তারকাদেরও তাহলে বয়স বাড়ে? শুনতে অবাক লাগলেও কিন্তু এটাই সত্যি। সময় কিন্তু তারকাদেরও পিছু ছাড়ে না। থাবা বসায় তাঁদের উজ্জ্বল গ্ল্যামারে। আজ তাই দেখে নিন আপনার প্রিয় কয়েকজন তারকাকে, যাদের ২০ বছর আগে কেমন দেখতে ছিল! আর এখনই বা তাঁদের কেমন দেখতে হয়েছে!
১. প্রসেনজিৎ
আমার আপনার সব্বার প্রিয় প্রসেনজিৎ। বিমল রায়ের ‘দুটি পাতা’ সিনেমা দিয়ে টলিউডের রাজত্বে যার হাতেখড়ি। তারপর ‘পোসেনজিত’ রাজ চালিয়ে গেছেন। আর হয়ে উঠেছেন ইন্ডাস্ট্রির একনায়ক। অজস্র সিনেমা করেছেন, অজস্র পুরষ্কার তাঁর ঝুলিতে। দীর্ঘ ২০ বছরের বেশী সময় ধরে সিনেমা করছেন তিনি। এই কিছুদিন আগে ‘মহানায়ক’ সম্মানেও ভূষিত হয়েছেন। কিন্তু প্রসেনজিতকে দেখলে কে বলবে যে তিনি এই কিছুদিন আগে ৫৫ বছরে পড়লেন!
২. যীশু সেনগুপ্ত
নয় নয় করে যীশুরও কিন্তু সিনেমার জগতে প্রায় ২০ বছর হয়ে গেল। অবাক লাগছে তো? ঠিকই। অবাক লাগাই স্বাভাবিক। যীশুকে দর্শক ‘যীশু’ হিসেবে চিনতে শুরু করেছে না হয় এই কয়েক বছর আগে। কিন্তু তাঁর প্রথম সিনেমা ছিল ‘মনের মাঝে তুমি’! তারও আগে তিনি দূরদর্শনের জন্য ‘মহাপ্রভু’ সিরিয়ালে অভিনয় করেছেন। কি, এখনকার ‘ব্যোমকেশ’ রাশভারি যীশুর সাথে ‘মনের মাঝে তুমি’র যীশুকে মেলাতে পারছেন না তো? বললাম না, সময় কাউকেই ছেড়ে কথা বলে না!
৩. তাপস পাল
হাল আমলে তাপস পালের জনপ্রিয়তা নাহয় অন্য কারণে। কিন্তু একসময় তিনি সিনেমার জন্যও বিখ্যাত ছিলেন। ‘দাদার কীর্তি’র তাপস পালের কথা আর কেই বা ভুলতে পেরেছে! অজস্র সিনেমায় অভিনয় তো করেছেনই, এখন তিনি পশ্চিমবঙ্গের সাংসদ। আসুন আমরা খানিক এখনকার তাপস পালের সাথে আগেকার তাপস পালকে মেলাতে চেষ্টা করি।
৪. চিরঞ্জিৎ
ইনিও কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় তিরিশের কাছাকাছি কাটিয়ে ফেলেছেন। অজস্র সিনেমাও করেছেন। তবে সিনেমার জগতে আবির্ভাব ১৯৮১ তে ‘সোনায় সোহাগা’ দিয়ে। এখন তো আমরা ফিল্মস্টার চিরঞ্জিৎের পাশাপাশি বিধায়ক চিরঞ্জিৎকেও চিনি।
৫. ঋতুপর্ণা সেনগুপ্ত
টলিউড সুন্দরী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রায় ২২ বছর হতে চলল ইনি এখনও কিন্তু টলিউডে রীতিমতো রাজত্ব করে চলেছেন। হিন্দি, বাংলা এমনকি তেলেগুতেও অভিনয় করেছেন তিনি। ঝুলিতে আছে অজস্র পুরষ্কার। ঋতুপর্ণাকে দেখে আপনি কিন্তু বুঝতেই পারবেন না ভদ্রমহিলা ৪৫ এ পা দিলেন। দেখুন দেখি, আগের ছবি দেখে এনাকে চিনতে পারেন কিনা!
৬. রচনা
রচনা আগেও পরিচিত মুখ ছিলেন, ‘জি বাংলা’র ‘দিদি নং ওয়ানে’র সুবাদে উনি তো এখন আরও পরিচিত মুখ। এনারও কিন্তু ইন্ডাস্ট্রিতে ২০ বছরের ওপর হয়ে গেল। সেই ১৯৯৩-তে ‘দুরন্ত প্রেম’ দিয়ে তাঁর যাত্রা শুরু। এরপর ওড়িয়া, তামিল, তেলেগু ইত্যাদি নানা ভাষার সিনেমায় অভিনয় করেছেন। ছবি দেখুন, কেউ কি দেখে বলবে যে রচনারও বয়স গত অক্টোবরে ৪৩ হয়ে গেল!
৭. শতাব্দী রায়
টলিউডকে মোটামুটি আট-নয়ের দশকে শাসন করেছেন এই বিখ্যাত অভিনেত্রী। সিনেমার রূপোলী অধ্যায়ের শেষে ইনি এখন সাংসদও হয়েছেন। তবে তাঁতেও শতাব্দী রায়ের গ্ল্যামার কোশেন্টে ভাঁটা পড়েনি। অজস্র সিনেমা করেছেন তাঁর গোটা ফিল্ম কেরিয়ারের। আর নানা পুরষ্কার পেয়েছেন। দেখুন তো, এখনকার শতাব্দীর সাথে আগেকার শতাব্দীকে মেলাতে পারছেন কিনা?
তাহলে দেখলেন তো, সময় সেলেবদেরও পিছু ছাড়ে না!
মন্তব্য করুন