কন্যাশ্রী প্রকল্পের পর এবার রাজ্য সরকার চালু করতে চলেছে ঐক্যশ্রী প্রকল্প। যেখানে সংখ্যা লঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষা ক্ষেত্রে দেওয়া হবে স্কলারশিপ। কারা এই স্কলারশিপ পাবে? কিভাবে আবেদন করতে হবে? নিয়মাবলী কি জেনে নিন বিস্তারিত।
ইতিমধ্যে ফর্ম ফিলাপ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ৩০ শে জুন থেকে শুরু হয়েছে আবেদনপত্র গ্রহণের পদ্ধতি। এটি ১৫ই সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত চলবে।
ঐক্যশ্রী প্রকল্প কি? এর সুযোগ সুবিধা
পশ্চিমবঙ্গ সরকার সংখ্যা লঘু শ্রেণীর ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে এই প্রকল্পটি চালু করেছে। পয়সার অভাবে যাতে কোন মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা আটকে না যায় তাই তাদের উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা হবে।
বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের থেকে পাওয়া স্কলারশিপ সংখ্যা লঘু ছাত্রছাত্রীরা ঠিক মত পাচ্ছে না, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তরফ থেকে এই সমস্ত ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য ঐক্যশ্রী প্রকল্পের চালু করেছেন। যাতে পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে কোন অসুবিধা না হয়।
প্রি ও পোস্ট ম্যাট্রিক এবং মেরিট কাম মিনস স্কলারশিপ দেওয়া হবে ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে। কেন্দ্রীয় সরকার একজন সংখ্যা লঘু ছাত্র বা ছাত্রীকে যে পরিমান স্কলারশিপ দেন তার চেয়ে ১০% বেশি স্কলারশিপ দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। তাই এই প্রকল্পের জন্য প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নবান্ন থেকে।
প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ১১০০শো টাকা থেকে ১১০০০ হাজার টাকা মত প্রায় দেওয়া হবে। এর পাশাপাশি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দেওয়া হবে। সেক্ষেত্রে, রাজ্য সরকার স্বীকৃত যেকোনো উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, বিএড, আইটিআই, ডিপ্লোমা- সহ অন্যান্য কোর্সের ক্ষেত্রে প্রতি বছর ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। ‘মেরিট কাম মিনস’ স্কলারশিপের ক্ষেত্রে প্রতিবছর বছরে ২২ থেকে ৩৩ হাজার টাকা দেওয়া হতে পারে।
![aikyashree scholarship scheme](https://dusbus.com/wp-content/uploads/2019/08/aikyashree-scholarship-scheme-1024x600.jpg)
কারা পাবেন ঐক্যশ্রী স্কলারশিপ
- সংখ্যা লঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা পাবে এই স্কলারশিপ।
- প্রি, পোস্ট ম্যাট্রিক এবং মেরিট কাম মিনস স্কলারশিপ দেওয়া হবে এতে।
- রাজ্য সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা (সংখ্যা লঘু) এটি পাবে।
- যাদের বার্ষিক পারিবারিক আয় ২লক্ষ টাকার মধ্যে তারা এটি পাবে।
আবেদনের নিয়মাবলী
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- ৫০% শতাংশ নম্বর বিগত পরীক্ষায় পেতে হবে।
- একবারই একজন শিক্ষার্থী এই স্কলারশিপের আবেদন করতে পারবে।
- ডিসট্যান্স এডুকেশানের আওতায় থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।
- বার্ষিক পারিবারিক আয় ২লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।
কিভাবে আবেদন করতে হবে?
অনলাইনে আবেদন করা যাবে। ইতিমধ্যে আবেদন পত্র জমা পরতে শুরু করে দিয়েছে। http://www.wbmdfcscholarship.gov.in/ এখানে গিয়ে আবেদন করতে পারা যাবে। আবেদন করা সাথে সাথে বার্ষিক আয়ের প্রমানপত্র সহ ব্যাংকের পাসবইয়ের ফটোকপি জমা করতে হবে।
যোগাযোগ
- আরও জানতে হলে হোয়াটসঅ্যাপে ৮০১৭০৭১৭১৪ নম্বরে যোগাযোগ করুন। টোল ফ্রি ১৮০০-১২০-২১৩০ নম্বরে ফোন করা সম্ভব। scholarship.wbmdfc@gmail.com – মেইল আইডিতেও যোগাযোগ করতে পারেন।
মন্তব্য করুন