শীতের মরশুম মানেই বিয়ে। বিয়ের দিনটিকে মনের মনিকোঠায় ধরে রাখতে, দেশের যে কোন জায়গায় বিয়ের পরিকল্পনা করা যেতেই পারে। তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এমনই কয়েকটি ডেস্টিনেশন ওয়েডিং এর বেস্ট জায়গা।
উদয়পুর
এই শহরে বিদ্যমান হ্রদ এবং প্রাসাদ, ভারতীয় এবং বিদেশিদের সমানভাবে মন্ত্রমুগ্ধ করেছে। জগমন্দির প্রাসাদ বা ওবাই-উদাইভিলাস, উদয়পুর এর সবচেয়ে জনপ্রিয় ওয়েডিং ডেস্টিনেশন যা সমৃদ্ধি এবং রাজত্বের স্পর্শকে ঘিরে রয়েছে।
জয়পুর
রাজকীয় বিয়ের এক অসাধারণ ডেস্টিনেশন জয়পুর। এখানের পুরনো কেল্লা বা দুর্গ গুলি ওয়েডিং এর জন্য ভাড়া দেয়া হয়। ঐতিহ্য এখানে বিবাহ উদযাপনের জন্য এতটাই জনপ্রিয়।
কেরল
রোমান্টিক ওয়েডিং ডেস্টিনেশন মানেই কেরল। ভারকালা, কোভালাম এবং মুন্নার এর চায়ের বাগানে, বিয়ের আয়োজন গুলি করা হয়।
সিমলা
শীতের মৌসুমে শীতের জায়গাতেই বিয়ের অনুষ্ঠান! অসাধারণ। হিমালয়ের পাদদেশে, বন গেস্টহাউস বা ক্যাম্পে, অনেকেই বিবাহ অনুষ্ঠান-এর পরিকল্পনা করে থাকেন। কি রোমান্টিক! তাই না।
গোয়া
গোয়া শুধু হানিমুন নয়, এখন বিয়ের জন্যও স্পেশাল হয়ে উঠেছে।ডেস্টিনেশন ওয়েডিং করার কথা মাথায় এলে, অবশ্যই গোয়ায় গিয়ে তা সেরে ফেলতে পারেন। সমুদ্র সৈকতকে সাক্ষী মেনে শুরু করতে পারেন জীবনের নতুন পথ চলার। খরচ খুব বেশিও নয়। তাহলে কি ভাবছেন? বিয়ে আর হানিমুন দুই গোয়ায় সারার প্ল্যান!
ঋষিকেশ
আধুনিক ফ্লেভারের স্বাদ নিতে, রাজকীয় বিয়েতে ঋষিকেশ একটি আদর্শ জায়গা। এখানে গঙ্গার বুকে বড় বড় রিসোর্টে, মূলত বিবাহের অনুষ্ঠান গুলি হয়ে থাকে।
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
মূল ভূখন্ড থেকে দূরে, সাদা বালি সৈকতগুলির মধ্যে, একটি বিস্ময়কর ওয়েডিং ডেস্টিনেশন।
মন্তব্য করুন