সদ্য আমরা শীতকাল পেরিয়ে এলাম। এখনও যে আমাদের ঠাণ্ডা ঠাণ্ডা ভাবটা খুব একটা কমেছে তা কিন্তু নয়। আর শীতকালে আমাদের সাধারণ সমস্যা হল ত্বক শুষ্ক হয়ে যায়। কিন্তু ভাবুন তো, যদি সারা বছরই আপনার ত্বক শুষ্ক আর নির্জীব লাগে? আপনার সৌন্দর্যের ওখানেই সমাপ্তি। ত্বক হতে হবে মোলায়েম আর উজ্জ্বল।
অনেকে বলেন এর জন্য সিরাম ব্যবহার করতে। কিন্তু কোন সিরাম ভালো আপনার জন্য? এটাই চিন্তা করছিলেন তো? আসুন তাহলে, আজ দেখে নিই কোন কোন সিরাম ভালো আপনার শুষ্ক ত্বক সুন্দর করে তোলার জন্য।
১. ল্যাকমে ইউথ ইনফিনিটি স্কিন ফার্মিং সিরাম
ত্বক শুষ্ক হয়ে যাওয়া মানেই খানিক ত্বক ঝুলে যাওয়া, টানটান ব্যাপারটা হারিয়ে যাওয়া। কিন্তু এই সিরাম আপনার মধ্যে এই টানটান ব্যাপারটা ধরে রাখবে। এর সঙ্গে আপনার ত্বকের উজ্জ্বলতা যেমন বাড়াবে, তেমনই বার্ধক্য আসতে দেবে না। ভিতর থেকে ত্বকের ময়েশ্চার ধরে রাখবে। আর ল্যাকমের হাত তো অনায়াসেই আপনি ধরতে পারেন।
কীভাবে ব্যবহার করবেন
স্নান করে এসে এই সিরাম আপনার মুখে ভালো করে মেখে নিন। খুব তাড়াতাড়ি মুখে মিশে যায় এটি। সপ্তাহে দু দিন করলেই ফল পাবেন।
২. এলিজাবেথ আরডেন স্কিন সিরাম
একটি অন্যতম বিউটি প্রোডাক্ট যার প্রেমে পড়তে আপনি বাধ্য। আপনার স্কিন টোনের যেমন উন্নতি ঘটায় এই সিরাম, তেমনই ময়েশ্চার ধরে রাখে। পি.এইচ ব্যাল্যান্স ভালো রাখে। এছাড়া ত্বকের মধ্যে কোনও দাগ-ছোপ হয়ে থাকলে এই সিরাম সেই দাগ থেকেও আপনার ত্বককে মুক্ত রাখে। দামটা খানিক বেশি হলেও এটা কিন্তু আপনাদের ত্বকের সার্বিক যত্ন নেবে।
কীভাবে ব্যবহার করবেন
বিকেলে যে কোনও একটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর কয়েক ফোঁটা সিরাম নিয়ে সারা মুখে মেখে নিন। এটা আর তোলার দরকার নেই। কয়েক দিন পর থেকে দেখবেন আপনার ত্বক কথা বলছে।
৩. লরিয়েল প্যারিস ইউথ কোড লুমিনাইজ সুপার সিরাম
ত্বকের জন্য লরিয়েল প্যারিসের কোনও না কোনও প্রোডাক্ট নিশ্চয়ই ব্যবহার করেন। এই প্রোডাক্টটি কিন্তু আরেক অনবদ্য উপহার আমাদের কাছে। এতে আছে ভিটামিন সি, যা ত্বকের শুষ্কতা আটকায় আর ত্বকের ময়েশ্চার ধরে রাখে। এই সিরাম একদমই তেলতেলে নয়। বলিরেখা না হতে দিয়ে ত্বক টানটান রাখে বলে ত্বকের বুড়িয়ে যাওয়া বন্ধ হয়। কালো দাগও আর থাকে না।
কীভাবে ব্যবহার করবেন
এটিও ব্যবহার করা খুব সহজ। রাতে শুতে যাওয়ার আগে কয়েক ফোঁটা নিয়ে মুখে মেখে নিন। তারপর সারা রাত রেখে দিন।
৪. দ্য বডি শপ ভিটামিন ই ময়েশ্চার সিরাম
এটি একটি অনবদ্য প্রোডাক্ট যা আপনার ত্বকের শুষ্কতার কোনও চিহ্নই রাখবে না। এতে আছে ভিটামিন এ, রাইস ব্রেন অয়েল, হুইট জার্ম অয়েল যা আপনার ত্বকের পুষ্টির জন্য খুব দরকার। ভিতর থেকে ত্বকের ময়েশ্চার ধরে রাখে। ত্বকের আর্দ্রতা ধরে রাখে বলে ত্বক শুষ্ক হয়ে যায় না। ফলে ত্বকের অকাল বার্ধক্য আসে না।
কীভাবে ব্যবহার করবেন
সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এই সিরামটি ব্যবহার করুন। সপ্তাহে তিন দিন করুন। কয়েক সপ্তাহ পর ফল পাবেন।
৫. এইচ. টু. ও প্লাস সিই রেজাল্ট ডেইলি ডিফেন্স সিরাম
সারা দিনে একবার ব্যবহার করে ত্বকের ময়েশ্চার ধরে রাখতে চান? তাহলে এই সিরাম আপনার জন্য অনবদ্য। ত্বকের ফ্রি র্যা ডিকেল ডেমেজের থেকে ত্বক রক্ষা করে। ত্বকের আর্দ্রতা ধরে রেখে বার্ধক্যের ছাপ ফেলে না। ত্বকের উপর একটা বর্ম করে রাখে এই সিরাম।
কীভাবে ব্যবহার করবেন
