বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মুখের ত্বকে নানা রকমের সমস্যা দেখা দেয়। সেটা হতে পারে বলিরেখা, আবার কখনও হতে পারে মুখের চামড়া ঝুলে যাওয়া। আর মুখের এই সব সমস্যা দেখা দিলে সেটা আমাদের সৌন্দর্যের ক্ষেত্রেই বাঁধা হয়ে দাঁড়ায়।
কিন্তু একটু সময় নিয়ে যদি আমরা এই সমস্যা মোকাবিলা করার চেষ্টা করি তাহলে আমাদের মুখ পেতে পারে মোলায়েম টানটান স্কিন। তার জন্য আজ আমরা ছয়টি বিশেষ ক্রিমের সন্ধান দেব আপনাদের। দেখে নিন তাহলে সেগুলো কী কী।
১. বায়োটিক বায়ো হুইট জার্ম ফার্মিং ফেস অ্যান্ড বডি ক্রিম
বায়োটিক বায়োর এটি একটি অত্যন্ত কার্যকরী ক্রিম। এতে যেমন প্রধান উপাদান হিসেবে আছে হুইট জার্ম, তার সঙ্গে আছে সূর্যমুখী ফুলের নির্যাস আর আমন্ড অয়েল। এর পাশাপাশি আছে অন্য কিছু বাদাম আর গাজরের নির্যাস। এতো কিছু থাকার ফলে এই ক্রিমকে ভিটামিন আর প্রোটিনের খুব ভালো উৎস হিসেবে দেখা হয়। এই ক্রিম ব্যবহার করলে তাই আপনার স্কিন থাকবে আর্দ্র, বলিরেখা থাকবে না আর কোষও বৃদ্ধি পাবে।
২. ওলে রিজেনারিস্ট অয়াডভান্সড অ্যান্টি এজিং রিভাইটালাইজিং নাইট স্কিন ক্রিম
এই নাইট ক্রিম রাতে আপনি যখন শুয়ে থাকবেন, তখন আপনার স্কিনকে আলাদা পরিচর্যা দেবে। এতে আছে অ্যামিনোপেপটাইড আর বি৩ কমপ্লেক্স। এই উপাদান আপনার মুখে নতুন কোষ তৈরি করবে। ফলে আপনার মুখের তারুণ্য থাকবে অটুট।
৩. ওলে টোটাল এফেক্ট নাইট ফার্মিং ক্রিম
এই নাইট ক্রিম আসলে একটি খুব ভালো ময়েশ্চারাইজার। এটা ব্যবহার করার কয়েক দিনের মধ্যেই বুঝতে পারবেন যে আপনার ঝুলে যাওয়া চামড়া কীভাবে টানটান হচ্ছে আর হারিয়ে যাওয়া তারুণ্য আবার ফিরে আসছে। আপনি যখন রাতে ঘুমোন তখন এই ক্রিম আপনার স্কিনের সুন্দর দেখভাল করে।
৪. পন্ডস গোল্ড রেডিয়েন্স ইউথফুল গ্লো ডে ক্রিম
শুধু নামেই নয়, স্বর্ণভস্ম দিয়ে তৈরি এই ক্রিম আপনার স্কিনের জন্য খুবই দরকারী। মুখে সহজে মিশে গিয়ে মোলায়েম করে মুখ। মুখ থেকে কালো দাগ তুলে দেয় আর বার্ধক্যের ছাপও সহজে আসতে দেয় না। মুখ টানটান করার পাশাপাশি একটা আলাদা জেল্লা আনে।
৫. লরিয়েল প্যারিস ডার্মো এক্সপার্টাইজ রিভাইটালিফট ডবল লিফটিং
লরিয়েল প্যারিস নিয়ে তো নতুন করে কিচ্ছু বলার নেই। এটি প্রো-রেটিনল আর প্রো-টেনসিয়ামে সমৃদ্ধ। এর ফলে এই ক্রিম আপনি ব্যবহার করলে বয়সের ছাপ যেমন আপনার কাছে আসে না, তেমনই চামড়া টানটান রেখে একটা সুন্দর মোলায়েম এফেক্টও দেয়।
৬. ভিকি লিফটঅ্যাক্টিভ সিপিএক্স নাইট অ্যান্টি রিঙ্কেল অ্যান্ড ফার্মিং ক্রিম
এই ক্রিমে আছে ভিটামিন সি আর পেপটাইড ২। আর এই জন্যই এই ক্রিম ত্বকে তারুণ্য ধরে রাখে। সহজে বলিরেখা হতে দেয় না। নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। সপ্তাহে তিন দিন এই ক্রিম ব্যবহার করতেই পারেন।
মন্তব্য করুন