আপনারা এতদিনে অ্যামাজনে কীভাবে শপিং করবেন সেটা আশা করি জেনে গেছেন। অনেক কিছুই তো অর্ডার দেন অ্যামাজন থেকে। আর দেবেন নাই বা কেন! ঘরে বসে এমন সুন্দর সুন্দর জিনিস হাতের কাছে পেয়ে গেলে কার না ভালো লাগে বলুন তো! কিন্তু আমাদের সব জিনিসই ইচ্ছে হয় সেরাটা কিনতে। যাই ব্যবহার করা হোক না কেন, সেটা যেন খুবই ভালো হয়। সবাই যেন বলে সেটাই বেস্ট। তা এই বেস্ট জিনিসটির জন্য আপনাকে দেখতে হবে আপনার প্রোডাক্টটি বেস্ট সেলিং কিনা। আসুন কীভাবে দেখবেন বলে দিই।
১. আগে পছন্দের জিনিসটি সার্চ করুন
আপনাদের মোবাইলে আগে থেকে অ্যামাজন অ্যাপটা নামানো আছে নিশ্চয়ই। তাহলে সেটি খুলে মূল সাইটে যান। সেখানে ‘What are you looking for’ অপশনটা আছে। এখানে আপনার পছন্দের জিনিসটি লিখুন। দেখবেন লিখতে লিখতেই একটা তালিকা আসবে। সেই তালিকা থেকেই আপনি আপনার পছন্দের জিনিসটি পেয়ে যাবেন। সিলেক্ট করে নিন সেখান থেকেই।
২. বেস্ট সেলার অপশন দেখা
এবার যখন সিলেক্ট করলেন, তারপর দেখবেন আপনার পছন্দের জিনিস আপনার সামনে চলে এসেছে। এবার দেখবেন আপনার পছন্দের হরেক জিনিসের মধ্যে কোনো কোনোটার ওপর হলুদ রঙ দিয়ে লেখা ‘Best seller’ কথাটা লেখা থাকে। এবার আপনি ওই ‘Best seller’ অপশনের ওপর ক্লিক করুন। দেখবেন আরও অনেক অপশন আপনার সামনে খুলে যাবে।
৩. রেটিং দেখে অর্ডার দিন
এতো বেস্ট সেলিং-এর মধ্যে আপনি নিশ্চয়ই ভাবছেন কোনটা নেবেন। আরও ভালো কোনটা হবে। তাই প্রতিটি প্রোডাক্টের নিচে দেখুন স্টার চিহ্ন মতো দেওয়া আছে হলুদ রঙের। ওখানে ক্লিক করে দেখুন কোনটার কত রেটিং। তাহলেই বেস্ট প্রোডাক্টের মধ্যেও বেস্টকে আপনি পেয়ে যাবেন। তাছাড়া দেখবেন একদম বাঁ দিকে আরও অনেক জিনিসের বেস্ট প্রোডাক্টের অপশন পাচ্ছেন। মানে আপনি যদি মাইক্রোওয়েভ সেট খোঁজেন, তাহলে পাশে অপশনে ডিশ, গ্লাস এইসবেরও অপশন পাবেন যা দেখতে পারেন।
৪. ‘অ্যামাজন’স চয়েস’ দেখুন
অনেকসময় অনেক প্রোডাক্টে ধরুন বেস্ট সেলার লেখা নেই। কিন্তু লেখা আছে ‘Amazon’s choice’। সেগুলোও কিন্তু বেস্ট প্রোডাক্ট মানে ভালো প্রোডাক্ট। অনেক মানুষ সেগুলো নিয়েছেন বলেই অ্যামাজন আপনার জন্য সেটি রেকোমেন্ড করছে। আপনি এইরকম জিনিস পেলেও নিয়ে নেবেন।
৫. এবার কিনে নিন
এইবার আপনার কেনার পালা। আপনি যেটা পছন্দ করলেন সেটার ওপর ক্লিক করুন। দেখবেন বিস্তারিতভাবে আপনার সামনে চলে এসেছে। এবার আপনি ডিটেল দেখে নিয়ে ‘Buy now’ অপশনে ক্লিক করুন। দেখবেন আপনার কাছে আপনার পাসওয়ার্ড জানতে চাওয়া হবে। সেটা ঠিকভাবে দিয়ে লগ ইন করুন। তারপর নাম, ঠিকানা সব ঠিকভাবে দিয়ে আপনি ‘Place the order’ করুন। বেস্ট প্রোডাক্ট আপনার কাছে চলে আসবে নির্দিষ্ট দিনে।
তাহলে এইভাবেই আপনি আপনার পছন্দের বেস্ট জিনিসটি অ্যামাজন থেকে পেয়ে যাবেন। তবে বেস্ট সেলিং দেখার জন্য আমি বলব ল্যাপটপই ব্যবহার করুন, কারণ তাতে পুরো ব্যাপরটা আরও বিস্তারিত থাকে। তাহলে আর দেরী কেন! এবার তো কিনে নিলেই হয়।
মন্তব্য করুন