UIDAI (Unique Identification Authority of India) ইউডিআই দ্বারা প্রদত্ত আধার কার্ড বর্তমানে প্রায় সবার কাছেই রয়েছে। কার্ডটির গুরুত্ব ও রয়েছে অপরিসীম। একদিকে যেমন তা নাগরিকত্ব প্রমাণের হাতিয়ার ঠিক অন্যদিকে সর্বভারতীয় স্তরে পরিচয় দানের ক্ষেত্রে ও অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণের জন্য এটিকে বাধ্যতামূলক ও করা হয়েছে।
তবে এতসব সত্বেও দেখা যাচ্ছে এই আধার কার্ডে নানা রকম ভুল ভ্রান্তি ধরা পড়ছে যা সময় মতো সংশোধন না করলে অবাঞ্ছিত পরিণাম নিয়ে আসতে পারে। বর্তমানে সুপ্রিম কোর্ট ও আধার কার্ডের বৈধতাকে মান্যতা দিয়েছে।
এখন আধার ও প্যান কার্ডের সংযুক্তি আবশ্যক হয়ে পড়েছে আয়কর রিটার্ন বা নতুন করে প্যান কার্ডের আবেদন করার জন্য। ফলত আধার কার্ডে যদি কোনো বানানগত ভুল বা তথ্যগত ভুল থেকে থাকে তাহলে দুটি কার্ডের লিঙ্ক করা সম্ভব হবেনা এবং আপনি সঙ্গত কারণেই সমস্যায় পড়তে পারেন।
কি কি উপায়ে আধার কার্ডের তথ্য প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারেনঃ
- অনলাইনে তথ্য আপডেটের মাধ্যমে
- পোস্টের মাধ্যমে আবেদন করে
- নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টারের সাহায্যে
১. অনলাইনে তথ্য আপডেট :
- ইউআইডিএআই-এর নিজস্ব ওয়েবসাইট ইউআইডিএআই.গভ.ইন থেকে গ্রাহকরা তাদের ডেমোগ্রাফিক ডিটেইলস(নাম,ঠিকানা,জন্মতারিখ,লিঙ্গ, মোবাইল নম্বর ইত্যাদি) বদল করতে পারেন অনলাইনে।
- ইউআইডিএআই এর ১২ সংখ্যার আধার নম্বরটিও এখানে কাজে লাগবে। কার্ড হোল্ডারদের একটি বিষয়ের কথা এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আধার এর সাথে তাদের সংশ্লিষ্ট মোবাইল নম্বরটির যোগ যেন অবশ্যই থাকে।
- কারণ সেই সময় ওই মোবাইল নম্বরে তথ্যগত নিরাপত্তা প্রদানের জন্য ও সর্বোপরি গোপনীয়তা বজায় এর জন্য ওটিপি পাঠানো হবে।
- এছাড়াও গ্রাহকের মেল আইডি সক্রিয় করা থাকলে তা স্বয়ং সেবা মূলক আপডেট পোর্টালে সুবিধা হবে। আপনাকে আধার এর স্বয়ং সেবা মূলক আপডেট পোর্টালে এ লগইন করতে হবে আধার কার্ড নম্বর দিয়ে।
- এরপর আপনাকে নাম বা পদবি যা কিছু পরিবর্তন করতে চান তার জন্য আবেদনটি এন্ট্রি করতে হবে।
- এরপর সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে রেশন কার্ড,পাসপোর্ট,শেষ তিন মাসের টেলিফোনের বিল ইত্যাদি এগুলোর মধ্যে একটা স্ক্যান করে তার সফট কপি আপলোড করতে হবে।
- একবার এই সংক্রান্ত আবেদন জমা পড়ে গেলে অর্থাৎ সাবমিট দেখালে URN নাম্বার বা আপডেট রিকোয়েস্ট নাম্বার পেয়ে যাবেন যার দ্বারা আপনার করা আবেদন প্রক্রিয়ার অগ্রগতি কোন পর্যায়ে আছে তা সহজেই লক্ষ্য রাখতে পারেন।
২. পোস্টের মাধ্যমে আপডেট :
পোস্টের মাধ্যমে আধার কার্ডের সংশোধনের আবেদন করতে গেলে ফর্মটি উপরোক্ত সাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী নাম, ঠিকানা,জন্মতারিখ ইত্যাদির জন্য দেয়া নির্দিষ্ট ফর্মের ঘর গুলি তথ্যের মাধ্যমে পূরণ করতে হবে। তারপর মোবাইল নম্বরটি প্রদান করা বাধ্যতামূলক এবং তার সাথে উপযুক্ত প্রামাণ্য ডকুমেন্টস এর স্বপ্রত্যয়িত নকলগুলির কপি প্রেরণ করতে হবে। তারপর আধার কার্ড কারেকশন/আপডেট এই লেখার পাশে টিকচিহ্ন দিয়ে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে
ইউআইডিএআই
- পোস্ট বক্স নং ১০
- ছিন্দওয়ারা, মধ্যপ্রদেশ- ৪৮০০০১
- ইন্ডিয়া
ইউআইডিএআই
- পোস্ট বক্স নং ৯৯
- বানজারা হিলস , হায়দ্রাবাদ ৫০০০৩৪
- ইন্ডিয়া
৩. নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টারের মাধ্যমে :
- আধার গ্রাহক নিকটতম আধার নাম নিবন্ধন কেন্দ্র গিয়ে মেইল আইডি আপডেট করতে পারেন। এই কেন্দ্রের মাধ্যমে আপনি আধার ডেমোগ্রাফিক তথ্য অর্থাৎ নাম ঠিকানা জন্মতারিখ ইত্যাদি এবং বায়োমেট্রিক অর্থাৎ আইরিশ ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি সংক্রান্ত তথ্য লাভ করতে পারবেন। তবে এখানে সাথে করে আপনার অরিজিনাল ডকুমেন্ট গুলি নিয়ে যেতে হবে যা আপডেটের পর আপনাকে ফেরত দেয়া হবে।
- আধার এনরোলমেন্ট বিনামূল্যে করা যাবে। কিন্তু ডেমোগ্রাফিক তথ্য পরিবর্তনের জন্য অর্থাৎ নিজের নাম,ঠিকানা,বয়স,লিঙ্গ,মোবাইল নম্বর ইত্যাদি বদল করার জন্য ৫০টাকা দিতে হবে যা আগে ছিল ২৫টাকা। যদি ইউআইডিএআই এর ওয়েবসাইট থেকে আধার রিপ্রিন্ট করেন তাহলেও আপনাকে ৫০টাকা দিতে হবে।এছাড়াও বায়োমেট্রিক সংক্রান্ত বিষয় যেমন- ফটো, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি বদল করতে গেলে গুনতে হবে ৫০টাকা।
মন্তব্য করুন