ত্বকের যত্নে অ্যালোভেরা জেল ওয়াশ বেস্ট। একটা কথা সবসময় মাথায় রাখবেন, যখনই আপনি আপনার ত্বকে কিছু লাগাবেন, আপনার ত্বক তাতে কেমন প্রতিক্রিয়া করছে সেদিকে খেয়াল রাখুন। তাহলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন আপনার ত্বক আপনার কাছ থেকে কি চায়। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি, অ্যালোভেরা জেল ওয়াশ। আপনি সহজেই এটি বাড়িতে তৈরি করতে পারেন। অ্যালোভেরা জেল হওয়ায় এটি ত্বকেরও ক্ষতি করে না।
১. সব ধরণের ত্বকের জন্য অ্যালোভেরা জেল ওয়াশঃ
অ্যালোভেরা জেল ওয়াশ বানানোর উপকরণঃ
- অ্যালোভেরা জেল – ৪ চা চামচ
- বাদাম তেল – ৩ চামচ
- গোলাপ জল – ৩ চামচ
- কাস্টাইল সাবান – ৩ চামচ
বানানোর পদ্ধতিঃ
অ্যালোভেরা ত্বকের সব ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে। এই জেল সব ধরনের ত্বকের জন্যই দারুণ। অ্যালোভেরা জেল ব্যবহার করে আপনি উজ্জ্বল এবং নিশ্ছিদ্র ত্বক পেতে পারেন। নিয়মিত অ্যালোভেরা ফেস ওয়াশ ব্যবহার করলে আপনার ত্বকের দাগ থেকে মুক্তি পাওয়া যাবে।
এটি তৈরি করতে আপনার প্রয়োজন ক্যাসটাইল সাবান, অ্যালোভেরা জেল, বাদাম তেল এবং গোলাপ জল। এই জিনিসগুলো ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ভালোভাবে মিশে গেলেই আপনার ফেসওয়াশ তৈরি হয়ে যাবে। প্রতিবার মুখ ধোয়ার সময় এই ফেস ওয়াশ ব্যবহার করুন। ধীরে ধীরে আপনি আপনার ত্বকে পার্থক্য অনুভব করতে শুরু করবেন।
২. তৈলাক্ত ত্বকের জন্য অ্যালোভেরা জেল ওয়াশঃ
অ্যালোভেরা জেল ওয়াশ বানানোর উপকরণঃ
- অ্যালোভেরা জেল- ২ চা চামচ
- মধু – ১ চা চামচ
- কাস্টাইল সাবান – ২ চা চামচ
বানানোর পদ্ধতিঃ
স্নানের আগে একটি পাত্রে ক্যাসটাইল সাবান, অ্যালোভেরা জেল এবং মধু ভালো করে মিশিয়ে নিন। এবার ফেস ওয়াশ হিসেবে ঘাড়ে ও মুখে লাগান। হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। আপনার মুখ উজ্জ্বল হবে। এটা নিয়মিত করতে থাকুন। এই অ্যালোভেরা জেল তৈলাক্ত ত্বকের জন্য দারুন। সকালে এবং সন্ধ্যায় এই ফেস ওয়াশটি ব্যবহার করলে আপনার ত্বক উজ্জ্বল হতে শুরু করবে। অ্যালোভেরার উপস্থিতির কারণে এটি আপনার ত্বকে শীতলতাও পৌঁছে দেয়।
৩. স্বাভাবিক ত্বকের জন্য অ্যালোভেরা জেল ওয়াশঃ
অ্যালোভেরা জেল ওয়াশ বানানোর উপকরণঃ
- অ্যালোভেরা জেল- ২ কাপ
- গোলাপ জল – ২ কাপ
- কাস্টাইল সাবান – ৪ কাপ
- ক্যামোমাইল তেল – ৭ ফোঁটা
- অ্যাভোকাডো তেল – ৪ চা চামচ
- গোলাপ তেল – ৭ ফোঁটা
বানানোর পদ্ধতিঃ
একটি বাটি নিন। এতে অ্যালোভেরা জেল, গোলাপ জল, ক্যাসটাইল সাবান, ক্যামোমাইল তেল, অ্যাভোকাডো তেল এবং গোলাপ তেল যোগ করুন। এবার এই সব জিনিস ভালো করে মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ৫ মিনিট মত রাখুন। তারপর মুখ ধুয়ে নিন। এটা ব্যবহার করুন, সব ধরনের ত্বকের জন্যই দারুণ। এটি নিয়মিত ব্যবহার করুন।
মন্তব্য করুন