শাড়ি পরে বিয়ে বাড়ি যাবেন, আর শীতের ভয়ে চাদর নিয়ে গায়ে চড়ালেন! সাজের বারোটা বাজলো? ট্রাই করুন কিছু নতুন স্টাইল। যা আপনার শাড়ি পরার সাথে সাথে আপনার স্টাইল স্টেটমেন্ট বজায় রাখবে ক্লাসি আন্দাজে। ডেনিমের জ্যাকেট হোক বা হাফহাতা সোয়াটার, পরে ফেলুন শাড়ির সাথে। কথা দিচ্ছি বিয়ে বাড়িতে কনের পরেই সবার নজর থাকবে শুধুমাত্র আপনার দিকেই। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক।
শাড়ির সাথী ডেনিম জ্যাকেট
দেখতেই এত কুল লাগছে, ভাবুন পরলে কি হবে! ডেনিমের জ্যাকেটের সাথে ঠিক এভাবে শাড়ি পরুন। খুব সহজ। জাস্ট শাড়ি পরে তার উপর জ্যাকেট চাপিয়ে নিন। স্টাইলও বজায় থাকবে আর ঠাণ্ডাও লাগবে না।
সোয়গের সাথে হাফ সোয়েটার
হাফহাতা বা ফুলহাতা সোয়াটার ব্লাউজের মত পরে নিন। তার উপর শাড়ি পরুন। সকালে পরলে অবশ্যই সানগ্লাস ক্যারি করুন। ফুল সোয়গের সাথে এন্ট্রি হন বিয়ে বাড়িতে।
কোর্ট ও শাড়ির যুগলবন্দী
ব্লেজার বা কোর্ট যাই থাকুক না কেন, শাড়ি পরার পর উপরে চাপিয়ে নিন। আর শাড়ির আঁচল সামনের দিকে প্লিট করে আটকে নিন। কোর্টের বোতাম লাগাবেন না। ভীষণ সুন্দর দেখতে লাগবেন।
শাড়ির দুনিয়ায় সোয়াটার ইন
এক্ষেত্রে দুরকম ভাবে সোয়েটারের উপর শাড়ি পরতে পারেন। বাদিকের ছবির মত শাড়ির আঁচল গলায় ওড়নার স্টাইলে পেচিয়ে নিন। আর ডানদিকের মত শাড়ির সাথে কোমরবন্ধ পরার সখ থাকলে, আঁচল সামনের দিক এনে কোমরবন্ধ দিয়ে বেল্টের মত বেঁধে নিন।
সার্ট শাড়ি জমে ক্ষীর
ক্যাসুয়াল লুক ও স্টাইল দুই যদি মেন্টেন করার ইচ্ছে হয়, তাহলে ফুলস্লিভ ডেনিম সার্টের উপরে শাড়ি পরুন।
বিয়ে বাড়িতে নতুন স্টাইল স্টেটমেন্ট এবার আপনি দেখাবেন সবাইকে!
মন্তব্য করুন