রোজ নানান সমস্যার কবলে পরতে হয় আমাদের ত্বককে। আজ ব্রণর সমস্যা তো কাল সান ট্যান। পরশু হয়তো চোখের নীচে কালি উঁকি মারছে। মুক্তি পাই কি করে? প্রশ্ন তো আপনাদের মনেও জাগে। কিন্তু সঠিক উত্তর কি পান! না তো?
তবে আজকে আপনাদের স্কিনের যাবতীয় সমাধান নিয়ে হাজির হলাম, সাথে স্পেশাল ৪টি ক্রিম যা মুখের যেকোনো দাগের সাথে লড়াই করতে রেডি। আর হ্যাঁ, এগুলি বিদেশী ক্রিম, সুদূর কোরিয়াতে বানানো। তবে কিনতে চাইলে নীচে লিঙ্ক দিলাম কেনার কিনে নিতে পারবেন।
১. EYE CREAM: POWER 10 FORMULA GFI CREAM
আমাদের মুখে চোখের কোণের অংশ খুবই সূক্ষ্ম আর সেনসিটিভ হয়। তাই কোনও রকমের একটা কিছু নয়, এই অংশের জন্য দরকার যথাযথ যত্ন। একটি ভালো আইক্রিমের দরকার এই অংশের ময়েশ্চার ধরে রাখতে। যা চোখের নীচে কালি জমতে দেয় না। ফলে ডার্ক সার্কেল আসে না। এক্ষেত্রে আপনি পাওয়ার টেন ফর্মুলা জিএফআই ক্রিম ব্যবহার করতে পারেন।
কীভাবে ব্যবহার করবেন
এক ফোঁটা ক্রিম নিন আর চোখের কোলে ব্যবহার করুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি এটা শুতে যাওয়ার আগে ব্যবহার করেন। ফলে সারা রাত এই ক্রিম তার কাজ করার সময় পাবে। ভাববেন না একদিনেই দাগ ভ্যানিস হবে। আপনাকে একটা ফাইল এই ক্রিমের ব্যবহার করতেই হবে ভালো ফল পাওয়ার জন্য। এই ক্রিমের এত চাহিদা যে আপাতত আমাদের স্টকে নেই। নতুন এলে এখানে কেনার লিঙ্ক অ্যাড করে দেব। এই লেখাটি চেক করতে থাকবেন মাঝে মাঝে।
২. SHEET MASK: FACE SHOP FACE MASK
এবার আপনার একটি ভালো ফেস মাস্ক ব্যবহার করা উচিৎ। যদি আপনার মুখ খুবই শুষ্ক থাকে তাহলে রোজ ব্যবহার করুন। তা না হলে সপ্তাহে দু বারই যথেষ্ট। এটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করে।
কীভাবে ব্যবহার করবেন
এটা সিরামের আকারে পাওয়া যায়। হাতে দু ফোঁটা সিরাম নিন আর মুখে হাল্কা করে ম্যাসাজ করুন। গলাতেও ব্যবহার করতে পারেন।
৩. MOISTURIZER: FACESHOP CHEA SEED MOISTURIZER RECHARGE SERUM
একেবারে শেষের দিকে এসে আপনাকে মুখে ময়েশ্চার ব্যবহার করতে হবে। ফেসশপ শিয়া সিডে আছে হলুদের বীজ, শিয়া সিড যা এই প্রোডাক্টকে অনবদ্য বানিয়েছে। এটা খুবই হাল্কা আর সহজে মিশে যায়। আর এটি সব ধরণের ত্বকের জন্যই ব্যবহার করা যায়।
কীভাবে ব্যবহার করবেন
এই ময়েশ্চারাইজার ব্যবহার করুন রাতে। হাতে কয়েক ফোঁটা নিয়ে দু হাতে ঘষে মুখে লাগান। রোজ করুন একমাসে ভালো রেজাল্ট পাবেনই।
৪. SUNSCREEN: FACESHOP NATURAL SUN ECHO POWER LONG LOSING SUN CREAM
ইউভি এ আর ইউভি বি আমাদের ত্বকের অনেক ক্ষতি করে। আপনার ত্বকের যাবতীয় যত্ন এই এখানে এসে শেষ হয়। কিন্তু সানস্ক্রিনের জন্য আপনাকে ব্যবহার করতে হবে ফেসশপ ন্যাচরাল সান ইকো পাওয়ার লং লসিং সান ক্রিম। এটি নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বকে বলিরেখা, ফাইন লাইন্স এইসব কিচ্ছু আর আসে না। আর এতে সূর্যমুখীর নির্যাস থাকায় এটি স্বাভাবিক ভাবেই ত্বকের ময়েশ্চার ধরে রাখে।
কীভাবে ব্যবহার করবেন
টিউব থেকে সামান্য পরিমাণে ক্রিম নিন আর মুখ, হাত ও অন্যান্য অংশ যেখানে রোদ পড়ে, সেখানে মেখে নিন।
মন্তব্য করুন