সামনেই তো পুজো আসছে। আপনি নিশ্চয়ই ভেবেছেন গরমে না ঘেমে নেয়ে আপনার বান্ধবীকে নিয়ে ওলা বা উবেরে করে ঘুরে নেবেন। খানিক নিভৃতে বান্ধবীকে নিয়ে ঠান্ডায় ঠান্ডায় সময় কাটানো যাবে। বান্ধবীর মেজাজও কুল হবে, তাই আপনিও কুল থাকবেন। কিন্তু, আপনার সে গুড়ে বালি ঢেলে দেবে ওলার সার্জ চার্জ। আর কাহাতক এই গরমে ভীড় বাসে ঝুলে ঝুলে যেতে ভালো লাগে বলুন তো! আপনি ভাবলেন একটু ঘুমতে ঘুমতে আরাম করে ওলায় বা উবেরে যাবেন। কিন্তু ওই, বুক করতে গিয়েই তো আপনার চক্ষু চড়কগাছ। এই সব ঝামেলাকে এবার বলুন গুড বাই। আপনার পাশে আছে হলুদ ট্যাক্সি।
অনেকটা টাকা বাঁচাতে পারবেন
হ্যাঁ, বন্ধুরা, আপনি কি জানেন যে ওলা বা উবের বুক করার থেকে হলুদ ট্যাক্সি বুক করা অনেক বেশি লাভজনক আপনার জন্য। দেখুন, সবসময় স্মার্ট ফোনে বুক করলেই যে স্মার্ট পরিসেবাটি আপনি পাবেন তা নাও হতে পারে। ইদানীং তো ওলা বা উবের একদমই আপনার মানিব্যাগ-ফ্রেন্ডলি হচ্ছে না বলুন! এই তো সেইদিনই ওলা’তে চিংড়িঘাটা থেকে যাদবপুরের জন্য বুক করতে গিয়ে দেখলাম প্রায় ১৬০ টাকার ওপরে লেগে যাচ্ছে। ভাবুন খালি! এক্সাইড থেকে লেক মলের কাছে আসতে আপনার হয়তো ওলা বা উবেরে ১০০-১২০ টাকা মতো খসে যেতে পারে। এই ভাড়া আরও বেড়ে যায় অফিস টাইমের সময়।
একটা সময়ে ওলা’র বা উবেরের ফেয়ার দেখে আমাদের সবারই খুবই ভালো লাগতো। ওলা আর সাধারণ ট্যাক্সির রেটের পার্থক্যটা দেখাই আপনাদের একবার। সাধারণ ট্যাক্সিতে ২ কিমি’তে ২৫ টাকা আর ১৫ কিমি’তে ১৮১ টাকা মত হয়। ওলা’তে ১৫ কিমি পর্যন্ত প্রতি কিমি’তে ৭ টাকা করে ভাড়া নেওয়া হয়। কিন্তু, এই সুবিধা এখন আর নেই। এখন ৪০ থেকে ৬০ টাকা মতো প্রায় ভাড়া বেড়ে গেছে। আর তাই আপনাকে অগত্যা বুকটি কেনসেল করে সেই বাসেই যেতে হবে। এই সমস্যা শুধু এখানে নয়, বেঙ্গালুরু’র মতো মেট্রো সিটিগুলোরও একই হাল। তার ওপর আবার সামনেই পুজো। তখন ওলা বা উবের বুক করলেই সার্জ চার্জ পড়তে বাধ্য।
কি করে ব্যবহার করবেন
কিন্তু, এখন আপনি আপনার পাশে পেতে পারেন হলুদ ট্যাক্সিকে নতুনভাবে। একটা সময় অব্দি এই অভিযোগ উঠত যে পরিসেবা ভালো পাওয়া যায় না। রাস্তায় হাত দেখালেও দাঁড়াতে চায় না এই ট্যাক্সি। কিন্তু, ওলা বা উবেরের সঙ্গে লড়াইয়ে নামার জন্য এখন হলুদ ট্যাক্সিও তৈরি। ওলা বা উবেরের সুবিধা ছিল কোথায়! এর ভাড়া একটা সময় অব্দি কম ছিল। আর, যেহেতু অ্যাপের মাধ্যমে বুক করা যেত, তাই সুবিধেও ছিল। এবার আপনি হলুদ ট্যাক্সিও বুক করতে পারেন অ্যাপের মাধ্যমে।
Tygr অ্যাপের মাধ্যমে এখন আপনি এই হলুদ ট্যাক্সি বুক করতে পারেন। আপনাকে শুধু প্রথমে অ্যাপটা ডাউনলোড করতে হবে আর লগ ইন করতে হবে। তারপর, আপনার প্রয়োজন মতো যখন আপনি বুক করতে চাইবেন, তখন আপনার ৫ কিমি’র মধ্যে থাকা এই অ্যাপের সঙ্গে যুক্ত সব ট্যাক্সিতে বার্তা পৌছে যাবে। আপনাকে শুধু অপেক্ষা করতে হবে একজন ড্রাইভারের আসার জন্য। আর জানেন কি! কোনো সার্জ চার্জও হয় না এতে। তাই এখন আপনার হাতের কাছে নতুন বিকল্প হিসাবে পেতেই পারেন হলুদ ট্যাক্সি।
তবুও এমন হয় মাঝে মাঝে যে আপনি হয়তো বুক করেও ঠিক সময়ে হলুদ ট্যাক্সি পেলেন না। আর ফেয়ার চার্জ নিয়ে সমস্যা তো সবক্ষেত্রেই কম-বেশি থেকেই যায়। তা একটু না হয় অপেক্ষা করলেনই বা! ভাবুন তো, ওলা বা উবেরে না চড়ে হলুদ ট্যাক্সিতে উঠলে যে টাকাটা আপনার বেঁচে যাবে সেটা দিয়ে গার্লফ্রেন্ডকে কিছু খাইয়ে দিলে তিনিও খুশ, আপনিও খুশ।
মন্তব্য করুন