নিত্য নতুন বাসন কেনার শখ আপনার মত আরও অনেকেরই আছে।তাই আজ দাশবাস নিয়ে এলো,আপনাদের জন্য নিত্য নতুন চোখ ধাঁধানো ডিজাইনের বাসনের সেট।যেমন ডিজাইন তেমন রঙ।তাও আবার একদম আপনাদের বাজেটের কথা মাথায় রেখে।এতো কম দামে এতো সুন্দর বাসনের সেট পেয়ে যাচ্ছেন অ্যামাজন থেকে।দেখুন।
১.ফাইবার প্লেট সেট
নিমন্ত্রণ বাড়ি যাচ্ছেন আর কি দেবেন বুঝতে পারছেন না?দিয়ে দিন এরম ৬টা প্লেটের সেট।যাকে দিচ্ছেন সে তো খুশী হবেই,সেই সঙ্গে আপনারও মন ভরবে।শুধু কাউকে উপহার নয়,নিজেদের প্রয়োজন মেটাতেও খুব ভালো অপশন।বেশ অন্যরকম রঙ।বেশ মজবুত,হাত থেকে পড়ে গেলেও ভেঙ্গে যাবার কোন চান্স নেই।এর আরও অন্য প্রচুর চোখ ধাঁধানো রঙ পেয়ে যাবেন,যেটা আপনার পুরনো ডাইনিং টেবিলটার শোভা বাড়াবে।
দাম ৩৩৮/-
২.কলাপাতা প্লেট
বাঙালির কলাপাতায় খাওয়া এখন প্রায় বন্ধই হয়ে গেছে।কিন্তু তাও যদি মন চায় সেই পুরনো দিনে ফিরে যেতে,তাহলে কিনে নিতেই পারেন কলাপাতা অ্যামাজন থেকে।৩ পিসের সেট।মোটামুটি মাঝারি সাইজ।বাড়িতে কেউ এলে অতিথি আপ্যায়ন হোক বা নিজেদের প্রয়োজনেও বেশ ভালো।
দাম ৪১৯/-
৩.স্টিলের বাসন
কি ভাবছেন!রোজের ব্যাবহারের জন্য,স্টিলের বাসনই ভালো?সেটারও নানারকম সম্ভার রয়েছে আপনার জন্য।এটা একটা ৩০ পিসের সেট।পিওর স্টেইনলেস স্টিলের।আপনার প্রয়োজন অনুযায়ী সমস্ত বাসনই রয়েছে এখানে।ডিনার ফুল প্লেট,হাফ প্লেট,ছোট বাটি,বড় বাটি,গ্লাস ও দুরকম চামচ।সাধ্যের মধ্যে এই বাসনের সেট,আপনার রোজকার প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট,যেটা বাইরে এতগুলো একসাথে কিনতে গেলে কিন্তু অনেকটাই খরচা হয়ে যেত।কিন্তু অ্যামাজন আপনার পকেটের পুরোপুরি খেয়াল রেখেছে।
দাম ৯০৮/-
৪.এয়ার টাইট বোল সেট
৫০০ টাকার মধ্য এতোগুলো এয়ারটাইট বোল সেট,তাও আবার স্টেইনলেস স্টিলের ভাবাই যায় না।এটা ভাবা সম্ভব একমাত্র অ্যামাজনে।যেখানে ৫ পিস বিভিন্ন আকারের বোল রয়েছে।আপনার ইচ্ছা বা প্রয়োজন মত ব্যবহারের জন্য।বেশ স্মার্ট লুকিং।খাবার থাকবে টাটকা এয়ারটাইট।
দাম ৪৯৯/-
৫.কাপ সেট
অসাধারণ চোখ ধাঁধানো রঙের কাপ সেট,যেটা প্রতিদিন আপনার সকালকে করে দেবে আরও রঙিন।এটা মাল্টিকালার সেট।এরম একরঙা কাপ সেটও পেয়ে যাবেন।এটা শুধু টি কাপ হিসাবে ব্যবহার না করে,কফি মাগ হিসাবেও ব্যবহার করতে পারবেন।২০০ এম.এল চা বা কফি এতে ধরে যাবে।এরম আরও নানারকম ডিজাইন ও রঙের কাপ সেটের ভ্যারাইটি তো পেয়েই যাবেন বিভিন্ন দামে।এরম কফি কাপ একসাথে ছ’টা কিনতে বেশ অনেকটাই কিন্তু খরচ হয়ে যাবে।কিন্তু অ্যামাজনে ৬টা কাপ একসাথে পেয়ে যাচ্ছেন।অনেক কম দামে।
