রাশিচক্র নিয়ে আমাদের সবার আগ্রহ কম বেশি রয়েছে। সকালে খবরের কাগজ দেখতে দেখতে একবার হলেও ‘আজকের দিন’ বা ‘আজকের রাশিফল’ এক নিমেষে পড়ে ফেলি প্রায় সবাই। রাশিফলের নানা আকর্ষণীয় দিক আছে, তাঁরই একটি নিয়ে আজ আমরা হাজির। আপনার প্রিয়জনের জন্মমাস অনুযায়ী তাকে জন্ম দিনে কি উপহার দেবেন তা আজকে জানাবো। আরে না না আমি বলবো না। বিশিষ্ট জোতিষবিদ বেজান দারুবালার দেওয়া বিশেষ বিশেষ টিপস আজ আমরা আপনাদের সাথে শেয়ার করছি।
আজকের উপহারের তালিকা যাদের জন্য তারা হলেন Aquarius বা কুম্ভরাশির জাতক। জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে ফেব্রুয়ারী মাসের ১৮ তারিখের মধ্যে যারা জন্ম গ্রহন করেছেন তাদের কি কি উপহার বা কি রঙের উপহার দেবেন দেখুন।
রঙ
১. লাল রঙ
২. কমলা রঙ
৩. লাল জাত যেকোনো রঙ
উপহারের জিনিস
১. পোশাক
২. ইলেকট্রনিক্স
৩. জুয়েলারি
রঙ ও কি ধরনের উপহার দিতে পারেন তাহলে জানতে পারলেন। আশাকরি আপনাদের প্রিয়জনের পছন্দ মত জিনিস আপনারা এর মধ্যে থেকে খুঁজে নেবেন। তবে আর একটু আপনাদেরকে আমরা হেল্প করতে পারি উপহার কেনার ক্ষেত্রে। নীচে কিছু উপহারের লিস্ট দিলাম পছন্দ মত দেখে নিন। না না দাম নিয়ে ভাববেন না! দাম আপনাদের বাজেটের মধ্যেই।
ব্রেসলেট ওয়াচ বা ঘড়ি
দাম মাত্রঃ ১৭৮/-
লাল রঙের ডিজাইনার ড্রেস
দাম মাত্রঃ ৪৮৪/-
লাল রঙের জর্জেট ডিজাইনার শাড়ি
দাম মাত্রঃ ৫৬৯/-
নন-সটীক কড়াই
দাম মাত্রঃ ৩৯৯/-
কমলা রঙের ডিজাইনার সালোয়ার
দাম মাত্রঃ ২৫৯৯/-
ডিজাইনার লাল টপ
দাম মাত্রঃ ৪৬০/-
মাইক্রোওয়েভ সেফ ডিনার সেট
দাম মাত্রঃ ১,০৩৬/-
লাল রঙের ডিজাইনার কোল্ড সোলডার টপ
দাম মাত্রঃ ৪৯৯/-
মাইক্রোওয়েভ খাবার প্লেট
দাম মাত্রঃ ৪৪৫/-
ওয়ারলেস ব্লুটুথ ইয়ারফোন
দাম মাত্রঃ ৫৩৯/-
আর আর নতুন নতুন পছন্দের উপহার দিতে চাইলে চলে যান আম্যাজনের অনলাইন সাইটে, আর কিনে ফেলুন প্রিয় মানুষের পছন্দের জিনিস।
মন্তব্য করুন