কালীপুজোর রাতে নিজেকে স্পেশাল লুক দিতে করে নিন দাশবাস কালীপুজো স্পেশাল ফেসিয়াল। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট না করে বরং সহজ উপায়ে ঘরে বসে করুন ফেসিয়াল। কেমিক্যাল যুক্ত কোন প্রোডাক্ট না বরং রান্নাঘরের সামান্য কিছু জিনিস ব্যবহার করে বানিয়ে নিন ফেসিয়ালের সরঞ্জাম।
কালীপুজো স্পেশাল ফেসিয়াল
সকাল সকাল করে নিন ফেসিয়াল আর রাতে চমকান একেবারে বাজির মত। এই ফেসিয়ালটি ব্যবহার করার পর ২ ঘণ্টার মত রোদে যাবেন না। আর যদি এটি করে ভালো লাগে তাহলে সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন।
উপকরণ
দুধ হাফ বাটি
বেসন ৫ চা চামচ
টকদই ৩ চা চামচ
গোলাপজল ২ চা চামচ
পাকা কলা হাফ
কি ভাবে ব্যবহার করবেন
সবার প্রথমে দুধ দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নিন ম্যাসাজ করে করে।
১০ মিনিট পর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ভালো করে মুখ পরিষ্কার কাপড়ে মুছে নিন।
এবার কাঁচের বাটিতে বেসন ৫ চা চামচ নিয়ে তাতে ৩চা চামচ টকদই ও গোলাপজল ২ চা চামচ মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে ৫ থেকে ১০ মিনিট ফ্রিজে রাখুন।
এবার পাকা কলার হাফ মত এই মিশ্রণে অ্যাড করে নিন।
মুখে প্যাকটি লাগান হালকা হাত দিয়ে ম্যাসাজ করতে করতে।
৩০ মিনিট মত রেখে তারপর ধুয়ে নিন।
মুখ ধোয়ার পর হালকা ক্রিম লাগিয়ে নিন। অ্যালোভেরা জেল থাকলে তাও লাগাতে পারেন।
গোল্ড ফেসিয়াল বাড়িতে করুন কেমিক্যাল মুক্ত প্রাকৃতিক উপাদানের সাহায্যে
মন্তব্য করুন