এটি আপনার রোজই রাতে ব্যবহার করতে পারেন। শুতে যাওয়ার আগে কয়েক ফোঁটা নিয়ে মুখে মাখুন। তারপর ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই পার্থক্য বুঝতে পারবেন।
৬. কায়া স্কিন রিজুভিনেশন সিরাম
আপনার তালিকায় আপনি সবার উপরে এই সিরামটি রাখতেই পারেন। ৩০ এম.এল এর এই বোতলে বলতে পারেন ম্যাজিক রয়েছে। আপনি একবার ব্যবহার করলে এটি ৭ থেকে ৮ ঘণ্টা আপনার ময়েশ্চার ধরে রাখবে। সবচেয়ে বড় কথা, এটি একদমই তেলতেলে নয়। খুব ভালো করে মিশে যায় মুখের সঙ্গে। ফাইন লাইনের মতো সমস্যা যেমন কমায়, তেমনই নতুন কোষ তৈরি করে।
কীভাবে ব্যবহার করবেন
স্নানের পর আপনি এই সিরাম ব্যবহার করতে পারেন। শুধু কয়েক ফোঁটা নিয়ে মুখে ভালো করে মেখে নিন। এটা আপনি রাতে মুখ ধুয়েও করতে পারেন। দিনে দু বার করে এটি ব্যহার করলে ভালো ফল পাবেন।
৭. পন্ডস গোল্ড রেডিয়েন্স প্রিসিয়াস ইউথ সিরাম
আপনার ত্বকের পুষ্টি ধরে রাখতে এই সিরাম অনবদ্য। পন্ডসের কথা নতুন করে বলার তো কিছু নেই। ভিতর থেকে এই সিরাম ত্বক আর্দ্র রাখে আর নরম রাখে। সঙ্গে সঙ্গে বলিরেখার মতো সমস্যা দূর করে। ত্বকে বয়সের ছাপ সহজে পড়তে দেয় না। আর যেহেতু এর মধ্যে স্বর্ণ ভস্ম আছে, তাই আপনি এমনিতেই একটা উজ্জ্বল ত্বক পাবেন। শুষ্ক হয়ে যাওয়ার জন্য যে উজ্জ্বলতা আপনি হারিয়েছেন তা সহজে পাবেন।
কীভাবে ব্যবহার করবেন
দিনের যে কোনও সময়ে মুখ ধুয়ে মুখে এই সিরাম ভালো করে মেখে নিন। সপ্তাহে তিন দিন করুন নিয়ম করে। এক মাস পর থেকেই পার্থক্য বুঝতে পারবেন।
৮. অ্যারোমা ম্যাজিক রিভাইটালাইজিং সিরাম
যদি আপনি সত্যিই ত্বকের শুষ্কতা দূর করতে চান তাহলে এই সিরাম অবশ্যই ব্যবহার করুন। ত্বকের তারুণ্য ধরে রাখে আর নতুন কোষ তৈরি করে। পি.এইচ ব্যাল্যান্স ধরে রেখে ভিতর থেকে ত্বক সুন্দর করে তোলে। সারা দিন ধরে ত্বকের ময়েশ্চার ধরে রেখে আপনাকে সুন্দর দেখায়।
কীভাবে ব্যবহার করবেন
স্নান করে এসে এই সিরাম মুখে মাখুন। আরেক বার ব্যবহার করুন বিকেলবেলা। দিনে দু বার ব্যবহার করলে উপকার পাবেন তাড়াতাড়ি।
৯. বায়োটিক বায়ো ডেন্ডেলিওন এজলেস লাইটেনিং সিরাম
নামেই বোঝা যাচ্ছে যে এই সিরাম ত্বকে বার্ধক্য আসতে দেবে না সহজে। এতে আছে ভিটামিন ই। এর সঙ্গে আছে হিমালয়ান ওয়াটার, বাদাম তেল, জায়ফল আরও নানা উপাদান। আপনার ত্বকের ময়েশ্চার ধরে রাখে। এর মধ্যে ত্বক উজ্জ্বল করার উপাদানও আছে। তাই এই সিরাম নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
কীভাবে ব্যবহার করবেন
অন্যান্য সিরামের মতো এটিও দিনের যে কোনও সময়ে মুখে মেখে নিন আর রেখে দিন। কয়েক সপ্তাহ নিয়ম করে করুন। ফল পাবেনই পাবেন।
১০. লোটাস হার্বালস হোয়াইট গ্লো ইনটেনসিভ স্কিন হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং সিরাম
লোটাসের নাম নতুন করে বলার কিছু নেই। এই সিরামে আছে মিল্ক এনজাইম, মালবেরি, আঙুরের মতো উপাদান। এটি তাই ত্বক উজ্জ্বল করে আর ভিতর থেকে ময়েশ্চার ধরে রাখে। আপনার যদি ব্ল্যাক হেডস থাকে বা বড় পোর্স হওয়ার সমস্যা থাকে, তাহলে কিন্তু এই সিরাম খুব সাহায্য করে। দুধের প্রোটিন থাকার জন্য ত্বক শুষ্ক হয় না।
কীভাবে ব্যবহার করবেন
এটি রাতে ব্যবহার করুন। শুতে যাওয়ার আগে কয়েক ফোঁটা মুখে লাগিয়ে ভালো করে মেখে নিন। সপ্তাহে তিন দিন করুন।
এবার তাহলে আপনার ত্বকের শুষ্ক হয়ে যাওয়ার সমস্যার সমাধান হয়ে গেল। এই এতো সিরামের মধ্যে যেটি আপনার ভালো লাগবে সেটি ব্যবহার করুন। দেখবেন ত্বক হবে উজ্জ্বল আর নরম।
মন্তব্য করুন