একেন্দ্র সেন নামটা তেমন পরিচিত না হলেও, একেনবাবু তো এখন বাঙালির ঘরে ঘরে। আর যিনি এই চরিত্রে অভিনয় করে এই চরিত্রকে প্রত্যেক বাঙালির মনের মণিকোঠায় পৌঁছে দিলেন, তার নাম তো সবাই জানেন অনির্বাণ চক্রবর্তী।
এই একেনবাবুর আগে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে তেমন কেউ না জানলেও, এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি অন্যতম প্রিয় মুখ। সম্প্রতি আবার ফেলুদা ফেরতএ ‘জটায়ু’। কিন্তু অনির্বাণ চক্রবর্তী থেকে একেনবাবু তারপর জটায়ু, সফর কি এতটাও সোজা ছিল? কীভাবে শুরু হয়েছিল জীবনের এই জার্নি?
অভিনয় জগতে প্রবেশ
ছোট থেকেই অভিনয়ে বেশ শখ ছিল একেনবাবু ওরফে অনির্বাণ চক্রবর্তীর। তাই ক্লাস ফোর থেকেই অভিনয়ে হাতেখড়ি হয়। থিয়েটারে অভিনয়ের মাধ্যমে হাতেখড়ি হয় তার। তারপর পড়াশোনা, আইটি সেক্টরে চাকরি সাথে সাথেই চলত অভিনয়ও। কিন্তু এতো কিছু একসাথে করতে গিয়ে ঠিকমত সময় দিতে পারছিলেন না থিয়েটারে। তাই চাকরি ছেড়ে পাকাপাকি ভাবে অভিনয়ে চলে আসার সিধান্ত নেন।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে ‘ফেরা’ ও ‘ঘটক বিদায়’ নাটকে কাজ করেছেন। এইভাবেই নাটকে অভিনয় করেই দিব্যি কেটে যাচ্ছিল তার। তখনো ভাবেননি নাটক ছেড়ে অন্য কিছু করতে হবে। এইভাবে নাটকে অভিনয় করতে করতেই, ২০১৩তে ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালনায় প্রথম বাংলা ছবি ‘ফড়িং’ তারপরই জীবনের মোড় ঘুরতে শুরু করে। তারপর ২০১৭তে ডাক আসে যশরাজ ফিল্মস থেকে, ‘মেরী প্যায়রি বিন্দু’ ছবিতে অভিনয়ের জন্য। তারপরই একেনবাবু।
ওয়েব দুনিয়ার সফর
আমাদের বাংলা সাহিত্যে এমন অনেক সাহিত্য আছে, যেগুলি পড়লেই মনে হয় ওয়েব সিরিজের জন্য একেবারে আদর্শ। সেরমই একটা সাহিত্য হল, লেখক সুজন দাসগুপ্তর ‘একেনবাবু’। এই সাহিত্যকে বড় পর্দায় আনার কথা কেউই ভাবেনি। কিন্তু ২০১৮তে পরিচালক অনির্বাণ মল্লিকের হাত ধরে একেনবাবু আসেন ওয়েব দুনিয়ায়। আর একেনবাবুর চরিত্রে অনির্বাণ মল্লিক। ব্যাস প্রথম সিজনেই বাজিমাত।
সাহিত্যে একেনবাবুর সাথে হুবহু মিলে যাওয়া অনির্বাণ চক্রবর্তীকে একেনবাবুর চরিত্রে প্রথম দর্শনেই বাঙালি ভালোবেসে ফেলে। তারপর পর পর সিজন বিভিন্ন গল্প নিয়ে। করোনার বছরেই মুক্তি পেয়েছে সিজন ৪ বর্মণ বাড়ির রহস্য। এই সিজনও এখনো অবধি হইচইএ হাই রেটিংএ।
একেনবাবু ওয়েব সিরিজের আগে অনির্বাণ চক্রবর্তী নামটা সেভাবে কেউ জানত না। কিন্তু ২০১৮তে একেনবাবুতে তাকে দেখার পর আরও একটি কালজয়ী চরিত্রের সাথে বাঙালি মিল খুঁজে পায় তার। এতক্ষণে বুঝে গেছেন কোন চরিত্রের কথা বলছি, বলছি সত্যজিৎ রায়ের সৃষ্টি কালজয়ী চরিত্র জটায়ুর কথা।
সবার মত তাকে লক্ষ্য করেছিলেন স্বয়ং সৃজিত মুখোপাধ্যায়ও। তাইতো সৃজিত মুখোপাধ্যায় ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজে তাকে সামনে আনলেন জটায়ু হিসাবে। এখানেও বাজিমাত করলেন অনির্বাণ চক্রবর্তী। সন্তোষ দত্তের পর এই প্রথম জটায়ু চরিত্রে কেউ এতোটা জনপ্রিয় হল। আশাকরি এইরকম ভাবেই একেনবাবু ও জটায়ুর আরও নিত্যনতুন কার্যকলাপ আমরা আরও দেখতে পাবো। কি বলুন?
মন্তব্য করুন