দাম ৫৪৯/-
৬.বোল অ্যান্ড স্পুন সেট
বাটি ও চামচের প্রয়োজন বাড়িতে কখনও ফুরোয় না।তাই অ্যামাজন আপনার জন্য নিয়ে এসেছে বাটি ও চামচের সেট,যেখানে আছে ৬টা বাটি ও ৬টা চামচের সেট।তাও আবার অত্যন্ত কম দামে।কি ভাবছেন?বাটির সাইজ ছোট?আজ্ঞে না।এগুলো সুপ বোল।তাই বেশ বড়ই সাইজ প্রতিটি বাটি।আপনি আপনার প্রয়োজন মত সুপ বা অন্যান্য জিনিস রাখতে পারবেন।মাইক্রোওভেনেও ব্যবহার করতে পারবেন বাটিগুলো।এরম আরও অন্যান্য রঙ ও ডিজাইনের ভ্যারাইটি পেয়ে যাবেন বিভিন্ন দামে।
দাম ২২০/-
৭.মিলটন ক্যাসারল
শীতে ঠাণ্ডা খাবার একদমই ভালো লাগে না।খাবার চাই গরম গরম।তাই খাবার গরম রাখুন মিলটনের ক্যাসারলে।খাবার অনেকক্ষণ পর্যন্ত একদম গরম থাকবে।বিয়েবাড়িতে গিফট দেবার জন্য কিন্তু বেশ ভালো অপশন।দেখতেও যেমন সুন্দর।তেমনই খাবার টাটকা গরম থাকবে অনেকক্ষণ।
দাম ৬৫৮/-
৮.বোল সেট
রোজের ব্যাবহারের জন্য এই ১২ পিস বাটির সেট কিন্তু খুব ভালো অপশন।মাঝারি সাইজ।একটুও তেলচিটে হয় না।সেই সঙ্গে অসাধারণ রঙ।কালার অপশন আরও প্রচুর পেয়ে যাবেন।এগুলো একরঙা।এরম ডিজাইনার বাটিও পাবেন।বিভিন্ন দামে।
দাম ৪৯৫/-
৯.নন স্টিক সেট
এরম এক একটি ননস্টিক প্যানের দামই বেশ অনেকটা পড়ে বাজারে,সে তো আপনি জানেন।কিন্তু এরম তিনটি সেট যদি একসাথে পান।তাও আবার একদম আপনার বাজেটের মধ্যে তাহলে কেমন হয়?কি বিশ্বাস হচ্ছে না?সেটা সম্ভব করবে অ্যামাজন,যেখানে আপনি পাচ্ছেন ৩ পিস ননস্টিক সেট।একটি কড়া,একটি তাওয়া ও একটি ফ্রাই প্যান।থ্রী লেয়ার কোটিং যুক্ত।তার ফলে অল্প তেলেই খুব সুন্দর রান্না হয়।আর তেলচিটে হবার তো প্রশ্নই আসে না।সঙ্গে আছে ১ বছরের ওয়ারেন্টি।
দাম ১,৪৯৯/-
১০.ডিনার সেট
দুপুর হোক বা রাত,খাবারটা আরও জমে যাবে যদি থাকে এরম সুন্দর একটা ডিনার সেট,যেখানে আপনি পাচ্ছেন মোট ৩২ পিস সেট।আপনার রান্না ঘরের সমস্ত চাহিদাই মিটে যাবে,যদি থাকে এরম একটা সেট।এগুলো মাইক্রোওভেনেও অনায়াসে ব্যবহার করতে পারবেন।এর আরও ৭টা কালার অপশন পেয়ে যাবেন।সঙ্গে পেয়ে যাবেন আরও নানারকম ডিজাইন বিভিন্ন দামে।
দাম ১,২৯৯/-
এবার আপনার হাতের কাছেই চলে এলো বাসনের সেটের সম্ভার।আজই অর্ডার দিন আর এই উইক-এন্ডে সেই বাসনেই আপনার ডিনার করে ফেলুন।
মন্তব্য করুন