ঐশ্বর্যা রাই বচ্চনকে দেখলেই প্রথমে যে কথাটি মনে হয়, ৪৪ বছর বয়েসে এসেও কিভাবে এত সুন্দরী থাকা যায়। মুখে বয়েসের ছাপ মাত্র নেই। হ্যাঁ এই প্রশ্নের ক্ষেত্রে অনেকেই ভাববেন যে বড়লোক মানুষ দামী মেকাপ করে নিজেকে সুন্দর রাখেন। কিন্তু তা ভাবা ঠিক নয়। প্রাকৃতিক ভাবে নিজেকে সুন্দর না রাখলে এত মিষ্টি দেখতে লাগে না। আর এই প্রাকৃতিক উপায়ে নিজেকে সুন্দর আপনারও রাখতে পারেন। আজ আপনাদের সাথে ঐশ্বর্যা রাই বচ্চনের বিউটি টিপস শেয়ার করবো।
বেসিক টিপস
১. রাই সুন্দরী জীবনের ক্ষেত্রে বেসিক কয়েকটা নিয়ম রোজ মেনে চলেন। হাইফাই লাইফ স্টাইল হলেও তিনি ধূমপান, মদ, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ঠাণ্ডা পানীয় এসবের থেকে অনেক দূরে থাকেন। তাছাড়া রোজ নিয়মিত যোগাসন করেন নিজেকে ফিট থাকতে। ভেতর থেকে সুন্দর থাকতে গেলে এইগুলো সবাইকে মেনে চলতে হয়। সে বচ্চন রমণী হোক আর আমার আপনার মত আম জনতা।
২. নিয়মিত সময় মেনে জল পান করেন, যা আমাদের বেশির ভাগ সময়ে হয়ে ওঠে না। তিনি ফল ও নানা রকমের শাকসবজি খান বেশি করে। খাবারের ব্যাপারে খুবই সচেতন থাকেন। সময় ধরে খাবার খান। বাঙালীর মত কব্জি ডুবিয়ে খান না। গ্যাপে গ্যাপে অল্প অল্প করে খাবার খান।
৩. ত্বকের যত্নের ক্ষেত্রে ঘরোয়া উপায় ব্যবহার করেন। রোজ নিয়ম করে ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করেন।তাছাড়া নিয়মিত ৬ থেকে ৭ ঘণ্টা ঘুমোন রাতে। যা ত্বকের উজ্জলতা বৃদ্ধি বা ফ্রেশনেসের ক্ষেত্রে খুবই জরুরি। চলুন দেখে নেওয়া যাক কি কি ফেস প্যাক রাই সুন্দরী নিজের রুপচর্চায় ব্যবহার করে থাকেন।
স্কিন কেয়ার রুটিন
নিয়মিত সপ্তাহে তিনবার করে বেসন, দুধ, ও হলুদের মিশ্রণ ত্বকে লাগান ফেস প্যাকের মত করে। ফলে ত্বকের যাবতীয় ময়লা পরিষ্কারের সাথে সাথে ত্বকের লোমকূপ পরিষ্কার হয়ে যায়। যার ফলে অক্সিজেন ত্বকের ভিতর প্রবেশ করে ত্বককে জেল্লা দেওয়ার পাশাপাশি ফ্রেশ রাখে।
দ্বিতীয় যে ফেস প্যাক ব্যবহার করেন তা হল শুধু মাত্র শসা। শসা ভালো করে পেস্ট করে নিয়ে সারা মুখে লাগিয়ে হালকা ম্যাজাস করে ৩০ মিনিট মত রাখেন। এরপর ঠাণ্ডা জলে তা ধুয়ে নিয়ে ভালো ময়শ্বচারাইজিং ক্রিম ব্যবহার করেন।
দইয়ের ব্যবহার নিয়মিত করেন ত্বকের যত্ন নিতে। টক দই স্কিন বা ত্বককে নরম রাখতে সাহায্য করে। নিয়মিত দইয়ের ফেস প্যাক তিনি ত্বকের যত্ন নিতে ব্যবহার করেন। যা তাঁর স্কিনকে প্রাকৃতিক ভাবে সুন্দর রাখতে সাহায্য করে অনায়াসে কোন রকমের সমস্যা ছাড়াই।
এছাড়া নানা রকমের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করেন ত্বকের জেল্লা বজায় রাখতে। কি ভাবছেন সত্যি না গল্প। না একেবারে সত্যি। আপনারা যদি এই নিয়মিত এই সামান্য কয়েকটি বিষয় মেনে চলেন ও ঘরোয়া উপায় ট্রাই করেন, তাহলে অনায়াসে নিজের স্কিন বা ত্বককে রাখতে পারেন রাই সুন্দরীর মতই সুন্দর।ঐশ্বর্যা রাই বচ্চনের মত দেখতে হওয়া সম্ভব নয়। কিন্তু তাঁর মত উজ্জ্বল জেল্লাময় ত্বকের মালকিন হওয়া খুবই সহজ।
আজ তাহলে জেনে নিলেন বিশ্বসুন্দরীর সৌন্দর্যয়ের গোপন কথা। তাহলে বেশি না ভেবে আপনারাও ট্রাই করুন এই সহজ ঘরোয়া টিপস। বাকি আমরা তো পাশে আছি সব সময়। যেকোনো সমস্যা হলেই জানাবেন। হাজির হয়ে যাবো সমস্যার সমাধানের ঝুলি নিয়ে। আজকের মত টাটা।
মন্তব্য করুন