গরমকালে ত্বকের নানারকম সমস্যার মত চুলেরও নানান রকম সমস্যা দেখা যায়।গরমকালে আমাদের চুল প্রচন্ড পরিমাণে তৈলাক্ত হয়ে ওঠে আবার কখনো দেখা যায় চুল প্রচন্ড পরিমানে রুক্ষ কর্কশ হয়ে উঠেছে। স্ক্যাল্প তৈলাক্ত হয়ে উঠুক অথবা রুক্ষ দুটি ক্ষেত্রেই মাথার ত্বকে চুলকানি অর্থাৎ ইচিং জাতীয় সমস্যা হয়। স্ক্যাল্পে হওয়া এই ইচিং অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলে মানুষ ডাক্তারের […]