অ্যালোভেরা জেল যে স্কিনের জন্য কতটা ভালো তা আর বলার অপেক্ষা রাখে না। তবে অ্যালোভেরা জেল দিয়ে ফেসিয়াল করার কথা আগে শুনেছেন কি? না। তাহলে পড়ে নিন আজকের লেখাটি। আমি নিজে এই ফেসিয়াল করে থাকি ঘরে।
দারুন কার্যকরী বানানোও খুব সহজ। উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে এটি ট্রাই করুন অবশ্যই। স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম।
অ্যালোভেরার জেলের ফেসিয়াল
অ্যালোভেরার জেলের ফেসিয়াল করতে যে জিনিসগুলির প্রয়োজন তা আপনারা রান্নাঘরেই পেয়ে যাবেন। আর খুব ইজিলি বানাতেও পারবেন।
উপকরণ
- অ্যালোভেরা জেল
- মুলতানি মাটি
- বাদামতেল
- গোলাপজল
- কাঁচা দুধ
- চালের গুড়ো
প্রথম স্টেপ ক্লিঞ্জিং
যেকোনো ফেসিয়াল করার আগেই স্কিন ভালো করে ক্লিন করে নেওয়া খুবই জরুরি। এক্ষেত্রেও আমরা তাই করবো।
এক চা চামচ কাঁচা দুধ ও এক চা চামচ অ্যালোভেরা জেল একসাথে মিশিয়ে ক্লিঞ্জার বানিয়ে নিন।
তুলো দিয়ে এই মিশ্রণটি ভালো করে মুখে লাগান। হালকা করে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ঠাণ্ডা জল বা পানিতে মুখ ধুয়ে নিন।
দ্বিতীয় স্টেপ স্ক্রাবিং
স্ক্রাবিং করার জন্য আমরা ব্যবহার করবো চালের গুড়ো ও অ্যালোভেরা জেল।
প্রথমে একটি পরিষ্কার বাটিতে এক চা চামচ চালের গুড়ো ও ১ চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এবার এই প্যাকটি মুখে হালকা হাতে ম্যাসাজ করে লাগাতে থাকুন।
প্যাক লাগানোর পর সেটি শুকিয়ে এলে হালকা ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন।
স্ক্রাবিং মুখের ব্ল্যাক ও হোয়াইট হেডস দূর করে সহজে।
তৃতীয় স্টেপ ফেসিয়াল
এই স্টেপে আমরা মূলত ফেসিয়াল করবো। তার জন্য সবার প্রথমে আমাদের ফেস প্যাক বানিয়ে নিতে হবে।
এক চা চামচ অ্যালোভেরা জেল, এক চা চামচ বাদামতেল, এক চা চামচ মুলতানি মাটি ও ২ চা চামচ গোলাপজল।
সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে প্যাক বানাবো। রেডি আপনাদের প্যাক।
এবার এটি সারা মুখে লাগিয়ে ৫ মিনিট হালকা ম্যাসাজ করে রেখে দিন।
প্যাকটি সম্পূর্ণ শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ পরিষ্কার করে নিন।
চতুর্থ স্টেপ টোনার
ফেসিয়াল করার পর অবশ্যই টোনার ব্যবহার করবেন।
এক চা চামচ অ্যালোভেরা জেল ও এক চা চামচ গোলাপজল মিশিয়ে টোনার বানিয়ে নিন।
এবার এই টোনার মুখে মাখুন। আর পান উজ্জ্বল দাগহীন স্কিন।
মন্তব্য করুন