যকে প্রকাশ করতে, তার নাম দিন বিশ্বরূপা, যার অর্থ সুন্দর।
বৈভানি
আপনার মামনি হবে প্রচুর ধনসম্পত্তির অধিকারী, সেই কামনায় তার নাম রাখতেই পারেন বৈভানি। যার অর্থ প্রচুর ধনসম্পত্তির অধিকারী।
বহ্নিশিখা
খুঁজছেন একদম ইউনিক নাম? তাহলে বহ্নিশিখা কিন্তু খুব ভালো নাম। এর অর্থ আগুনের শিখা। অর্থাৎ আপনার মামনি হবে আগুনের মত শক্তিশালী।
ভাস্করি
আজকাল ছোট নামের যুগে, অনেকেই কিন্তু চাইছেন বড় সুন্দর নাম। সেক্ষেত্রে ভাস্করি কিন্তু বেশ সুন্দর একটি নাম, যার অর্থ সূর্য।
বনানী
নামটা ছোট্ট হলেও খুব সুন্দর এবং বেশ লেটেস্ট। এর অর্থ জঙ্গল।
ভাস্বতী
ভাস্বতী নামের অর্থ হল উজ্জ্বল। আপনার সোনার ভবিষ্যৎ হোক সোনার মতই উজ্জ্বল।এই কামনায় তার নাম রাখুন ভাস্বতী। খুব সুন্দর ঐতিহ্যপূর্ণ নাম।
ভাস্কর্যা
একদম অন্যরকম নাম খুঁজছেন? তাহলে এই নামটির কথা কিন্তু ভেবে দেখতেই পারেন।এর তেমন বিশেষ কোন অর্থ না থাকলেও, নামটা কিন্তু একদম ইউনিক।
বিদ্যা
ছোট্ট নাম কিন্তু অর্থ বড়। এর অর্থ জ্ঞান বা জ্ঞানী। আপনার মামনি বড় হয়ে উঠবে বিভিন্ন বিষয়ে জ্ঞানী।
ভূমিকা
বড় নাম কিন্তু বেশ সহজ নাম। এর অর্থ পৃথিবী।
বিন্দুশ্রী
বিন্দুশ্রী নামের অর্থ হল একটা বিন্দু। বেশ ইউনিক একটা নাম।
বানী
খুব সুন্দর ছোট্ট নাম। এর বিশেষ কোন অর্থ নেই। এর অর্থ গুরু শব্দ।
বর্ণনা
এটাও একটা খুব ইউনিক নাম। মানে যার সৌন্দর্য বর্ণনার ওপরে। আপনার ছোট্ট মিষ্টি মামনিও তো খুব সুন্দর তাই না? তাহলে এটা তার জন্য পারফেক্ট নাম।
তাহলে আপনার ছোট্ট সোনার জন্য আজ কিন্তু অনেক ইউনিক নামের সন্ধান দিলাম।এবার আপনার পছন্দ করার পালা।
মন্তব্য করুন